Sushmita Sen Heart Attack: আরিয়া ৩-এর এই দৃশ্যে শ্যুটিংয়ের সময় হার্ট অ্যাটাক হয়েছিল সুস্মিতার, দেখুন সেই ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sushmita Sen Heart Attack: মার্চ মাসে প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেনের হার্ট অ্যাটাকের খবরে শিউরে উঠেছিল গোটা দেশ।
মুম্বই: এ বছর মার্চ মাসে প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেনের হার্ট অ্যাটাকের খবরে শিউরে উঠেছিল গোটা দেশ। এখন অবশ্য তিনি একেবারে সুস্থ রয়েছেন এবং কাজেও ফিরেছেন অসুস্থতার কয়েকদিনের মধ্যেই। মার্চে সুস্মিতার হার্ট অ্যাটাকের সময় তিনি ওয়েব সিরিজ ‘আরিয়া ৩’-এর শ্যুটিং করছিলেন।
জানা গিয়েছে একটি অ্যাকশন সিকোয়েন্স শ্যুটিং চলছিল জয়পুরে। তার দু-মাসের মাথায় হৃদরোগে আক্রান্ত হন সুস্মিতা। অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়। হার্টে স্টেন্ট বসানো হয়। শারীরিক অসুস্থতার কথা নিজেই পরে জানান ৪৭ বছরের অভিনেত্রী। যদিও সুস্থ হয়ে ফিরে ফের ওই অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট শেষ করেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: এবার শীতে টানা ১ মাস রোজ সকালে নিমপাতা খান, আশ্চর্য উপকার পাবেন! তবে এক মাসই, জানুন
আরিয়া চরিত্র সুস্মিতা সেনকে নতুন করে পরিচিতি দিয়েছে। আরিয়া ওয়েব সিরিজটি দাঁড়িয়েই আছে আরিয়া চরিত্রের উপর ভিত্তি করে। ফলে পর্দায় সর্বক্ষণই প্রায় জুড়ে থাকেন আরিয়া অর্থাৎ সুস্মিতা সেন। এক বলিষ্ঠ চরিত্রে সুস্মিতা সেনকে দারুণ মানিয়েছে।
advertisement
আরিয়া চরিত্রে অভিনয়ের জন্য নানা মহল থেকে বাহবা পেয়েছেন সুস্মিতা। তাঁর ব্যক্তিত্ব দিয়ে তিনি আরিয়াকে দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়। কিন্তু যে চরিত্র তাঁকে এমন এক আকাশচুম্বী সুখ্যাতি দিল সেই আরিয়াই হতে চান না সুস্মিতা সেন। একটি সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছেন, তিনি বাস্তব জীবনে আরিয়া হতে চান না। কারণ আরিয়া চরিত্র যতই বলিষ্ঠ হোক তার মধ্যে একটা ডন লুকিয়ে আছে। যেটা থেকে তিনি নিজেকে দূরে রাখতে চান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2023 4:44 PM IST