Nawazuddin Siddiqui: বৌ-মায়ের বিবাদে পক্ষ নিতে চান না, তাই বাড়ি ছেড়ে হোটেলে গিয়ে উঠলেন নওয়াজউদ্দিন

Last Updated:

Nawazuddin Siddiqui: মুম্বইয়ে নওয়াজের বাড়ি বড় সাধ করে তৈরি করেছিলেন অভিনেতা৷

ফাইল ছবি
ফাইল ছবি
মুম্বই: দীর্ঘদিন ধরেই তাঁদের সংসারে তীব্র অশান্তি লেগে আছে৷ একদিকে তাঁর মা অন্যদিকে স্ত্রী আলিয়া৷ আর সেই বিবাদেই কার্যত বিতশ্রদ্ধ নওয়াজউদ্দিন সিদ্দিকা বাড়ি ছেড়েই চলে গেলেন৷ কারণ তিনি স্ত্রী ও মায়ের ওই বিবাদের মধ্যে কোনও পক্ষই নিতে চান না৷ নওয়াজের বন্ধুদের সূত্রে খবর, তিনি একান্তে বলেছেন, কোনও এক পক্ষ নিলেই তিনি জনসমাজে তিরস্কারের মুখে পড়বেন, তাই তিনি আর এসবের মধ্যে থাকতেই চান না৷
মুম্বইয়ে নওয়াজের বাড়ি বড় সাধ করে তৈরি করেছিলেন অভিনেতা৷ সেখানে সব মিলিয়ে ছয়ের বেশি ঘর রয়েছে, বড় একটি হল ঘর রয়েছে, রয়েছে বড়বড় লন৷ সেখানে নিয়মিত বাগান করতেন তিনি৷ নওয়াজের বাড়ির ভিতরেও রয়েছে বাগান৷ গ্রামের মানুষ নওয়াজ প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করেন৷
advertisement
advertisement
আরও পড়ুন- ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচারে আজ একগুচ্ছ কর্মসূচি অমিত শাহের
নওয়াজ বাড়ির নাম দিয়েছিলেন ‘নবাব’৷ আজ সেই নবাবই পরিণত হয়েছে এক নরকুণ্ডে৷ কারণ, দিনরাত সেখানে পুলিশ আর উকিলের আনাগোনা লেগেই রয়েছে৷ সারাদিন রয়েছে সাংবাদিকদের ভিড়৷ সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল, নওয়াজের বাড়িতে নাকি তাঁর স্ত্রীকে সমস্ত ঘর থেকে বার করে দিয়ে ঘর বন্ধ করে দিয়েছেন তাঁর মা৷
advertisement
তার প্রতিবাদে নওয়াজরা ছিলেন বাড়ির বড় হলঘরে৷ সেখানে সোফাতেই তাঁদের সংসার ছিল৷
তবে গত সপ্তাহে যখন বিবাদ উচ্চগ্রামে পৌঁছে গিয়েছিল, তখন নওয়াজের আলাদা করে খোঁজ মেলেনি৷ তিনি সম্ভবত বাইরে শ্যুটিংয়ের জন্য ছিলেন৷ তার পর আর বাড়িমুখোই হননি তিনি৷ নাওয়াজের বন্ধুসূত্রে খবর, তিনি এখন আছেন একটি হোটেলের ঘরে৷ বিবাদ থেকে দূরে থাকতেই তাঁর এই পন্থা নেওয়া৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nawazuddin Siddiqui: বৌ-মায়ের বিবাদে পক্ষ নিতে চান না, তাই বাড়ি ছেড়ে হোটেলে গিয়ে উঠলেন নওয়াজউদ্দিন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement