Tamannaah Bhatia Deletes Her Photo: রাধার সাজে তামান্না, ‘এসব বন্ধ করুন’, নেটিজেনদের তোপের মুখে ছবি ডিলিট করলেন অভিনেত্রী

Last Updated:

অভিনেত্রীর পোশাক এবং শরীরি বিভঙ্গ মনঃপুত হয়নি নেটিজেনদের। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। শেষ পর্যন্ত ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সেই সব ছবি ডিলিট করতে বাধ্য হলেন তামান্না এবং করণ।

রাধার ফোটোশুটে তামান্না ভাটিয়া . (Photos: X)
রাধার ফোটোশুটে তামান্না ভাটিয়া . (Photos: X)
রাধা সেজে যৌন উস্কানি! এমনই অভিযোগে বিদ্ধ দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। ডিজাইনার করণ তোরানির একটি প্রচারে শ্রীরাধিকার সাজে ফটোশ্যুট করেছিলেন তামান্না। কিন্তু অভিনেত্রীর পোশাক এবং শরীরি বিভঙ্গ মনঃপুত হয়নি নেটিজেনদের। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। শেষ পর্যন্ত ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সেই সব ছবি ডিলিট করতে বাধ্য হলেন তামান্না এবং করণ।
উৎসবের মরশুমে একটি পোশাক সংস্থার ডিজিটাল প্রচারের জন্য শ্যুট করেন করণ তোরানি। ক্যাম্পেনের নাম ছিল ‘রাধা: দ্য ইলিউশন অফ লাভ’। কমলা শাড়িতে রাধা সেজেছিলেন তামান্না।
অনলাইনে সেই সব ছবি পোস্টও করেছিলেন অভিনেত্রী এবং করণ। বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা জানিয়ে তমান্না ইনস্টাগ্রামে লিখেছিলেন, “কাজ করতে গিয়ে কিছু কিছু সময় শ্রীরাধিকার সঙ্গে অতীন্দ্রিয় সংযোগ অনুভব করেছি। মনে হয়েছে এর পিছনে কোনও ঐশ্বরিক শক্তি রয়েছে।’’
advertisement
advertisement
পোস্টে করণ তোরানিকেও শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, “প্রত্যেক ছবিতে দেবত্বের ছাপ স্পষ্ট। এর পিছনে থাকা ব্যক্তিকে ধন্যবাদ। করণ উঁচুদরের ডিজাইনার। প্রতিভাবান এবং সৃজনশীল ব্যক্তি। ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত।’’
তবে ছবিগুলো সামনে আসতেই ক্ষেপে যান নেটিজেনরা। তাঁদের দাবি, রাধাকে ঢাল বানিয়ে যৌনতার প্রচার করেছেন অভিনেত্রী। এক ইউজার লিখেছেন, “প্রোডাক্ট বিক্রির জন্য রাধা রানী ও শ্রীকৃষ্ণের পবিত্র সম্পর্কের মধ্যে যৌনতা ঢোকাবেন না। মূর্খ কোথাকার। আপনাদের এমন কাজ করার সাহস হয় কী করে!”
advertisement
সম্প্রতি ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ গানে দেখা গিয়েছে তামান্না ভাটিয়াকে। সবুজ পোশাকে মোহময়ী রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। নাচেও মুগ্ধ করেছেন অনুরাগীদের।
একটি সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, “শ্যুটিংয়ের সময় ৫ ডিগ্রি তাপমাত্রা ছিল। মারাত্মক চ্যালেঞ্জিং। তবে অনেক মজাও হয়েছে। জন্মদিনে এই গানটির শ্যুটিং করেছিলাম। আজীবন মনে থাকবে। একজন অভিনেত্রীর কাছে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে। গানটা শ্রোতারা উপভোগ করছেন। আমি অভিভূত। ছবিটিও বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেবে।’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tamannaah Bhatia Deletes Her Photo: রাধার সাজে তামান্না, ‘এসব বন্ধ করুন’, নেটিজেনদের তোপের মুখে ছবি ডিলিট করলেন অভিনেত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement