#মুম্বই: পর্ন-কাণ্ডে বড় মোড়। অভিযুক্ত রাজ কুন্দ্রা, শার্লিন চোপড়া এবং পুনম পাণ্ডের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত।
গত নভেম্বরে, একট চার্জশিট পেশ করে মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখা। সেখানে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে পর্ন তৈরি করে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়। দাবি করা হয়, বিলাসবহুল পাঁচ তারা হোটেলে শার্লিন এবং পুনমকে নিয়ে ওই ছবিগুলির শ্যুট করতেন রাজ। তাঁদের সঙ্গে থাকতেন ছবির প্রযোজক মিতা ঝুনঝুনওয়ালা এবং ক্যামেরাম্যান রাজু দুবে।
আরও পড়ুন: রাত কাটানোই সব নয়, সহজের বাবা-মা একসঙ্গেই আছে, হুডখোলা ভালবাসায় রাহুল-প্রিয়াঙ্কা
আরও পড়ুন: শাঁখাপলা পরে থাইল্যান্ডে হানিমুন, নেটপাড়াজুড়ে রোশনির '২য় বিয়ে'র রিসেপশনের ছবি!
কয়েক সপ্তাহ আগেই পর্ন কাণ্ডে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন রাজ। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দেয় বম্বে হাই কোর্ট।
রাজের আইনজীবী প্রশান্ত পাটিল সংবাদমাধ্যমে জানিয়েছেন, সাইবার শাখার দায়ের করা চার্জশিট সম্পর্কে তাঁরা অবগত। আদালত থেকে সেই চার্জশিটের কপি সংগ্রহ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
২০২১-এর জুলাই। পর্ন-কাণ্ডে নাম জড়িয়েছিল রাজ কুন্দ্রার। যার জেরে হাজতেও থাকতে হয়েছিল শিল্পা শেট্টির স্বামীকে। ছাড়া পাওয়ার পর চার দেওয়ালের ঘেরাটোপে নিজেকে বন্দি রেখেছিলেন রাজ। এখনও মুখ ঢেকে সংবাদমাধ্যমের সামনে আসেন তিনি। কিন্তু একাধিক বার নিজেকে নির্দোষ বলে দাবি করেও নতুন নতুন বিতর্কে জড়াচ্ছেন শিল্পার স্বামী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Poonam Pandey, Raj Kundra, Sherlyn chopra