এর আগেও এই অভিনেতার প্রেম ভেঙেছে৷ যদিও অতীতের সেই সব গল্প দূরে সরিয়ে এক্সের সঙ্গে দূরত্ব কেটেছে৷ এক্স প্রেমিকাও নিজের জীবন থেকে কেরিয়ার, ভালভাবেই গুছিয়ে নিয়েছেন৷ অন্যদিকে অভিনেতাও বেশ সেটেল্টড ছিলেন নিজের জীবনে৷ বিয়ে করবেন করবেন করেও করেননি৷ সেই প্রশ্নের উত্তরও কখনও মেলেনি তাঁর থেকে৷ তবে প্রেমিকাকে গোপনও করেননি৷ দু’জনের পারিবারিক বন্ধুত্ব রয়েছে৷ একসঙ্গে ঘুরতে বেড়াতে যাচ্ছেন, জনসমক্ষে আসছেন, পার্টিও করছেন৷ এমনকী ছবিও করছেন৷ অর্থাৎ সম্পর্ক বেশ গভীর৷ কিন্তু সেই প্রেমেও ফাঁটল ধরছে৷ এমনই খবর৷ এক উঠতি নায়িকাকে মনে ধরেছে অভিনেতার৷ ব্যাস প্রেমে 'প্রাক্তন' তকমা লাগল লাগল করছে৷
advertisement
আরও পড়ুন WBCS পরীক্ষা না দিয়ে অভিনয়ের অডিশন! ইতিহাসের ছাত্র সবুজ বর্ধনে অভিনয় শুরুর মজাদার গল্প
যদিও এই নিয়ে সকলের মুখে কুলুপ৷ সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা চলছে দু’তরফে৷ এখনও একসঙ্গে সামনে আসছেন দু’জনে৷ এখনও অভিনেতার জীবনে আসা নতুন নায়িকার এন্ট্রি হয়নি জনসমক্ষে৷ তবে যা রটে তার কিছু তো বটেই৷ অর্থাৎ গোপনে গোপনে অন্য রসায়ন কাজ করছে৷ আপাতত দেখার সত্যিই কী চিরাচরিত ভাবে প্রায় বিয়ে ঠিক হয়ে যাওয়া তারকা জুটির ভাঙন ধরে নাকি আবেগ নিয়ন্ত্রণ করে পুরনো প্রেমকেই গুরুত্ব দেন অভিনেতা৷