কাঁচা-পাকা চুল শুধু পুরুষদেরই থাকা উচিৎ? সৌন্দর্যের সংজ্ঞায় বিস্ফোরক অভিনেত্রী

Last Updated:
সাদা-কালো চুল নিয়ে প্রশংসা পাচ্ছেন নায়করা। তা সে মলয়ালম ছবিই হোক বা বলিউড। কিন্তু নায়িকারা তাঁদের স্বাভাবিক সৌন্দর্য নিয়ে প্রশংসিত হন না।
1/5
কাঁচা-পাকা দাড়ি, উস্কোখুসকো ধূসর চুল, সুঠাম চেহারা— বলিউডে আপাতত এমন পুরুষের কদরই বেশি। মিলিন্দ সোমন থেকে অক্ষয় কুমার সকলেই বেছে নিচ্ছেন বয়সোচিত লুক। এমনকী কাশ্মীর থেকে কন্যাকুমারী রোম্যান্সে ভাসানো শাহরুখ বিক্রম রাঠোর খানকেও এমন ছক ভাঙা চেহারায় দেখে দারুণ পছন্দ করেছেন দর্শকরা। কিন্তু এ সব তথ্যই নায়কদের ক্ষেত্রে প্রযোজ্য।
কাঁচা-পাকা দাড়ি, উস্কোখুসকো ধূসর চুল, সুঠাম চেহারা— বলিউডে আপাতত এমন পুরুষের কদরই বেশি। মিলিন্দ সোমন থেকে অক্ষয় কুমার সকলেই বেছে নিচ্ছেন বয়সোচিত লুক। এমনকী কাশ্মীর থেকে কন্যাকুমারী রোম্যান্সে ভাসানো শাহরুখ বিক্রম রাঠোর খানকেও এমন ছক ভাঙা চেহারায় দেখে দারুণ পছন্দ করেছেন দর্শকরা। কিন্তু এ সব তথ্যই নায়কদের ক্ষেত্রে প্রযোজ্য।
advertisement
2/5
নায়িকারা রুপোলি চুল নিয়ে ঘুরবেন, এমন কথা এখনও ভারতীয় দর্শক ভাবতে পারেন না। নায়িকাদের শরীরে বজায় রাখতে হয় যৌবনের চাকচিক্য। চুলে লাগাতে হয় রঙ, যাতে রুপোলি রেখা না দেখা দেয়। সম্প্রতি এমনই এক ঘটনায় মুখ খুলেছেন দক্ষিণের একদা নায়িকা গায়ত্রী রঘুরাম। তাঁর দাবি, সাদা-কালো চুল নিয়ে প্রশংসা পাচ্ছেন নায়করা। তা সে মলয়ালম ছবিই হোক বা বলিউড। কিন্তু নায়িকারা তাঁদের স্বাভাবিক সৌন্দর্য নিয়ে প্রশংসিত হন না। মলয়ালম তারকা পৃথ্বীরাজের নায়িকা ছিলেন গায়ত্রী।
নায়িকারা রুপোলি চুল নিয়ে ঘুরবেন, এমন কথা এখনও ভারতীয় দর্শক ভাবতে পারেন না। নায়িকাদের শরীরে বজায় রাখতে হয় যৌবনের চাকচিক্য। চুলে লাগাতে হয় রঙ, যাতে রুপোলি রেখা না দেখা দেয়। সম্প্রতি এমনই এক ঘটনায় মুখ খুলেছেন দক্ষিণের একদা নায়িকা গায়ত্রী রঘুরাম। তাঁর দাবি, সাদা-কালো চুল নিয়ে প্রশংসা পাচ্ছেন নায়করা। তা সে মলয়ালম ছবিই হোক বা বলিউড। কিন্তু নায়িকারা তাঁদের স্বাভাবিক সৌন্দর্য নিয়ে প্রশংসিত হন না। মলয়ালম তারকা পৃথ্বীরাজের নায়িকা ছিলেন গায়ত্রী।
advertisement
3/5
সময়ের সঙ্গে সঙ্গে পাক ধরেছে তাঁর চুলে। সেই ছবি প্রকাশ্যে আসা নিয়েই বিতর্ক। প্রবীণ মলয়ালম অভিনেত্রী রজনী চান্ডির ফটোশ্যুট নিয়েও এরকমই বিতর্ক তৈরি হয়েছিল।গায়ত্রী বলেন, তাঁর কাঁচা-পাকা চুলের জন্য তাঁকে অনেক কথা শুনতে হয়েছে। নানা ভাবে ট্রোল করা হয়েছে।
সময়ের সঙ্গে সঙ্গে পাক ধরেছে তাঁর চুলে। সেই ছবি প্রকাশ্যে আসা নিয়েই বিতর্ক। প্রবীণ মলয়ালম অভিনেত্রী রজনী চান্ডির ফটোশ্যুট নিয়েও এরকমই বিতর্ক তৈরি হয়েছিল।গায়ত্রী বলেন, তাঁর কাঁচা-পাকা চুলের জন্য তাঁকে অনেক কথা শুনতে হয়েছে। নানা ভাবে ট্রোল করা হয়েছে।
advertisement
4/5
গায়ত্রীর দাবি, ‘‘এটা শুধুই বাইরের সৌন্দর্য। এই ভাবে তারুণ্য প্রদর্শন খুবই হাস্যকর। অথচ এসব না করেও একজন সুন্দরী হয়ে উঠতে পারেন।’’সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গায়ত্রী জানিয়েছেন, আসল বিষয় হল আত্মবিশ্বাস। সেটা থাকলেই সুন্দর দেখানো সম্ভব।
গায়ত্রীর দাবি, ‘‘এটা শুধুই বাইরের সৌন্দর্য। এই ভাবে তারুণ্য প্রদর্শন খুবই হাস্যকর। অথচ এসব না করেও একজন সুন্দরী হয়ে উঠতে পারেন।’’সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গায়ত্রী জানিয়েছেন, আসল বিষয় হল আত্মবিশ্বাস। সেটা থাকলেই সুন্দর দেখানো সম্ভব।
advertisement
5/5
মলয়ালম তারকা পৃথ্বীরাজের প্রথম ছবি ‘নক্ষত্রকান্নল্লা রাজাকুমারান, আভুন্দুরু রাজাকুমারী’-তে তাঁর বিপরীতে অভিনয় করেছেন। পরবর্তীকালে রাজনীতিতে নাম লেখান। বিজেপি-র তামিলনাড়ু শিল্প ও সংস্কৃতি শাখার সভাপতি নিযুক্ত হন গায়ত্রী। তবে বেশিদিন সেই পদে থাকতে পারেননি। চলতি বছরের গোড়াতেই মতবিরোধের জেরে পদত্যাগ করেন। রাজনীতিকেও বিদায় জানিয়েছেন তিনি।
মলয়ালম তারকা পৃথ্বীরাজের প্রথম ছবি ‘নক্ষত্রকান্নল্লা রাজাকুমারান, আভুন্দুরু রাজাকুমারী’-তে তাঁর বিপরীতে অভিনয় করেছেন। পরবর্তীকালে রাজনীতিতে নাম লেখান। বিজেপি-র তামিলনাড়ু শিল্প ও সংস্কৃতি শাখার সভাপতি নিযুক্ত হন গায়ত্রী। তবে বেশিদিন সেই পদে থাকতে পারেননি। চলতি বছরের গোড়াতেই মতবিরোধের জেরে পদত্যাগ করেন। রাজনীতিকেও বিদায় জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement