‘সবাই ভাল থাকুন’, ক্যানসার দিবসে টপলেস ছবি পোস্ট করলেন তাহিরা!

Last Updated:
#মুম্বই: অদম্য জীবন শক্তি ৷ ক্যানসারের মতো মারণ রোগও থামাতে পারেনি তাহিরাকে ৷ আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরার ক্যানসারে আক্রান্ত হয়ে কেটেছেন চুল৷ শরীরে চলেছে ছুরি-কাঁচিও ৷ তাতে কী হয়েছে ? এর জন্য কী আর জীবন থেমে যায় ! থামেওনি ৷ তাই সোশ্যাল নেটওয়ার্কে অনবরত ছবি পোস্টে নিজেকে সদা ব্যস্ত রেখেছেন তাহিরা ৷ শুধু তাই নয়, ফ্যাশন শোতেও দিব্য হেঁটেছেন মডেলদের সঙ্গে ৷ তবে তাহিরা একাই নন, এই জীবন শক্তি যেন ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে, সেই কারণেই বিশ্ব ক্যানসার দিবসে, সবাইকে বেঁচে থাকার নতুন মন্ত্র দিলেন তাহিরা কাশ্যপ ৷
ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেন তাহিরা ৷ যেখানে তাহিরাকে দেখা গিয়েছে টপলেস অবস্থায় ৷ যেখানে স্পষ্ট অপারেশনের দাগ ! ছবি পোস্ট করে তাহিরা লিখলেন, ‘আজকে দিনটা আমার ৷ সবাইকে জানাই হ্যাপি ওয়ার্ল্ড ক্যানসার ডে ৷ আশা করি সবাই এ দিবসে উদযাপন করবে জীবনশক্তি দিয়ে ৷ এই দিনটা গোটা বিশ্বে সচেতনতা ছড়িয়ে দেওয়ার দিন ৷ আমার গায়ের ক্ষত চিহ্ন, আমার কাছে অহংকারের ৷ আর এই ছবি পোস্ট করার পিছনে একটাই উদ্দেশ্য একটাই, সবাইকে সচেতন করা ৷ সবাইকে হারতে না শেখার মন্ত্র জানিয়ে দেওয়া ৷ অদম্য জীবনশক্তি প্রদান করা ৷ ’
advertisement
tahira 2
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সবাই ভাল থাকুন’, ক্যানসার দিবসে টপলেস ছবি পোস্ট করলেন তাহিরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement