Mukesh Khanna: "কোন ভদ্র ঘরের মেয়ে নিজের যৌন ইচ্ছে প্রকাশ করে?" অভিনেতা মুকেশ খান্নার প্রশ্নে শোরগোল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Mukhesh Khanna on Girl's character: নিজের ইউটিউব চ্যানেলে মনের কথা বলতে গিয়ে মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন মহাভারতের ভীষ্ম!
#মুম্বই: 'যদি কোনও মহিলা যৌন ইচ্ছে বা সঙ্গমের কথা বলে, সে আসলে পতিতা!' এমন কথা বললেন অভিনেতা মুকেশ খান্না৷ যিনি শক্তিমান হিসেবে বিপুলভাবে জনপ্রিয়৷ মহাভারতের ভীষ্ম হিসেবেও দীর্ঘদিন অভিনয় করেছেন তিনি৷ আর তাঁর মুখ থেকে এমন কথা শুনে সকলে থ বনে গেলেন৷
নিজের ইউটিউব চ্যানেল ভীষ্ম-এ এই কথা বলে নেট জগতে শোরগোল ফেলে দিয়েছেন মুকেশ খান্না৷ এভাবে নিজের ইউটিউব চ্যানেলে মনের কথা বলতে গিয়ে মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন মহাভারতের ভীষ্ম! এমনকী মহিলাদের চরিত্র হনন করেছেন তিনি, এমন অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ মুকেশ খান্নার দাবি কোনও ভদ্র বাড়ির মেয়েরা নিজের শারীরিক ইচ্ছের কথা প্রকাশ করে না, আর যারা করে, তার নষ্ট মেয়ে!
advertisement
advertisement
advertisement
ভিডিওটির নাম তিনি দিয়েছেন 'কয়া আপকো ভি অ্যায়সি লড়কি লুভাতি হ্যায়?' আর এই বিষয়ে কথা বলতে গিয়ে মহিলাদের চরিত্র নিয়ে নানা প্রশ্ন তুলেছেন তিনি৷ কোন মেয়েকে ভাল বলা যায় আর কোন মেয়েকে খারাপ, সেই সংজ্ঞাও নিজেই ঠিক করেছেন অভিনেতা৷ যা নিয়ে শুরু হয় বিতর্ক৷ তবে সবথেকে সাড়া ফেলে দিয়েছে তাঁর বক্তব্য যে মেয়েরা যৌন ইচ্ছের কথা সরাসরি বলে, তারা আসলে যৌনকর্মী৷ তাঁর কথায়, যে সব মেয়েরা আপনার কাছে সরাসরি বলে আমি সেক্স করতে চাই, সে মহিলা ধান্দা করছে৷ কারণ এরকম নির্লজ্জ কথা কোনও সভ্য সমাজের মেয়ে কখনও বলতে পারে না৷
advertisement
আরও পড়ুন "যার মা এরকম তার ছেলে কেমন হতে পারে..." বিয়ের ২৫ বছরে স্বামী-শাশুড়িকে নিয়ে লম্বা পোস্ট অপরাজিতা আঢ্যর
এই ভিডিও প্রকাশ্য আসতেই হইচই পড়ে যায়৷ কীভাবে এমন কথা বলতে পারেন একজন অভিনেতা, সেই প্রশ্ন ওঠে৷ ছোটদের মনোবল বাড়াতে শেখাতেন যে শক্তিমান আজ তিনি তাঁর শক্তির অপব্যবহার করছেন, এমন মন্তব্য উঠে আসে মুকেশ খান্নার বিরুদ্ধে৷ কোন মেয়েদের কথা তিনি বলতে চাইছেন, জানাতে চায় নেটিজেনরা৷ এমন কুরুচিকর মন্তব্যের জন্য মুকেশ খান্নার বিরুদ্ধে একের পর এক কমেন্ট উঠে আসে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
After the super success of our many superhero films in India and all over the globe, it's time for our desi Superhero!@ThoughtsBrewing @SinghhPrashant @MadhuryaVinay @actMukeshKhanna @vivekkrishnani @ladasingh @sonypicsfilmsin @sonypicsindia pic.twitter.com/sQzS2Z6Oju
— Sony Pictures India (@SonyPicsIndia) February 10, 2022
advertisement
অন্যদিকে ভারতের সুপার হিরো শক্তিমান শীঘ্রই উঠে আসবে বড়পর্দায়৷ সোনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডকশন ফিল্মের স্বত্ত্ব কিনেছে৷ অভিনেতা-প্রযোজক মুকেশ খান্নাও রয়েছেন এই কাজের সঙ্গে যুক্ত৷ যদিও কার নির্দেশনায় তৈরি হবে ছবি, এখনও জানা যায়নি৷
Location :
First Published :
August 10, 2022 5:41 PM IST