Picasso: ‘পিকাসো’-র আঁকা ছবিতেই লুকিয়ে মৃত্যু-রহস্য; মোশন পোস্টারে দেখা মিলল টোটার

Last Updated:

Picasso Motion Poster: এক হাতে একটি কাগজ আর অন্য হাতে সিগারেট। ঘরের এক পাশের টেবিলে রাখা আঁকার সরঞ্জাম। মোনোটোন এই পোস্টার জুড়েই যেন জমাট বেঁধেছে রহস্য!

‘পিকাসো’-র আঁকা ছবিতেই লুকিয়ে মৃত্যু-রহস্য; মোশন পোস্টারে দেখা মিলল টোটার
‘পিকাসো’-র আঁকা ছবিতেই লুকিয়ে মৃত্যু-রহস্য; মোশন পোস্টারে দেখা মিলল টোটার
কলকাতা: আগেই দেখা গিয়েছিল অভিনেতাদের প্রথম ঝলক। এবার সামনে এল মোশন পোস্টার। যার পরতে পরতে যেন জড়িয়ে রহস্য! আর এইসব রহস্যের উত্তর পেতে গেলে চোখ রাখতে হবে Klikk-এ। কারণ চলতি মাসেই এই ওটিটি প্ল্যাটফর্মে রাজা চন্দের পরিচালনা এবং প্রযোজনায় মুক্তি পেতে চলেছে ‘পিকাসো’।
এই ওয়েব সিরিজে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী, সৌরভ দাস, সৃজলা গুহ, রোজা পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলী এবং কাভ্য়া ভৌমিকের মতো অভিনেতা-অভিনেত্রীদের। এর পাশাপাশি ওয়েব সিরিজ ‘পিকাসো’-র চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। আলোকচিত্র গ্রহণ এবং সঙ্গীতের দায়িত্বে আছেন যথাক্রমে সৌম্যদীপ্ত (ভিকি) গুইন এবং মহঃ কালম। এই ওয়েব সিরিজের সঙ্গীত পরিচালনা করেছেন অভিষেক ও রাজপুত্র। আর ‘পিকাসো’-র সংলাপ লিখেছেন রাজা চন্দ নিজেই।
advertisement
advertisement
টোটা রায়চৌধুরী টোটা রায়চৌধুরী
‘পিকাসো’ ওয়েব সিরিজের কাহিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী পলাশ মুখ্যোপাধ্যায়কে ঘিরে আবর্তিত হয়েছে। আর তিনি আদতে উত্তর কলকাতার বাসিন্দা। সকলেই তাঁকে অবশ্য ‘পিকাসো’ নামে চেনেন। ওই চিত্রশিল্পীর সঙ্গে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। ‘পিকাসো’ থুড়ি পলাশ যাঁদের ছবি এঁকেছিলেন, তাঁরা দু’জনেই রহস্যজনক ভাবে মারা যান। এদিকে আবার বন্ধু বিক্রম সেনের কাছ থেকে রহস্যজনক এই ঘটনার খবর পান সাংবাদিক শ্রেয়া। ফলে ঘটনাটি কভার করতে পলাশের কাছে যান তিনি। এই সময়ই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মারা যান এক উঠতি মডেল। জানা যায়, সেই মডেলের ছবিও এঁকেছিলেন পলাশ। এই ঘটনাকে ঘিরে দানা বাঁধতে থাকে রহস্য। প্রশ্ন উঠতে থাকে যে, একের পর এক মৃত্যুর আড়ালে কোন রহস্য লুকিয়ে রয়েছে? কিংবা এর পিছনে পিকাসোর কি আদৌ হাত রয়েছে?
advertisement
এবার সেই ছবির ওয়েব সিরিজের পোস্টারই মুক্তি পেয়েছে। যেখানে দেখা মিলল চিত্রশিল্পী পলাশ মুখ্যোপাধ্যায়-রূপী টোটা রায়চৌধুরীর। ক্যানভাসে আঁকা ছবির সামনে আরাম কেদারায় হেলান দিয়ে বসে রয়েছেন তিনি। তাঁর এক হাতে একটি কাগজ আর অন্য হাতে সিগারেট। ঘরের এক পাশের টেবিলে রাখা আঁকার সরঞ্জাম। মোনোটোন এই পোস্টার জুড়েই যেন জমাট বেঁধেছে রহস্য!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Picasso: ‘পিকাসো’-র আঁকা ছবিতেই লুকিয়ে মৃত্যু-রহস্য; মোশন পোস্টারে দেখা মিলল টোটার
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement