#মুম্বই: ‘থপ্পর’ কিংবা ‘পিঙ্ক’ ৷ সিনেমার পর্দায় তাপসী পান্নু বরাবরই প্রতিবাদী ৷ তবে শুধুই সিনেমার পর্দা নয়, বরং বাস্তবেই তাপসী পান্নু বলিউডের ঠোঁটকাটা হিরোইন তালিকায় ওপরেই থাকেন ৷ প্রায় সবক্ষেত্রেই তাপসী পান্নু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতিবাদ করেন, বলা ভালো নিজের মতামত ও বক্তব্য রাখতেই পছন্দ করেন ৷আর ঠিক এই কারণেই সোশ্যাল মিডিয়ায় তাপসী পান্নুর যেমন রয়েছে মিত্র, তেমন রয়েছে শত্রুও ৷ ইদানিং অবশ্য তাপসীর সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে শত্রুর সংখ্যাই বেশি নজরে পড়ছে ৷
এই যেমন, সম্প্রতি তাপসী পান্নু একের পর এক ছবি তাঁর ইনস্টাগ্রামে আপলোড করছেন ৷ যেখানে তাপসীকে দেখা গিয়েছে জিমে শরীরচর্চা করছেন ৷ সেই শরীরচর্চার ছবি আপলোড করতেই কয়েকজন নেটিজেন তাপসীকে নোংরা মন্তব্য করে বসেন ৷তাপসী চুপ থাকার পাত্রী নন, তিনি সেই নোংরা জবাব দেন বুদ্ধিমত্তা নিয়ে ৷ কিন্তু তাতে যেন বিতর্কে আগুন লাগে বেশি ৷ তাপসীকে নেটিজেনরা মিলে কোণঠাসা করে আরও বেশি অপমান করা শুরু করেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tapsee Pannu