হোম /খবর /বিনোদন /
গোল্ডেন গ্লোবসের সাফল্যের পরেই এ কী হল! তড়িঘড়ি হাসপাতাল ছুটলেন জুনিয়র এনটিআর

Junior NTR: গোল্ডেন গ্লোবসের সাফল্যের পরেই এ কী হল! তড়িঘড়ি হাসপাতাল ছুটলেন জুনিয়র এনটিআর

Junior NTR: তুতো ভাইকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন 'আরআরআর' তারকা। ভাইয়ের অসুস্থতা নিয়ে চিন্তিত এনটিআর।

  • Share this:

বেঙ্গালুরু: গুরুতর অসুস্থ অভিনেতা নন্দমুড়ি তারক রত্ন। সম্পর্কে তিনি দক্ষিণের বিখ্যাত অভিনেতা জুনিয়র এনটিআরের তুতো ভাই।

হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হন নন্দমুড়ি। চিত্তুরে একটি মিছিল চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তুতো ভাইকে দেখতে সেখানে ছুটে গিয়েছিলেন 'আরআরআর' তারকা। ভাইয়ের অসুস্থতা নিয়ে চিন্তিত এনটিআর। তাঁর চোখেমুখেও সেই ছাপ স্পষ্ট।

আরও পড়ুন: দুরন্ত বেগে ছুটছে 'পাঠান'! পিছনে ফেলে দিল 'বাহুবলী ২'কেও, কত কোটির মাইলফলক পেরলেন শাহরুখ!

আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?

সংবাদমাধ্যমকে জুনিয়র এনটিআর বলেন, "খুব দুর্ভাগ্যজনক ঘটনা। চিকি‍ৎসা আর ওর মনের জোর তো আছেই। তার পাশাপাশি আমাদের দাদুর আশীর্বাদ আর অসংখ্য অনুরাগীর ভালবাসা আছে ওর সঙ্গে। প্রার্থনা করছি, ও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।"

 

একাধিক ওয়েব সিরিজ এবং ছবিতে অভিনয় করেছেন তারক রত্ন। পরিবার সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। আপাতত অভিনেতার সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় তাঁর কাছের মানুষরা।

Published by:Sanchari Kar
First published: