Rakesh Master Passes Away: শ্য়ুট থেকে ফিরে অসুস্থ, চলে গেলেন ডায়াবেটিসের রোগী রাকেশ, শোক ইন্ডাস্ট্রি জুড়ে

Last Updated:

Rakesh Master Passes Away: অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে রাকেশকে গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শত চেষ্টা করেও বাঁচানো যায়নি নৃত্যশিল্পীকে। তিনি ডায়েবেটিসের রোগী ছিলেন।

প্রয়াত তেলুগু কোরিয়োগ্রাফার রাকেশ মাস্টার
প্রয়াত তেলুগু কোরিয়োগ্রাফার রাকেশ মাস্টার
হায়দরাবাদ: প্রয়াত রাকেশ মাস্টার। দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় ছবির জনপ্রিয় নাচের স্রষ্টা তিনি। সেই প্রখ্যাত কোরিয়োগ্রাফার আর নেই। বয়স হয়েছিল ৫৩। বিশাখাপত্তনামে শ্যুট করে হায়দরাবাদে ফিরেই অসুস্থ হয়ে পড়েছিলেন রাকেশ। রবিবার, ১৮ জুন, শেষ নিশ্বাস ত্যাগ করেন কোরিয়োগ্রাফার।
অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে তাঁকে গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শত চেষ্টা করেও বাঁচানো যায়নি নৃত্যশিল্পীকে। তিনি ডায়েবেটিসের রোগী ছিলেন। একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়ে প্রয়াত হন তিনি। হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট রাজা রাও জানান, চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছেন কিন্তু ক্রমাগত তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে। শেষমেশ আর বাঁচানো যায়নি রাকেশকে।
advertisement
advertisement
তেলুগু চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখনও রাকেশের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। অনেকেই মেনে নিতে পারছেন না যে রাকেশ আর নেই। আচমকা কাজ করতে করতেই চলে গেলেন নৃত্যশিল্পী। তাঁর কেরিয়ার জুড়ে প্রায় ১৫০০টি ছবিতে নাচের কোরিয়োগ্রাফি করেছেন রাকেশ।
advertisement
কেবল নাচের জন্ম দিয়েছেন তা-ই নয়, জন্ম দিয়েছেন একাধিক প্রখ্যাত কোরিয়োগ্রাফারের। যাঁরা রাকেশ মাস্টারের ছত্রছায়ায় থেকে নৃত্যকলা সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। তেলুগু ইন্ডাস্ট্রিতে নিজেকে কোরিয়োগ্রাফার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তাঁদের সেই শিক্ষক আজ আর নেই। শোকপ্রকাশ করেছেন একাধিক চলচ্চিত্র তারকা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakesh Master Passes Away: শ্য়ুট থেকে ফিরে অসুস্থ, চলে গেলেন ডায়াবেটিসের রোগী রাকেশ, শোক ইন্ডাস্ট্রি জুড়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement