সুস্মিতা সেন ফিরলেন পুরনো প্রেমের কাছে! ললিত মোদি তা হলে অতীত? অবাক করা ছবি

Last Updated:

Sushmita Sen: সুস্মিতা সেনের পাশে পুরনো প্রেম! ললিত মোদি কোথায়!

মুম্বাই: বি-টাউনের বহুল চর্চিত মিষ্টি জুটি ছিলেন তাঁরা। হামেশাই বেশ আদুরে ছবিতে ধরাও দিতেন। কিন্তু ২ বছর আগে কোনও এক কারণে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের। মন ভেঙে গিয়েছিল ভক্তদের।
কিন্তু এবার কি সেই বিচ্ছেদের মেঘ কাটল? কারণ ফের হাতে হাত রেখে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেন এবং তাঁর প্রেমিক রোহমান শল।
২০২১ সালে রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন অভিনেত্রী। তবে এর মাঝে অনেক জল গড়িয়ে গিয়েছে। মাঝেমধ্যে বন্ধু হিসেবে রোহমানকে দেখা যেত অভিনেত্রীর পাশে। ভক্তরাও মিস করতেন এই মিষ্টি যুগলকে।
advertisement
advertisement
আরও পড়ুন- অপরাজিতা-বিশ্বনাথ হেরে গেলেন রচনার কাছে! মুকুট উঠল মহারাজের মাথায়
তাঁরাও চাইতেন, এক হয়ে যান সুস্মিতা-রোহমান। অবশেষে বোধহয় ভক্তদের সেই আশা পূরণ হল। মঙ্গলবার সন্ধ্যায় প্রযোজক রমেশ তৌরানির দীপাবলির পার্টিতে একে অপরের হাতে হাত রেখে হাজির হয়েছিলেন রোহমান-সুস্মিতা।
কালো শাড়িতে ছিমছাম সাজে অপূর্ব দেখাচ্ছিল প্রাক্তন বিশ্বসুন্দরীকে। আর হ্যান্ডসাম রোহমান বেছে নিয়েছিলেন একটা সাদা কুর্তা-পাজামা। তার উপরে চাপিয়ে নিয়েছিলেন বেইজ রঙা ব্লেজার।
advertisement
দীপাবলির পার্টির অন্দরে যাওয়ার আগে পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল যুগলকে। ওই সময় রোহমানকে জড়িয়ে ধরেন অভিনেত্রী।
প্রিয় তারকা জুটিকে ফের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তরাও। একজন তো লিখেই দিয়েছেন, “ওহ হো, অফিসিয়ালি আবার তাঁরা এক হলেন।” অন্য এক নেটাগরিক লিখেছেন, “একসঙ্গে একেবারে পারফেক্ট…. মেড ফর ইচ আদার!”
আরও পড়ুন- ‘পিকাসো’-র আঁকা ছবিতেই লুকিয়ে মৃত্যু-রহস্য; মোশন পোস্টারে দেখা মিলল টোটার
প্রসঙ্গত, রোহমান এবং সুস্মিতার আলাপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। দু’জনের মধ্যে প্রায় ১৫ বছরের ব্যবধান। আর সেই সব নিয়ে বরাবরই খোলাখুলি কথা বলেছেন অভিনেত্রী।
advertisement
এমনকী নিজেদের সম্পর্ক নিয়ে রোহমান আগেই বলেছিলেন, তাঁদের বিয়ে না হলেও তাঁরা অনেকটা পরিবারের মতো। সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছিলেন, “সুস্মিতা, তাঁর মেয়েরা (রেনে এবং আলিশা) এবং আমি একটা পরিবার। কখনও কখনও আমি ওঁর সন্তানদের বাবা, তো কখনও বা ওদের বন্ধু এবং কিছু কিছু সময় তো আমরা ঝগড়াও করি। আমরা একটা স্বাভাবিক পরিবারের মতো জীবনযাপন করে থাকি। আর সেটা বেশ উপভোগও করি।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুস্মিতা সেন ফিরলেন পুরনো প্রেমের কাছে! ললিত মোদি তা হলে অতীত? অবাক করা ছবি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement