জন্মদিনে বড় উপহার প্রাপ্তি ! সলমনের মিষ্টি ভাগ্নির প্রথম ছবি নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
সলমনের ৫৪ তম জন্মদিনেই জন্মেছে অর্পিতা ও আয়ূসের মিষ্টি মেয়ে
#মুম্বই: সলমন খান বলিউডের সুপারস্টার ৷ তিনি পরিবারের সবার প্রতি তাঁর অগাধ ভালবাসা রয়েছে ৷ সব থেকে বেশি ভালবাসেন তাঁর বোন অর্পিতা খান শর্মাকে ৷ ভাইবোনের ভালবাসার একটি উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে ৷ দাদার ৫৪ তম জন্মদিনে ফের একবার খুশির খবর দিয়েছেন ৷
Welcome to this beautiful world Ayat. You’ve brought a lot of happiness into our lives. May you touch everyone’s life with a lot of love and joy pic.twitter.com/g9KkDGCgYY
— Aayush Sharma (@aaysharma) December 30, 2019
advertisement
২৭ ডিসেম্বর নিজের ৫৪ তম জন্মদিনে সব থেকে বড় উপহার পেয়েছেন ৷ তাঁর ভাগ্নি আয়তেন জন্ম হয়েছে ৷ সেই প্রিয় ভাগ্নির প্রথম ছবি শেয়ার করেছেন ৷ সলমনের বোন অর্পিতা খান শর্মা ও আয়ূস শর্মা দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন ৷ বাবা আয়ূস শর্মা তাঁর মেয়ের প্রথম ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রথমবার শেয়ার করেছেন ৷
advertisement
সলমনের ভাগ্নার নাম আহিল ৷ সলমন খান তাঁর জন্মদিনে ভাগ্নেকে নিয়ে কেক কেটেছেন ৷ মামার জন্মদিনে ভাগ্নি পৃথিবীতে এসেছিল ৷ বিগত কয়েকদিন ধরেই সলমনের ভাগ্নির জন্মের খবরে চারদিক উত্তাল হয়েছে ৷ সেই ভাগ্নির প্রতম ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
Location :
First Published :
December 30, 2019 3:23 PM IST