Kar Kachhe koi Moner Kotha: দর্শকদের মন রাখতেই কি বদলাবে শাশুড়ি-বউমার সমীকরণ? 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে বিরাট ট্যুইস্ট

Last Updated:

Kar Kachhe koi Moner Kotha: সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে শিমূলের শাশুড়ির অতীতেও রয়েছে এক কঠিন অধ্যায়। তিনিও পেরিয়ে এসেছেন অনেক চড়াই-উতরাই।

সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে শিমূলের শাশুড়ির অতীতেও রয়েছে এক কঠিন অধ্যায়। তিনিও পেরিয়ে এসেছেন অনেক চড়াই-উতরাই।
সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে শিমূলের শাশুড়ির অতীতেও রয়েছে এক কঠিন অধ্যায়। তিনিও পেরিয়ে এসেছেন অনেক চড়াই-উতরাই।
মেয়েরা মেয়েদের শত্রু নয়, এই বার্তা নিয়ে শুরু হয়েছিল ‘কার কাছে কই মনের কথা’। পাঁচ বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক।এই ধারাবাহিকে অন্যতম একটি প্রধান ভূমিকায় রয়েছেন মানালি দে। পাশাপাশি এই মেগার হাত ধরে ‘নেতাজী’র শেষের বেশ কয়েক বছর পর ছোটপর্দায় কামব্যাক করেছেন বাসবদত্তা। সঙ্গে ‘লালকুঠি’র পর আবার মেগায় ফিরেছেন স্নেহা। মেগার স্টার কাস্ট দেখে অনুরাগীরা খুবই উতসাহিত ছিলেন। কিন্তু শ্বশুরবাড়িতে শিমূলের অত্যাচার দেখে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। তারপরেই যেন কিছুটা বদলাচ্ছে শিমূল ও তার শাশুড়ির সমীকরণ।
সম্প্রতি ধারাবাহিকে যখা গেল যায়, শিমুলের শাশুড়ির  দুঃখ করতে করতে শিমুলের সামনে অনেকটাই বলে ফেলেন নিজের অত্যাচারের কাহিনি। শিমূল বুঝতে পারে কেন তার শাশুড়ি এতটা কষ্ট দেয় তাকে? তবে কি এবার ধীরে ধীরে সম্পর্ক নরম হতে শুরু করবে? দর্শকদের মনে রাখতেই কি শাশুড়ির মন বদলাবে, জল্পনা তুঙ্গে।
পর্দায় শিমূলের সঙ্গে তা শাশুড়ির সম্পর্ক বিয়ের আগে থেকেই খুব একটা ভাল নয়। আর সে শ্বশুরবাড়িতে পা রাখা থেকে শুরু হয়েছে নানা অশান্তি। তার শাশুড়ির নানা কথা-বার্তা নানা পদক্ষেপ তার জীবনে নানা সম্যার সৃষ্টি করছে। কখন পাড়ার বাচ্চাদের লজেন্স দেওয়া নিয়ে আবার কখন পোলাওতে বেশি ঘি দেওয়া সব নিয়েই কথা শুনতে হচ্ছে শিমূলকে। আর তারপর ফুলশয্যার রাতের যে দৃশ্য দেখানো হয়েছে, তা চরম ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে শিমূল এবং পরাগের প্রথম রাতে অসুস্থতার অজুহাতে মা ছেলের ঘরে আসেন। সেই ফুলশয্যার দৃশ্য ঘিরে শুরু হয় বি
advertisement
advertisement
এই দৃশ্যের ছবি স্যোশাল মিডিয়ায় আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ওঠে সমালোচনার ঝড়। বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এরপর শিমূলের গান গাওয়া নিয়ে অপমান, বাপের বাড়ির লোককে ডেকে পাঠানো, প্রতিবেশী বন্ধুদের বাড়ি যাওয়া নিয়ে ঝামেলা, চরম অপমান, ২০২৩ সালে সিরিয়ালের এমন প্রেক্ষাপট গল্প নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছে দর্শকের মনে। তারপরেই ধীরে ধীরে বদল আনা হচ্ছে গল্পে। এমনটাই মনে করছেন নেটিজেনরা।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kar Kachhe koi Moner Kotha: দর্শকদের মন রাখতেই কি বদলাবে শাশুড়ি-বউমার সমীকরণ? 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে বিরাট ট্যুইস্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement