Rajeev Sen-Charu Asopa: এ বারে কি পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে সুস্মিতার ভাই এবং চারু?
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Rajeev Sen-Charu Asopa: ২০২০ সালে প্রথম বিবাহ বার্ষিকী পালন করেননি। সে সময়েই জানা গিয়েছিল, বিয়ের আগে থেকেই তাঁদের সম্পর্ক শেষ হয়ে যেত।
#মুম্বই: ২০১৯ সালে বাঙালি রীতিতে তিন দিন ধরে জাকজমকপূর্ণ অনুষ্ঠান করে বিয়ে সেরেছিলেন চারু অসোপা এবং সুস্মিতা সেনের ভাই রাজীব সেন। ২০২১ কন্যাসন্তান, জিয়ানার জন্ম দিয়েছেন তাঁরা। কিন্তু বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে, সন্তানের জন্মের পরেও সুখী নন তাঁরা। তাঁদের দাম্পত্যকলহ নিয়ে বারবার গুঞ্জন রটেছে চারদিকে। এ বার যেন পাকাপাকি ভাবে শোনা গেল, আইনি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে
চলেছেন দুই শিল্পী।
টেলি-অভিনেত্রী চারুকে এই বিষয়ে আগেই প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তিনি উত্তর দিতে রাজি হননি। কিন্তু শোনা যাচ্ছে, তিনি নাকি তাঁর স্বামীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, রাজীব তাঁকে এবং মেয়েকে সময় দেন না বলে।
advertisement
advertisement
সম্প্রতি নাকি তাঁদের আবার আগের মতো ঝগড়াঝাটি চলছে। যা মেটানোর অবস্থায় নেই আর। দুই শিল্পীর পরিবার এখনই তাঁদের সমস্যায় হস্তক্ষেপ করতে চাইছে না। তাঁদের দু'জনকেই বিবাদ মেটানোর জন্য সময় দিয়েছেন।
advertisement
প্রসঙ্গত, ২০২০ সালে প্রথম বিবাহ বার্ষিকী পালন করেননি। সে সময়েই জানা গিয়েছিল, বিয়ের আগে থেকেই তাঁদের সম্পর্ক শেষ হয়ে যেত। তাও বিয়ে করার জন্য সাময়িক ভাবে সব মিটমাট করে নেন। মেয়ে জিয়ানাকে নিয়ে রাজস্থানে বাপেরবাড়ি চলে গিয়েছিলেন চারু। অনেক দিনে জন্য। তখনও এক গুঞ্জন রটে৷ কিন্তু তার পর গত দোলে একসঙ্গে ছবি দিয়েছিলেন চারু-রাজীব। তখন আবার মনে করা হয়, সমস্যায় ইতি টেনেছেন তাঁরা। কিন্তু না, আর নাকি দম্পতি হিসেবে থাকা সম্ভব নয় বলেই জানা যাচ্ছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 23, 2022 11:18 AM IST