Rakesh Master Passes Away: শ্য়ুট থেকে ফিরে অসুস্থ, চলে গেলেন ডায়াবেটিসের রোগী রাকেশ, শোক ইন্ডাস্ট্রি জুড়ে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Rakesh Master Passes Away: অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে রাকেশকে গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শত চেষ্টা করেও বাঁচানো যায়নি নৃত্যশিল্পীকে। তিনি ডায়েবেটিসের রোগী ছিলেন।
হায়দরাবাদ: প্রয়াত রাকেশ মাস্টার। দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় ছবির জনপ্রিয় নাচের স্রষ্টা তিনি। সেই প্রখ্যাত কোরিয়োগ্রাফার আর নেই। বয়স হয়েছিল ৫৩। বিশাখাপত্তনামে শ্যুট করে হায়দরাবাদে ফিরেই অসুস্থ হয়ে পড়েছিলেন রাকেশ। রবিবার, ১৮ জুন, শেষ নিশ্বাস ত্যাগ করেন কোরিয়োগ্রাফার।
আরও পড়ুন: মা চেয়েছিল সিরিয়ালের কাজ হারাই, প্রেমিক ডিভোর্সি বলে এত কথা শুনব কেন? অকপট ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা
অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে তাঁকে গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শত চেষ্টা করেও বাঁচানো যায়নি নৃত্যশিল্পীকে। তিনি ডায়েবেটিসের রোগী ছিলেন। একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়ে প্রয়াত হন তিনি। হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট রাজা রাও জানান, চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছেন কিন্তু ক্রমাগত তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে। শেষমেশ আর বাঁচানো যায়নি রাকেশকে।
advertisement
advertisement
তেলুগু চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখনও রাকেশের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। অনেকেই মেনে নিতে পারছেন না যে রাকেশ আর নেই। আচমকা কাজ করতে করতেই চলে গেলেন নৃত্যশিল্পী। তাঁর কেরিয়ার জুড়ে প্রায় ১৫০০টি ছবিতে নাচের কোরিয়োগ্রাফি করেছেন রাকেশ।
advertisement
কেবল নাচের জন্ম দিয়েছেন তা-ই নয়, জন্ম দিয়েছেন একাধিক প্রখ্যাত কোরিয়োগ্রাফারের। যাঁরা রাকেশ মাস্টারের ছত্রছায়ায় থেকে নৃত্যকলা সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। তেলুগু ইন্ডাস্ট্রিতে নিজেকে কোরিয়োগ্রাফার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তাঁদের সেই শিক্ষক আজ আর নেই। শোকপ্রকাশ করেছেন একাধিক চলচ্চিত্র তারকা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 9:24 PM IST