The Eken-Benaras e Bibhishika Movie Review: মগনলাল মেঘরাজের মুলুকে কেমন হল একেনবাবুর অভিযান? পড়ুন ‘The একেন-বেনারসে বিভীষিকা’-র রিভিউ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
EkenBabu-Benaras e Bibhishika Movie Review: একেন-প্রমথ-বাপি একসাথ/ মারছে ঘুষি, খাচ্ছে ভাত/ সরেস সংলাপ সাথে তার/ বেলাল হল গরাদপার...লিখছেন অর্পিতা রায়চৌধুরী
কাশীতে এত ভাল মাছ পাওয়া যায়, ক্যালকাটা লজে বসে কব্জি ডুবিয়ে তৃপ্তির ভোজের আগে সে কথা জানতেন না স্বয়ং প্রদোষচন্দ্র মিত্র৷ আর গোয়েন্দা একেন্দ্র সেন তো মাটনের আঘ্রাণে মুগ্ধ হয়ে বলেই ফেললেন কাশীর অলিতে গলিতে যে গানের রেওয়াজ হয়, তাকে বলে ‘রেওয়াজি কাশী’৷ বরুণা ও অস্সী নদীর মাঝে বিছিয়ে থাকা বেনারসে তিনিও ফেলু মিত্তিরে মতো স্রেফ ছুটি কাটাতেই গিয়েছিলেন৷ তার পর অলি গলি চলি রামের মতো তিনিও জড়িয়ে পড়লেন রহস্য অভিযানে৷ অতঃপর একেনবাবুর টানে দীর্ঘ দিন পর গরমের ছুটিতে বাংলা ছবির শো লাগাতার হাউসফুল!
The Eken-Benaras e Bibhishika U
4.5/5
16 May 2025|Bengali2 hrs 0 mins|Thriller
Starring:Anirban Chakrabarit, Saswata Chatterjee, Suhotra Mukhopadhyay, Somak Ghosh, Gaurav Chakrabarty, Ishaa SahaDirector:Joydip MukherjeeMusic:Amlaan Chakrabarty
Watch Trailerমাল্টিপ্লেক্সগুলিতে রমরমিয়ে চলা ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’-র পরতে পরতে জড়িয়ে আছে ‘জয় বাবা ফেলুনাথ৷’ অথচ এক মুহূর্তের জন্যেও মনে হবে না জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি ১৯৭৯ সালে মুক্তি পাওয়া আইকনিক সেই ওয়ার্ক অব আর্ট-এর নকলনবিশ৷ বরং একেন-প্রমথ-বাপির বেনারস পর্বকে বলা যায় সত্যজিৎ রায়ের প্রতি যথার্থ শ্রদ্ধার্ঘ্য৷ এ ছবি দেখার সময় ফেলুভক্তদের মনে বার বার তুলনা চলে আসবেই৷ তবে তাঁরা যে দিনের শেষে খুব হতাশ হবেন না, সে কথা অক্ষরে অক্ষরে সত্যি৷
advertisement

advertisement
ফেলুদাকে নিয়ে ইদানীং একের পর এক পরীক্ষা নিরীক্ষা, মন ছুঁয়ে না যাওয়া সিনেমা-সিরিজ দেখতে দেখতে হা-ক্লান্ত প্রদোষ অনুরাগীদের যে একেনবাবুর নতুন অভিযান ভাল লাগছে, তার অন্যতম কারণ অনির্বাণ চক্রবর্তীর অনবদ্য অভিনয় এবং পদ্মনাভ দাশগুপ্তর এক্সট্রা আর্ডিনারি সংলাপ৷ বাংলা ভাষার সমৃদ্ধ রূপকে তাঁর তুরুপের তাস করেছেন পদ্মনাভ৷ এবং সেই সংলাপ তথা চিত্রনাট্যকে তেরা নম্বর বাক্সায় শুয়ে থাকা ছোরার মতো অর্জুনের হাতের নিপুণ নিশানায় দর্শকের কাছে ফিরিয়ে দিয়েছেন অনির্বাণ৷ তাঁর সংলাপের টাইমিং যেন মাস্টার ব্লাস্টারের কভার ড্রাইভের মতোই নিখুঁত৷
advertisement

