Sushmita Sen: চুরুটে টান সুস্মিতার, পাশে বন্দুক, বঙ্গতনয়ার নয়া অবতারে হতবাক প্রাক্তন রোহমান!

Last Updated:

Sushmita Sen: ওটিটি-তে নতুন সিজন নিয়ে হাজির এই ওয়েব সিরিজ। 'আরিয়া ৩'। একেবারে নতুন অবতারে পর্দায় এলেন সুস্মিতা। ফুল-হাতা সবুজ টপ আর সানগ্লাসে অপরূপ দেখাচ্ছে প্রাক্তন বিশসুন্দরীকে।

সুস্মিতা সেন
সুস্মিতা সেন
মুম্বই: বন্দুকে গুলিটা ভরে প্রস্তুত। টেবিলের উপর বন্দুকটা রেখে আরাম করে চুরুট ধরালেন তিনি। টান দিলেন মহা আনন্দে। সুস্মিতা সেনের কেতাদুরস্ত ভিডিও সাড়া ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।
কে ফিরে আসছে বলুন তো? 'আরিয়া'।
advertisement
ওটিটি-তে নতুন সিজন নিয়ে হাজির এই ওয়েব সিরিজ। 'আরিয়া ৩'। একেবারে নতুন অবতারে পর্দায় এলেন সুস্মিতা। ফুল-হাতা সবুজ টপ আর সানগ্লাসে অপরূপ দেখাচ্ছে প্রাক্তন বিশসুন্দরীকে। আরও ভয়ঙ্কর। আরও আত্মবিশ্বাসী। গল্পেও নাকি টানটান মোচড় আসছে। মুক্তি পেল তারই টিজার।
advertisement
advertisement
এই 'আরিয়া' দিয়েই ওটিটি-তে প্রথমবারের জন্য পা রাখেন সুস্মিতা। এই সিরিজের জনপ্রিয়তা দেখে নির্মাতারা ইতিমধ্যে তিনটি সিজন বানিয়ে ফেলেছেন। ২০২০ সালে প্রথম সিজন মুক্তি পেয়েছিল। 'আরিয়া' হয়েই অনেক দিন পর পর্দায় কামব্যাক বঙ্গতনয়ার। অপরাধের দুনিয়া থেকে নিজের পরিবারকে রক্ষা করার জন্য যে কোনও বাধা অতিক্রম করতে পারে আরিয়া।
advertisement
সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুপম খেরের ছেলে সিকান্দর খেরও। আর 'আরিয়া ৩' নিয়ে কথা বলতে গিয়ে সুস্মিতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আরিয়া সারিন চরিত্রের জন্য এই সিজনটি একেবারে নতুন ভোরের মতো। অতীতের ক্ষত ভুলে, বাধা পেরিয়ে নিজের জীবনে গল্প নতুন করে লিখছে সে। পরিচালক রাম মাধাবনি এবং ডিজনি প্লাস হটস্টার-এর সঙ্গে আবার কাজ করে ভাল লাগছে। মানুষ যেভাবে 'আরিয়া'কে ভালবাসা দিয়েছেন, সেটা যেন আবার করে পেতে মরিয়া হয়ে উঠেছি।'
advertisement
View this post on Instagram

A post shared by rohman shawl (@rohmanshawl)

advertisement
এরই মাঝে আরও একটি ভিডিওতে হইচই পড়ে গিয়েছে। সুস্মিতার এই ভিডিও শেয়ার করে পাশাপাশি নিজের সেলফি ভিডিও পোস্ট করেছেন নায়িকার প্রাক্তন রোহমান শল। টিজারের প্রতিটি বাঁকে বাঁকে তিনি উপযুক্ত প্রতিক্রিয়া দিতে ভোলেননি। সুস্মিতাকে এই অবতারে দেখে যে চমকে গিয়েছেন এবং মুগ্ধ হয়েছেন, তা স্পষ্ট। আর প্রাক্তন প্রেমিকের এই ভিডিও দেখে সুস্মিতা বলে ওঠেন, 'কী মিষ্টি!' রোহমানের উত্তর, 'খুব হট'। দুই প্রাক্তনের এমনই প্রেমালাপ দেখে মজা পেয়ে গিয়েছেন ভক্তরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushmita Sen: চুরুটে টান সুস্মিতার, পাশে বন্দুক, বঙ্গতনয়ার নয়া অবতারে হতবাক প্রাক্তন রোহমান!
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement