Madhuri Dixit: সবথেকে কাছের মানুষকে হারালেন মাধুরী! বিধ্বস্ত বলিউড নায়িকা, পরিবারে শোকের ছায়া!
- Published by:Teesta Barman
Last Updated:
Madhuri Dixit: গতবছর মাতৃদিবসে মা এবং দুই বোনের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন মাধুরী। ছবিতে দেখা গিয়েছিল, চেয়ারে বসে স্নেহলতা দীক্ষিত। চেয়ারের হাতলে মাধুরী ও এক বোন। পিছনে দাঁড়িয়ে অন্য বোন।
মুম্বই: মাধুরী দীক্ষিতের পরিবারে শোকের ছায়া। সবথেকে কাছের মানুষকে হারালেন বলিউড নায়িকা। মাতৃবিয়োগ হল মাধুরীর। মৃত্যুকালে মাধুরীর মায়ের বয়স হয়েছিল ৯১ বছর। রবিবার মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন স্নেহলতা দীক্ষিত।
বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মাধুরীর মা। রবিবার বিকেল ৩টে নাগাদ তাঁর শেষকৃত্য হবে বলে সূত্রের খবর। যৌথ এক বিবৃতিতে মাধুরী ও তাঁর স্বামী ড. শ্রীরাম নেনে দুঃসংবাদ দেন।
advertisement
advertisement
গতবছর মাতৃদিবসে মা এবং দুই বোনের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন মাধুরী। ছবিতে দেখা গিয়েছিল, চেয়ারে বসে স্নেহলতা দীক্ষিত। চেয়ারের হাতলে মাধুরী ও এক বোন। পিছনে দাঁড়িয়ে অন্য বোন। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি আজ যা হতে পেরেছি, পরবর্তীতে আরও যা যা আমি হতে পারব, সবই তোমার প্রতিচ্ছবি ‘আই’ (মা)। ‘শুভ মাতৃদিবস।’
advertisement
মাঝে মধ্যেই মায়ের সঙ্গে ছবি পোস্ট করতেন মাধুরী। মায়ের ৯০তম জন্মদিনে স্বামী ড. শ্রীরাম নেনে এবং দুই ছেলের সঙ্গে নিজের মায়ের ছবি দিয়ে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আই। লোকে বলে, মা এবং মেয়ে সবথেকে ভাল বন্ধু। এর থেকে সত্যি কথা আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা যা করেছ, যা যা শিক্ষা দিয়েছ, সেটিই আমার কাছে সবথেকে মূল্যবান উপহার। ভাল থেকো, তোমার সুখী জীবন কামনা করি।’
advertisement
advertisement
সেই মা আজ আর নেই। এই পোস্টের এক বছরের মধ্যেই তিন মেয়েকে ছেড়ে চলে গেলেন স্নেহলতা দীক্ষিত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2023 12:13 PM IST