ভেঙ্কটেশ্বর লাহিড়ী, আগরতলা: ত্রিপুরার বিধানসভা নির্বাচনের প্রচারে আজ, সোমবার একগুচ্ছ কর্মসূচি অমিত শাহের। বিজেপি সূত্রের খবর, বিজয় সংকল্প যাত্রায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথম রাজনৈতিক সভা করবেন শান্তিরবাজারে।
বেলা সাড়ে বারোটায় এই সভার পর ত্রিপুরায় শাহী সফরের দ্বিতীয় সভায় অমিত শাহ অংশ নেবেন খোয়াই ময়দানে। বেলা আড়াইটেয় নির্ধারিত এই সভার পর আগরতলাতে একটি রোড শো করার কথাও রয়েছে অমিত শাহের। রাজনৈতিক প্রচারে অংশ নেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মানিক সাহা-সহ ত্রিপুরা বিজেপির সাংগঠনিক বিভিন্ন নেতৃত্বের সঙ্গেও সাংগঠনিক বৈঠকের সম্ভাবনা রয়েছে নরেন্দ্র মোদির সেনাপতি অমিত শাহর। এখন শুধু দিন গোনার পালা। আর ক’দিন পরেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শেষ পর্বের প্রচারে কোনও খামতি রাখতে নারাজ বিজেপি।
আরও পড়ুন- সুমন কাঞ্জিলালের দলত্যাগ পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ধাক্কা! আক্ষেপের সুর পদ্ম শিবিরে
এবার উত্তর-পূর্বের এই রাজ্যে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ, সোমবার ত্রিপুরা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরার দক্ষিণ ও খোয়াই জেলায় দুটি পৃথক জনসভা সহ ঠাসা রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহর ত্রিপুরা সফরের দিনই দলীয় প্রচারে আজ দ্বিতীয়ার্ধে ত্রিপুরা পৌঁছছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ভোট প্রচারের জন্য ত্রিপুরায় গিয়েছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, তারকা নেতা মিঠুন চক্রবর্তী, বঙ্গ পদ্ম শিবিরের দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য তাবড় পদ্ম নেতারা। শেষ মুহূর্তের প্রচার কর্মসূচিতে দলীয় প্রার্থীদের সমর্থনে আজ, সোমবার ত্রিপুরা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশ নিয়ে কী বার্তা দেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Tripura Politics