সুজন দাশগুপ্তের লেখা কাহিনির গোয়েন্দা একেনবাবুকে বরাবরের মতোই নতুন করে পেশ করেছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়৷ তাঁর এই ছবিতে ফেলুদা, তোপসে, জটায়ু, মছলিবাবার আসর, মগনলাল মেঘরাজ, বিকাশ সিংহ, শশীবাবু, ঘোষালবাড়ি-সব্বাই আছে৷ তাদের আপনি দেখতে পাবেন না৷ কিন্তু নাজুক উপস্থিতি তারিয়ে তারিয়ে অনুভব করবেন প্রতি সেকেন্ডে৷
advertisement
‘জয় বাবা ফেলুনাথ’-এর মতো হু ডান ইট গোত্রীয় নয়৷ ‘দ্য একেন : বেনারসে বিভীষিকা’ বরং ‘সোনার কেল্লা’-র মতো থ্রিলার৷ ছবির প্রথমেই দেখিয়ে দেওয়া হচ্ছে বিস্ফোরণ তথা নাশকতা ঘটাতে এবং ছদ্মবেশ ধরতে সিদ্ধহস্ত জঙ্গি বেলাল মল্লিককে৷ ছবি জুড়ে তাকেই ধাওয়া করে যান একেনবাবু৷ বেলালের খেল তিনি কী করে খতম করবেন, তা দেখার জন্য টান টান উত্তেজনায় অপেক্ষা করতে হবে যবনিতা পতন পর্যন্ত৷ তার সঙ্গে মিশেছে খুন, মহার্ঘ্য শিল্প চোরাচালানের রহস্যও৷ ‘জয় বাবা ফেলুনাথ’ মূল গল্পে ফেলুদা গঙ্গায় ডুব দেবে গণেশমূর্তি উদ্ধার করতে৷ সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে শ্যুটিংয়ে সমস্যা হবে বলে সিনেমায় ক্লাইম্যাক্স অন্যভাবে সাজান সত্যজিৎ রায়৷ বেলাল মল্লিককে হাতেনাতে ধরতে ত্রিশূলধারী একেন ডুব দিয়েছেন গঙ্গায়, সে দৃশ্য দেখানো হয়েছে ট্রেলারেই৷ কারণ খলনায়ক জবরদস্ত্ না হলে যে গোয়েন্দার মগজাস্ত্র ধার দেওয়ার জায়গাও থাকে না৷ এবং এই একেন-অভিযানের বড় পাওনা খলনায়কের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয়৷ মাঝে মাঝে বব বিশ্বাসের আমেজ ভেসে এসেছে বটে৷ কিন্ত পর্দায় প্রতিটা ছদ্মবেশ তাঁকে দুর্দান্ত মানিয়েছে৷ তাঁর মুখে আরও কিছুটা সংলাপ দিলে হয়তো ক্ষতিবৃদ্ধি হত না৷ পাশাপাশি একেনবাবুর সঙ্গে বেলালের বুদ্ধির টক্কর বা মনস্তাত্ত্বিক টানাপড়েন আরও বেশি দেখানো যেত৷
advertisement
ছবিতে পার্শ্বচরিত্রের কুশীলবদের মধ্যে আলাদা করে বলতেই হয় সুহোত্র মুখোপাধ্যায়, সোমক ঘোষ, গৌরব চক্রবর্তী (এঁকে যে আবার কবে গোয়েন্দার চরিত্রে দেখা যাবে!), সাগ্নিক চট্টোপাধ্যায়, ইশা সাহা এবং স্বীকৃতি মজুমদারের কথা৷ প্রত্যেকের অভিনয় লাগসই৷ ইশার মেক আপ এবং স্বীকৃতির সংযত মাপা উপস্থিতি প্রশংসনীয়৷ ছবির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র বারাণসী৷ রাবড়ি থেকে মশলাদার পান, অলিগলি, নৌকায় গঙ্গাসফর থেকে শুরু করে ক্লাইম্যাক্সে শ্মশানের ছাই মেখে খেলা ‘মাসান হোলি’৷ ভারি যত্নে ফ্রেমবন্দি করা হয়েছে প্রাচীন শহরের তরঙ্গকে৷
advertisement

কোনও শিশুচরিত্র না থাকলেও একেনবাবুর এই ছবি ছোটদের ভাল লাগছে৷ কারণ আজকের ক্যাপ্টেন স্পার্কদের মনের বহু খোরাক ছড়িয়ে ছিটিয়ে আছে ছবির আনাচে কানাচে৷ শুধু গ্রুপ ছবিতে দামিনীর ছবিটা আলাদা করে বসানো হয়েছে, তা কিন্তু দর্শকদের নজরে ঠিক ধরা পড়ে গিয়েছে৷ জমজমাট ছবিতে ও জিনিস রয়ে গেল আকাশবাণীর লখনউ স্টেশনে আখতারি গজল হয়ে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2025 11:21 AM IST