Sushant Singh Rajput birth anniversary: নিজের নামে মায়ের যোগ! জন্মবার্ষিকীতে 'সব্যসাচী' সুশান্তের অজানা জীবনে ফিরে দেখা

Last Updated:
Sushant Singh Rajput birth anniversary: আজ তাঁর ৩৭তম জন্মবার্ষিকীতে সুশান্তের জীবনের অজানা অধ্যায়ের দিকে ফিরে দেখা যাক। অভিনয় দক্ষতার পাশপাশি যে তাঁর কত গুণাবলি ছিল, তা যেন তাঁর মৃত্যুর পরেই আরও বেশি করে লোকে জানতে পারে।
1/10
advertisement
2/10
মাত্র ৩৪ বছর বয়সেই প্রয়াত সুশান্ত। ১৪ জুন, ২০২০ সালে মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল অভিনেতার। আজও তা দুঃস্বপ্নের মতো। পরিবার, বন্ধুবান্ধব, ভক্তদের কাছে।
মাত্র ৩৪ বছর বয়সেই প্রয়াত সুশান্ত। ১৪ জুন, ২০২০ সালে মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল অভিনেতার। আজও তা দুঃস্বপ্নের মতো। পরিবার, বন্ধুবান্ধব, ভক্তদের কাছে।
advertisement
3/10
আজ তাঁর ৩৭তম জন্মবার্ষিকীতে সুশান্তের জীবনের অজানা অধ্যায়ের দিকে ফিরে দেখা যাক। অভিনয় দক্ষতার পাশপাশি যে তাঁর কত গুণাবলি ছিল, তা যেন তাঁর মৃত্যুর পরেই আরও বেশি করে লোকে জানতে পারে।
আজ তাঁর ৩৭তম জন্মবার্ষিকীতে সুশান্তের জীবনের অজানা অধ্যায়ের দিকে ফিরে দেখা যাক। অভিনয় দক্ষতার পাশপাশি যে তাঁর কত গুণাবলি ছিল, তা যেন তাঁর মৃত্যুর পরেই আরও বেশি করে লোকে জানতে পারে।
advertisement
4/10
মহাকাশ নিয়ে যে সুশান্তের অপরিসীম জ্ঞান এবং উৎসাহ ছিল, তা তো সকলেরই জানা। তিনি যে অত্যন্ত মেধাবী ছাত্র এবং অপূর্ব নৃত্যশিল্পী, তাও জানে অনেকেই।
মহাকাশ নিয়ে যে সুশান্তের অপরিসীম জ্ঞান এবং উৎসাহ ছিল, তা তো সকলেরই জানা। তিনি যে অত্যন্ত মেধাবী ছাত্র এবং অপূর্ব নৃত্যশিল্পী, তাও জানে অনেকেই।
advertisement
5/10
কিন্তু এ কথা জানেন কি, সুশান্ত দুই হাত দিয়েই সমান ভাবে লিখতে পারতেন! ঠিক যেন সব্যসাচী। ডান হাত এবং বাঁ হাত, দু’টিই যে সমান ভাবে দক্ষ, তা অনেকেই জানেন না।
কিন্তু এ কথা জানেন কি, সুশান্ত দুই হাত দিয়েই সমান ভাবে লিখতে পারতেন! ঠিক যেন সব্যসাচী। ডান হাত এবং বাঁ হাত, দু’টিই যে সমান ভাবে দক্ষ, তা অনেকেই জানেন না।
advertisement
6/10
সুশান্তের ডাকনাম ছিল গুড্ডু। আর তাঁর ভাল নামে ছিল তাঁর প্রয়াত মায়ের নামের যোগ। তাঁর মায়ের নাম, ঊষা। সুশান্ত নামের মাঝেও তাঁর মায়ের নাম যুক্ত করা হয়েছিল।
সুশান্তের ডাকনাম ছিল গুড্ডু। আর তাঁর ভাল নামে ছিল তাঁর প্রয়াত মায়ের নামের যোগ। তাঁর মায়ের নাম, ঊষা। সুশান্ত নামের মাঝেও তাঁর মায়ের নাম যুক্ত করা হয়েছিল।
advertisement
7/10
সুশান্ত খুব ছোটবেলায় নিজের মাকে হারান। সেই ক্ষত আজীবন থেকে গিয়েছিল। মৃত্যুর আগে তাঁর শেষ পোস্ট ছিল নিজের মাকে নিয়েই। সঙ্গে পোস্ট করেছিলেন মায়ের একটি ছবি। পাশে নিজের একটি ছবি।
সুশান্ত খুব ছোটবেলায় নিজের মাকে হারান। সেই ক্ষত আজীবন থেকে গিয়েছিল। মৃত্যুর আগে তাঁর শেষ পোস্ট ছিল নিজের মাকে নিয়েই। সঙ্গে পোস্ট করেছিলেন মায়ের একটি ছবি। পাশে নিজের একটি ছবি।
advertisement
8/10
সুশান্তের প্রেমিকা রিয়া একবার দাবি করেছিলেন, সুশান্তের মা মানসিক অবসাদে ভুগতেন। যখন বারবার সুশান্তের মানসিক অবসাদ নিয়ে কথাবার্তা চলছিল, সেই সময়ে এই দাবি করেন রিয়া।
সুশান্তের প্রেমিকা রিয়া একবার দাবি করেছিলেন, সুশান্তের মা মানসিক অবসাদে ভুগতেন। যখন বারবার সুশান্তের মানসিক অবসাদ নিয়ে কথাবার্তা চলছিল, সেই সময়ে এই দাবি করেন রিয়া।
advertisement
9/10
তর্ক-বিতর্ক, মামলা, গ্রেফতার, অনেক জলঘোলা হলেও, ফেরানো যায়নি ৩৪ বছরের তরুণ অভিনেতাকে। সেই মৃত্যু আজও এক বিতর্কের মধ্যেই রয়ে গিয়েছে।
তর্ক-বিতর্ক, মামলা, গ্রেফতার, অনেক জলঘোলা হলেও, ফেরানো যায়নি ৩৪ বছরের তরুণ অভিনেতাকে। সেই মৃত্যু আজও এক বিতর্কের মধ্যেই রয়ে গিয়েছে।
advertisement
10/10
‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ থেকে শুরু করে ‘কাই পো চে’, ‘রাবতা’, ‘ছিঁছোড়ে’ একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সুশান্ত। তাঁর শেষ ছবি ‘দিল বেচারা'’।
‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ থেকে শুরু করে ‘কাই পো চে’, ‘রাবতা’, ‘ছিঁছোড়ে’ একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সুশান্ত। তাঁর শেষ ছবি ‘দিল বেচারা'’।
advertisement
advertisement
advertisement