‘ফালতু হিরোইন’, অশ্লীল মেসেজের প্রতিবাদ করতেই তাপসীকে একহাত নিল নেটিজেন !

Last Updated:

তবে শুধুই সিনেমার পর্দা নয়, বরং বাস্তবেই তাপসী পান্নু বলিউডের ঠোঁটকাটা হিরোইন তালিকায় ওপরেই থাকেন ৷

#মুম্বই: ‘থপ্পর’ কিংবা ‘পিঙ্ক’ ৷ সিনেমার পর্দায় তাপসী পান্নু বরাবরই প্রতিবাদী ৷ তবে শুধুই সিনেমার পর্দা নয়, বরং বাস্তবেই তাপসী পান্নু বলিউডের ঠোঁটকাটা হিরোইন তালিকায় ওপরেই থাকেন ৷ প্রায় সবক্ষেত্রেই তাপসী পান্নু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতিবাদ করেন, বলা ভালো নিজের মতামত ও বক্তব্য রাখতেই পছন্দ করেন ৷
আর ঠিক এই কারণেই সোশ্যাল মিডিয়ায় তাপসী পান্নুর যেমন রয়েছে মিত্র, তেমন রয়েছে শত্রুও ৷ ইদানিং অবশ্য তাপসীর সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে শত্রুর সংখ্যাই বেশি নজরে পড়ছে ৷
advertisement
এই যেমন, সম্প্রতি তাপসী পান্নু একের পর এক ছবি তাঁর ইনস্টাগ্রামে আপলোড করছেন ৷ যেখানে তাপসীকে দেখা গিয়েছে জিমে শরীরচর্চা করছেন ৷ সেই শরীরচর্চার ছবি আপলোড করতেই কয়েকজন নেটিজেন তাপসীকে নোংরা মন্তব্য করে বসেন ৷
advertisement
তাপসী চুপ থাকার পাত্রী নন, তিনি সেই নোংরা জবাব দেন বুদ্ধিমত্তা নিয়ে ৷ কিন্তু তাতে যেন বিতর্কে আগুন লাগে বেশি ৷ তাপসীকে নেটিজেনরা মিলে কোণঠাসা করে আরও বেশি অপমান করা শুরু করেন৷
কাণ্ডটা হলো, সম্প্রতি তাপসী জিমের পোশাকে একটি ছবি দিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ৷ আর সেটা দেখেই নেটিজেনরা, লিখেছেন, ‘কী কী তুলে এরকম চেহারা বানিয়েছেন?’ তাঁর উত্তরে তাপসী জানান, ‘আমি আমার স্ট্যান্ডার্ড তুলেছি !’
advertisement
ব্যস, সেই কথাতেই যেন ক্ষেপে যান নেটিজেন ৷ সঙ্গে সঙ্গে তাপসীকে লেখেন, আপনি ফালতু হিরোইন !
তাপসী ও নেটিজেনর সোশ্যাল যুদ্ধই এখন বলিউড পাড়ায় নতুন গুঞ্জন তৈরি করেছে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ফালতু হিরোইন’, অশ্লীল মেসেজের প্রতিবাদ করতেই তাপসীকে একহাত নিল নেটিজেন !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement