কোন প্রেমের কথা বলেন ললিত, জনসমক্ষে সুস্মিতার সঙ্গে তো ঘুরছেন রোহমন, খেয়াল রাখছেন মেয়েদের!

Last Updated:

সুস্মিতাকে দেখা গেল তাঁর পুরনো প্রেমিকা রোহমন শলের সঙ্গে৷ সুস্মিতা কন্যাদের খেয়াল রাখতে দেখা গেল রোহমনকে! তাহলে কোন প্রেমের কথা সবাইকে ঘটা করে জানিয়েছিলেন ললিত৷ সেই প্রশ্ন করছেন নেটিজেনরা৷

#মুম্বই: সুস্মিতা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ললিত মোদি৷ এমনকী বিয়ে পর্যন্ত গড়াতে পারে তাঁদের সম্পর্ক৷ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ঢাক ঢোল বাজিয়ে ঘোষণা করেছিলেন ললিত মোদি৷ সুস্মিতার সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছবিও সকলের সামনে এনেছিলেন তিনি৷ এই খবরে একেবারে কেঁপে গিয়েছিল আসমুদ্রহিমাচল! তবে কেমন সেই প্রেম৷ লাল সিং চড্ডার প্রেমিয়ারে সুস্মিতাকে দেখা গেল তাঁর পুরনো প্রেমিকা রোহমন শলের সঙ্গে৷ সুস্মিতা কন্যাদের খেয়াল রাখতে দেখা গেল রোহমনকে! তাহলে কোন প্রেমের কথা সবাইকে ঘটা করে জানিয়েছিলেন ললিত৷ সেই প্রশ্ন করছেন নেটিজেনরা৷
 
advertisement
প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন৷ তিনি শুধুমাত্র সুন্দরীই নন৷ তিনি বুদ্ধিদীপ্ত, ঋজু,ব্যক্তিত্বময়ী৷ এককথায় বিউটি উইথ ব্রেন৷ সুন্দরীর মুকুট জয়ের পর তিনি বলিউডে পা রেখেছিলেন৷ যদিও সেখানে তিনি খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেননি৷ তবে তাও তিনি সকলের মনে রয়েছেন৷ কারণ অনেকগুলো৷ এক, তাঁর রূপ, দুই, তাঁর ব্যক্তিত্ব এবং তিন, তাঁর মাতৃত্বের নিদর্শন৷ বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পর পরই তিনি কন্যা সন্তান রেনেকে দত্তক নেন৷ সেই সময় অনেক বাঁধার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে৷ পরবর্তীতে আবারও এক কন্যা সন্তান আলিসাকে দত্তক নেন সুস্মিতা৷ এবং মনের মতো করে তাদের মানুষ করছেন তিনি৷ সুস্মিতার জগতজুড়ে রয়েছে তাঁর দুই মেয়ে৷ তবে এখনও বিয়ে করেননি তিনি৷
advertisement
advertisement
সুস্মিতার বহু প্রেম চর্চিত হয়েছে বারবার৷ নিজে জানিয়েছে যে দু-তিনটি সম্পর্কে বিয়ে হতে হতে হয়নি৷ রোহমন শলের সঙ্গে তাঁর প্রেম নিয়েও অনেক কথা হয়েছে৷ রোহমন তাঁর থেকে বয়সে অনেক ছোট৷ তবে রোহমনের সঙ্গে প্রেম ভেঙেছে কিনা সেই ইঙ্গিত কখনও দেয়নি দুই পক্ষ৷ তার মধ্যেই সামনে আসে ললিত মোদির সেই পোস্ট এবং ছবি৷ তিনি দাবি করেন তাঁদের প্রেমের কথা৷ যদিও সেই নিয়েও মুখে কুলুপ সুস্মিতা৷
advertisement
এবার একসঙ্গে দেখা গেল তাঁকে ও রোহমনকে৷ এবং সুস্মিতার প্রাণাধিক প্রিয় মেয়েদের পাশে নিয়ে হাঁটতে দেখা গেল রোহমনকে৷ তাহলে কি এই প্রেমে কোনও ছেদ পড়েনি? বা ললিতের ঘোষণাও কি সত্যিই নয়? সব চর্চা তালগোল পাকিয়ে দিলেন সুস্মিতা৷ তাঁর পক্ষেই যা করা সম্ভব৷ প্রেমিক থেকে জনতা, সকলের কাছে সত্যিই তিনি যেন মিস্টিরিয়াস লেডি বা রহস্যময়ী নারী৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কোন প্রেমের কথা বলেন ললিত, জনসমক্ষে সুস্মিতার সঙ্গে তো ঘুরছেন রোহমন, খেয়াল রাখছেন মেয়েদের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement