Nawazuddin Siddiqui: বৌ-মায়ের বিবাদে পক্ষ নিতে চান না, তাই বাড়ি ছেড়ে হোটেলে গিয়ে উঠলেন নওয়াজউদ্দিন

Last Updated:

Nawazuddin Siddiqui: মুম্বইয়ে নওয়াজের বাড়ি বড় সাধ করে তৈরি করেছিলেন অভিনেতা৷

ফাইল ছবি
ফাইল ছবি
মুম্বই: দীর্ঘদিন ধরেই তাঁদের সংসারে তীব্র অশান্তি লেগে আছে৷ একদিকে তাঁর মা অন্যদিকে স্ত্রী আলিয়া৷ আর সেই বিবাদেই কার্যত বিতশ্রদ্ধ নওয়াজউদ্দিন সিদ্দিকা বাড়ি ছেড়েই চলে গেলেন৷ কারণ তিনি স্ত্রী ও মায়ের ওই বিবাদের মধ্যে কোনও পক্ষই নিতে চান না৷ নওয়াজের বন্ধুদের সূত্রে খবর, তিনি একান্তে বলেছেন, কোনও এক পক্ষ নিলেই তিনি জনসমাজে তিরস্কারের মুখে পড়বেন, তাই তিনি আর এসবের মধ্যে থাকতেই চান না৷
মুম্বইয়ে নওয়াজের বাড়ি বড় সাধ করে তৈরি করেছিলেন অভিনেতা৷ সেখানে সব মিলিয়ে ছয়ের বেশি ঘর রয়েছে, বড় একটি হল ঘর রয়েছে, রয়েছে বড়বড় লন৷ সেখানে নিয়মিত বাগান করতেন তিনি৷ নওয়াজের বাড়ির ভিতরেও রয়েছে বাগান৷ গ্রামের মানুষ নওয়াজ প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করেন৷
advertisement
advertisement
আরও পড়ুন- ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচারে আজ একগুচ্ছ কর্মসূচি অমিত শাহের
নওয়াজ বাড়ির নাম দিয়েছিলেন ‘নবাব’৷ আজ সেই নবাবই পরিণত হয়েছে এক নরকুণ্ডে৷ কারণ, দিনরাত সেখানে পুলিশ আর উকিলের আনাগোনা লেগেই রয়েছে৷ সারাদিন রয়েছে সাংবাদিকদের ভিড়৷ সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল, নওয়াজের বাড়িতে নাকি তাঁর স্ত্রীকে সমস্ত ঘর থেকে বার করে দিয়ে ঘর বন্ধ করে দিয়েছেন তাঁর মা৷
advertisement
তার প্রতিবাদে নওয়াজরা ছিলেন বাড়ির বড় হলঘরে৷ সেখানে সোফাতেই তাঁদের সংসার ছিল৷
তবে গত সপ্তাহে যখন বিবাদ উচ্চগ্রামে পৌঁছে গিয়েছিল, তখন নওয়াজের আলাদা করে খোঁজ মেলেনি৷ তিনি সম্ভবত বাইরে শ্যুটিংয়ের জন্য ছিলেন৷ তার পর আর বাড়িমুখোই হননি তিনি৷ নাওয়াজের বন্ধুসূত্রে খবর, তিনি এখন আছেন একটি হোটেলের ঘরে৷ বিবাদ থেকে দূরে থাকতেই তাঁর এই পন্থা নেওয়া৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nawazuddin Siddiqui: বৌ-মায়ের বিবাদে পক্ষ নিতে চান না, তাই বাড়ি ছেড়ে হোটেলে গিয়ে উঠলেন নওয়াজউদ্দিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement