হোম /খবর /বিনোদন /
‘ফালতু হিরোইন’, অশ্লীল মেসেজের প্রতিবাদ করতেই তাপসীকে একহাত নিল নেটিজেন !

‘ফালতু হিরোইন’, অশ্লীল মেসেজের প্রতিবাদ করতেই তাপসীকে একহাত নিল নেটিজেন !

তবে শুধুই সিনেমার পর্দা নয়, বরং বাস্তবেই তাপসী পান্নু বলিউডের ঠোঁটকাটা হিরোইন তালিকায় ওপরেই থাকেন ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ‘থপ্পর’ কিংবা ‘পিঙ্ক’ ৷ সিনেমার পর্দায় তাপসী পান্নু বরাবরই প্রতিবাদী ৷ তবে শুধুই সিনেমার পর্দা নয়, বরং বাস্তবেই তাপসী পান্নু বলিউডের ঠোঁটকাটা হিরোইন তালিকায় ওপরেই থাকেন ৷ প্রায় সবক্ষেত্রেই তাপসী পান্নু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতিবাদ করেন, বলা ভালো নিজের মতামত ও বক্তব্য রাখতেই পছন্দ করেন ৷আর ঠিক এই কারণেই সোশ্যাল মিডিয়ায় তাপসী পান্নুর যেমন রয়েছে মিত্র, তেমন রয়েছে শত্রুও ৷ ইদানিং অবশ্য তাপসীর সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে শত্রুর সংখ্যাই বেশি নজরে পড়ছে ৷

এই যেমন, সম্প্রতি তাপসী পান্নু একের পর এক ছবি তাঁর ইনস্টাগ্রামে আপলোড করছেন ৷ যেখানে তাপসীকে দেখা গিয়েছে জিমে শরীরচর্চা করছেন ৷ সেই শরীরচর্চার ছবি আপলোড করতেই কয়েকজন নেটিজেন তাপসীকে নোংরা মন্তব্য করে বসেন ৷তাপসী চুপ থাকার পাত্রী নন, তিনি সেই নোংরা জবাব দেন বুদ্ধিমত্তা নিয়ে ৷ কিন্তু তাতে যেন বিতর্কে আগুন লাগে বেশি ৷ তাপসীকে নেটিজেনরা মিলে কোণঠাসা করে আরও বেশি অপমান করা শুরু করেন৷

কাণ্ডটা হলো, সম্প্রতি তাপসী জিমের পোশাকে একটি ছবি দিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ৷ আর সেটা দেখেই নেটিজেনরা, লিখেছেন, ‘কী কী তুলে এরকম চেহারা বানিয়েছেন?’ তাঁর উত্তরে তাপসী জানান, ‘আমি আমার স্ট্যান্ডার্ড তুলেছি !’ব্যস, সেই কথাতেই যেন ক্ষেপে যান নেটিজেন ৷ সঙ্গে সঙ্গে তাপসীকে লেখেন, আপনি ফালতু হিরোইন !তাপসী ও নেটিজেনর সোশ্যাল যুদ্ধই এখন বলিউড পাড়ায় নতুন গুঞ্জন তৈরি করেছে ৷

Published by:Akash Misra
First published:

Tags: Tapsee Pannu