Sushant Singh Rajput birth anniversary: নিদ্রাহীন রাত কাটত সুশান্তের! প্রয়াত নায়কের 'অদ্ভূত' অভ্যাস ফাঁস করলেন কিয়ারা
- Published by:Teesta Barman
Last Updated:
Sushant Singh Rajput Birthday: কিয়ারা বলেছিলেন, সুশান্তের এই অভ্যাসটি তাঁর বেশ 'অদ্ভূত' ঠেকত। নায়িকা বলেছিলেন, সারা রাত না ঘুমিয়েও সেটে ক্লান্ত হয়ে পড়তেন না। দারুণ এনার্জি থাকত সারাক্ষণ।
মুম্বই: 'এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'-তে তাঁদের জুটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। সুশান্ত সিং রাজপুত এবং কিয়ারা আডবাণী। অনেকেই বলেন, সুশান্ত অভিনীত সেরা ছবিগুলির মধ্যে এটি অন্যতম। আর সেই ছবির নায়িকার কাছ থেকেই প্রয়াত অভিনেতার এক 'অদ্ভূত' অভ্যাসের কথা জানা গিয়েছিল একবার।
এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন, সুশান্ত ইনসমনিয়ায় ভোগেন। অর্থাৎ এই রোগে আক্রান্ত মানুষদের ঘুম হয় না ঠিক মতো। সুশান্তেরও নাকি খানিক এই রোগ ছিল বলে জানিয়েছিলেন কিয়ারা। নিদ্রাহীন রাত কাটত তাঁর। মাত্র ২ ঘণ্টা ঘুমাতেন সুশান্ত।
advertisement
advertisement
কিয়ারা বলেছিলেন, সুশান্তের এই অভ্যাসটি তাঁর বেশ 'অদ্ভূত' ঠেকত। নায়িকা বলেছিলেন, সারা রাত না ঘুমিয়েও সেটে ক্লান্ত হয়ে পড়তেন না। দারুণ এনার্জি থাকত সারাক্ষণ। সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন, সুশান্ত নাকি তাঁকে বুঝিয়েছিলেন, মানুষের শরীর কেবল ২ ঘণ্টার ঘুমেই চাঙ্গা থাকতে পারে।
advertisement
কিয়ারার কথায়, ''খানিক ইনসমনিয়াক ছিল সুশান্ত। কারণ দিনের শেষে কাজ সেরে আমার তো খুব ঘুম পেত। সুশান্ত বলত, মানুষের শরীরে মাত্র ২ ঘণ্টা ঘুমের প্রয়োজন। সে আপনি ৮ ঘণ্টাই ঘুমোন বা ৭ ঘণ্টা ঘুমান। এর থেকে মাত্র ২ ঘণ্টা হল আসল সময় যখন আপনার মস্তিষ্ক আসলে ঘুমায়, বাকি সময় আপনি অজ্ঞান বা ঘুমিয়ে থাকতে পারেন, কিন্তু আপনার মন তখনও সক্রিয় থাকে। তাই ও ২ ঘণ্টাই ঘুমাত। যেটা আমার একটু অদ্ভূত লেগেছিল।''
advertisement
Deeply saddened. My heart goes out to Sushants family at this time. Reminiscing and cherishing every moment of our Dhoni shoot. Can’t believe this.. gone too too soon 💔
— Kiara Advani (@advani_kiara) June 14, 2020
আজ তাঁর ৩৭তম জন্মবার্ষিকী। মাত্র ৩৪ বছর বয়সেই প্রয়াত সুশান্ত। ১৪ জুন, ২০২০ সালে মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল অভিনেতার। আজও তা দুঃস্বপ্নের মতো। পরিবার, বন্ধুবান্ধব, ভক্তদের কাছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
January 21, 2023 6:54 PM IST