TRENDING:

টলিউডে জনপ্রিয় জুটি কি ভাঙনের মুখে? নেপথ্যে এক উঠতি নায়িকা

Last Updated:

Tollywood Gossip: যা রটে তার কিছু তো বটেই৷ অর্থাৎ গোপনে গোপনে অন্য রসায়ন কাজ করছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রেমে পড়তে আর প্রেম ভাঙতে সময় লাগে না৷ বহু নিন্দুক আবার প্রেমের মধ্যে স্বার্থও খুঁজে পান৷ তবে সে সব নিন্দুকদের মুখে ছাঁই দিয়ে বহু অভিনেতা-অভিনেত্রী চুটিয়ে প্রেম করে ঘরও বাঁধছেন৷ আপাতত ঘর বাঁধা দূরের কাহিনি, টলিউডের অত্যন্ত প্রিয় তারকা জুটি নাকি ভাঙতে চলছে৷ বা না ভাঙলেও মনমালিন্য শুরু হয়েছে তাদের মধ্যে৷ আর নাকি সেই মিষ্টি প্রেম নেই৷ এখন শুধুই মান অভিমানের পালা৷ এসবের পিছনে রয়েছেন এক অন্য উঠতি অভিনেত্রী৷ এই গুঞ্জনই এখন কান পাতলে শোনা যাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আনাচে কানাচে৷
টলিউডে বিচ্ছেদ?
টলিউডে বিচ্ছেদ?
advertisement

আরও পড়ুন "যার মা এরকম তার ছেলে কেমন হতে পারে..." বিয়ের ২৫ বছরে স্বামী-শাশুড়িকে নিয়ে লম্বা পোস্ট অপরাজিতা আঢ্যর

এর আগেও এই অভিনেতার প্রেম ভেঙেছে৷ যদিও অতীতের সেই সব গল্প দূরে সরিয়ে এক্সের সঙ্গে দূরত্ব কেটেছে৷ এক্স প্রেমিকাও নিজের জীবন থেকে কেরিয়ার, ভালভাবেই গুছিয়ে নিয়েছেন৷ অন্যদিকে অভিনেতাও বেশ সেটেল্টড ছিলেন নিজের জীবনে৷ বিয়ে করবেন করবেন করেও করেননি৷ সেই প্রশ্নের উত্তরও কখনও মেলেনি তাঁর থেকে৷ তবে প্রেমিকাকে গোপনও করেননি৷ দু’জনের পারিবারিক বন্ধুত্ব রয়েছে৷ একসঙ্গে ঘুরতে বেড়াতে যাচ্ছেন, জনসমক্ষে আসছেন, পার্টিও করছেন৷ এমনকী ছবিও করছেন৷ অর্থাৎ সম্পর্ক বেশ গভীর৷ কিন্তু সেই প্রেমেও ফাঁটল ধরছে৷ এমনই খবর৷ এক উঠতি নায়িকাকে মনে ধরেছে অভিনেতার৷ ব্যাস প্রেমে 'প্রাক্তন' তকমা লাগল লাগল করছে৷

advertisement

আরও পড়ুন WBCS পরীক্ষা না দিয়ে অভিনয়ের অডিশন! ইতিহাসের ছাত্র সবুজ বর্ধনে অভিনয় শুরুর মজাদার গল্প

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

যদিও এই নিয়ে সকলের মুখে কুলুপ৷ সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা চলছে দু’তরফে৷ এখনও একসঙ্গে সামনে আসছেন দু’জনে৷ এখনও অভিনেতার জীবনে আসা নতুন নায়িকার এন্ট্রি হয়নি জনসমক্ষে৷ তবে যা রটে তার কিছু তো বটেই৷ অর্থাৎ গোপনে গোপনে অন্য রসায়ন কাজ করছে৷ আপাতত দেখার সত্যিই কী চিরাচরিত ভাবে প্রায় বিয়ে ঠিক হয়ে যাওয়া তারকা জুটির ভাঙন ধরে নাকি আবেগ নিয়ন্ত্রণ করে পুরনো প্রেমকেই গুরুত্ব দেন অভিনেতা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
টলিউডে জনপ্রিয় জুটি কি ভাঙনের মুখে? নেপথ্যে এক উঠতি নায়িকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল