Sushant Singh Rajput: মৃত ছেলের জীবন নিয়ে 'ব্যবসা'! হাইকোর্টের দ্বারস্থ সুশান্ত সিং রাজপুতের বাবা

Last Updated:

Sushant Singh Rajput: সুশান্তের বাবার অভিযোগ, তাঁর মৃত ছেলের জীবন নিয়ে আর্থিক লাভ করার চেষ্টা করছে একদল ব্যক্তি। গত জুলাইয়ে, 'ন্যায়: দ্য জাস্টিস' নামে একটি ছবির অনলাইন স্ট্রিমিং রোখার আবেদন জানিয়েছিলেন সুশান্তের বাবা।

কলকাতা: প্রয়াত সুশান্ত সিং রাজপুতের জীবন নিয়ে তৈরি হবে ছবি। তার বিরোধিতা করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ অভিনেতার বাবা কেকে সিং। তাঁর ছেলের জীবনের উপর ভিত্তি করে তৈরি ছবির অনলাইন স্ট্রিমিং রোধ করার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ তিনি।
বিচারক যশবন্ত বর্মা এবং ধর্মেশ শর্মার বেঞ্চ সুশান্তের বাবা কৃষ্ণ কিশোর সিংয়ের আবেদন পাওয়ার পর একটি নোটিশ জারি করে একাধিক ব্যক্তির নামে। অভিনেতার বাবার অভিযোগ, তাঁর মৃত ছেলের জীবন নিয়ে আর্থিক লাভ করার চেষ্টা করছে একদল ব্যক্তি। গত জুলাইয়ে, ‘ন্যায়: দ্য জাস্টিস’ নামে একটি ছবির অনলাইন স্ট্রিমিং রোখার আবেদন জানিয়েছিলেন সুশান্তের বাবা। তাঁর দাবি, সেই ছবিতে একাধিক আপত্তিকর মন্তব্য রয়েছে এবং সুশান্তের ব্যক্তি অধিকার লঙ্ঘন হয়েছে। কিন্তু একটি সিঙ্গল বেঞ্চ থেকে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়।
advertisement
advertisement
সুশান্তের বাবার তরফ থেকে মামলাটি লড়ছেন আইনজীবী বরুণ সিং। তিনি বলেন, এই ছবিতে যে কেবল মৃত অভিনেতার ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করা হয়েছে, এমনটা নয়, একই সঙ্গে তাঁর পরিবারেরও গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে। অন্য দিকে, বিরোধী পক্ষের আইনজীবীর মত, এক ব্যক্তির মৃত্যুর পর গোপনীয়তার অধিকার দাবি করা যায় না। আদালতের গোপনীয়তার অধিকার দাবি করা যায় না। আদালতের তরফে বিষয়টি বিবেচনার করার কথা বলা হয়েছে এবং ছবির নির্মাতাদের আবেদনের উত্তর দিতে বলা হয়েছে।
advertisement
২০২০ সালে ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের মৃতদেহ উদ্ধার হয়। অভিনেতার মৃত্যু নিয়ে বলিউডে কম জলঘোলা হয়নি। মাত্র ৩৪-এই শেষ হয়ে যায় তরতাজা প্রাণ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput: মৃত ছেলের জীবন নিয়ে 'ব্যবসা'! হাইকোর্টের দ্বারস্থ সুশান্ত সিং রাজপুতের বাবা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement