হোম /খবর /বিনোদন /
রাজীবের সঙ্গে বিচ্ছেদ, জটিল রোগে কাবু কন্যা, সন্তানকে খাওয়াতেও পারছেন না চারু

Charu Asopa-Rajeev Sen: রাজীবের সঙ্গে বিচ্ছেদ, জটিল রোগে কাবু কন্যা, সন্তানকে খাওয়াতেও পারছেন না চারু

সপ্তাহখানেক আগে রাজীব এবং চারু তাঁদের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন। উগরে দিয়েছেন একে অপরের বিরুদ্ধে ক্ষোভ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বড়ই বিপদে সুস্মিতা সেনের বৌদি চারু অসোপা। এক দিকে স্বামী রাজীব সেনের সঙ্গে বিচ্ছেদ, অন্য দিকে জটিল রোগে আক্রান্ত একরত্তি কন্যা জিয়ানা। এক বছরের সন্তানের মুখে খাবার তুলতে পারছেন না চারু।

নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি একটি ভিডিও আপলোড করেছেন চারু। সেখান থেকেই জানা যায়, রাজীব এবং চারুর কন্যা জিয়ানা জটিল রোগে ভুগছে। তার হাতে, পায়ে, মুখে রোগ ধরা পড়েছে। যাকে ইংরেজিতে বলা হয় 'হ্যান্ড ফুট মাউথ ডিজিজ' (HFMD)। এই রোগে শরীরের বিভিন্ন অংশে জলে ভরা ফুসকুরি হয়। ব্যথাও থাকে প্রবল।

আরও পড়ুন: অনেক সুযোগ দিয়েছি, ডিভোর্স চাই: চারু।। প্রথম বিয়ের কথা লুকিয়েছে আমার থেকে: রাজীব

চারু বললেন, "আমি সারা ক্ষণ মেয়ের সঙ্গে আছি। যাতে ওর একা না লাগে। কিছুই খেতে পারছে না জিয়ানা।''

চারু জানালেন, ওষুধ দেওয়ার পর প্রচণ্ড কান্নাকাটি করেছে মেয়ে। তার পর রাত আড়াইটে নাগাদ মেয়েকে হাসপাতালে নিয়ে গিয়েছেন তিনি। চারু এখন একেবারে একা। কিন্তু তিনি মেয়ের জন্য মনোবল বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে তার কান্না দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন টেলি অভিনেত্রী। তাই তিনি বললেন, "জীবনে পরিবর্তন এলে ঠান্ডা মাথায় সবটা সামলাতে হবে। এ কথা আমি শিখে গিয়েছি।"

আরও পড়ুন: এ বারে কি পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে সুস্মিতার ভাই এবং চারু?

২০১৯ সালে চারুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন সুস্মিতার ভাই রাজীব। কিন্তু বিয়ের পর থেকেই নানা রকমের সমস্যা দেখা যায় তাঁদের মধ্যে। সপ্তাহখানেক আগে রাজীব এবং চারু তাঁদের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন। উগরে দিয়েছেন একে অপরের বিরুদ্ধে ক্ষোভ।

Published by:Teesta Barman
First published:

Tags: Divorce, Sushmita Sen