কোন প্রেমের কথা বলেন ললিত, জনসমক্ষে সুস্মিতার সঙ্গে তো ঘুরছেন রোহমন, খেয়াল রাখছেন মেয়েদের!

Last Updated:

সুস্মিতাকে দেখা গেল তাঁর পুরনো প্রেমিকা রোহমন শলের সঙ্গে৷ সুস্মিতা কন্যাদের খেয়াল রাখতে দেখা গেল রোহমনকে! তাহলে কোন প্রেমের কথা সবাইকে ঘটা করে জানিয়েছিলেন ললিত৷ সেই প্রশ্ন করছেন নেটিজেনরা৷

#মুম্বই: সুস্মিতা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ললিত মোদি৷ এমনকী বিয়ে পর্যন্ত গড়াতে পারে তাঁদের সম্পর্ক৷ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ঢাক ঢোল বাজিয়ে ঘোষণা করেছিলেন ললিত মোদি৷ সুস্মিতার সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছবিও সকলের সামনে এনেছিলেন তিনি৷ এই খবরে একেবারে কেঁপে গিয়েছিল আসমুদ্রহিমাচল! তবে কেমন সেই প্রেম৷ লাল সিং চড্ডার প্রেমিয়ারে সুস্মিতাকে দেখা গেল তাঁর পুরনো প্রেমিকা রোহমন শলের সঙ্গে৷ সুস্মিতা কন্যাদের খেয়াল রাখতে দেখা গেল রোহমনকে! তাহলে কোন প্রেমের কথা সবাইকে ঘটা করে জানিয়েছিলেন ললিত৷ সেই প্রশ্ন করছেন নেটিজেনরা৷
 
advertisement
প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন৷ তিনি শুধুমাত্র সুন্দরীই নন৷ তিনি বুদ্ধিদীপ্ত, ঋজু,ব্যক্তিত্বময়ী৷ এককথায় বিউটি উইথ ব্রেন৷ সুন্দরীর মুকুট জয়ের পর তিনি বলিউডে পা রেখেছিলেন৷ যদিও সেখানে তিনি খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেননি৷ তবে তাও তিনি সকলের মনে রয়েছেন৷ কারণ অনেকগুলো৷ এক, তাঁর রূপ, দুই, তাঁর ব্যক্তিত্ব এবং তিন, তাঁর মাতৃত্বের নিদর্শন৷ বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পর পরই তিনি কন্যা সন্তান রেনেকে দত্তক নেন৷ সেই সময় অনেক বাঁধার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে৷ পরবর্তীতে আবারও এক কন্যা সন্তান আলিসাকে দত্তক নেন সুস্মিতা৷ এবং মনের মতো করে তাদের মানুষ করছেন তিনি৷ সুস্মিতার জগতজুড়ে রয়েছে তাঁর দুই মেয়ে৷ তবে এখনও বিয়ে করেননি তিনি৷
advertisement
advertisement
সুস্মিতার বহু প্রেম চর্চিত হয়েছে বারবার৷ নিজে জানিয়েছে যে দু-তিনটি সম্পর্কে বিয়ে হতে হতে হয়নি৷ রোহমন শলের সঙ্গে তাঁর প্রেম নিয়েও অনেক কথা হয়েছে৷ রোহমন তাঁর থেকে বয়সে অনেক ছোট৷ তবে রোহমনের সঙ্গে প্রেম ভেঙেছে কিনা সেই ইঙ্গিত কখনও দেয়নি দুই পক্ষ৷ তার মধ্যেই সামনে আসে ললিত মোদির সেই পোস্ট এবং ছবি৷ তিনি দাবি করেন তাঁদের প্রেমের কথা৷ যদিও সেই নিয়েও মুখে কুলুপ সুস্মিতা৷
advertisement
এবার একসঙ্গে দেখা গেল তাঁকে ও রোহমনকে৷ এবং সুস্মিতার প্রাণাধিক প্রিয় মেয়েদের পাশে নিয়ে হাঁটতে দেখা গেল রোহমনকে৷ তাহলে কি এই প্রেমে কোনও ছেদ পড়েনি? বা ললিতের ঘোষণাও কি সত্যিই নয়? সব চর্চা তালগোল পাকিয়ে দিলেন সুস্মিতা৷ তাঁর পক্ষেই যা করা সম্ভব৷ প্রেমিক থেকে জনতা, সকলের কাছে সত্যিই তিনি যেন মিস্টিরিয়াস লেডি বা রহস্যময়ী নারী৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কোন প্রেমের কথা বলেন ললিত, জনসমক্ষে সুস্মিতার সঙ্গে তো ঘুরছেন রোহমন, খেয়াল রাখছেন মেয়েদের!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement