পর্ন-কাণ্ড ফের শিরোনামে, রাজ, শার্লিন এবং পুনমকে নিয়ে বড় নির্দেশ আদালতের
- Published by:Sanchari Kar
Last Updated:
গত নভেম্বরে, একট চার্জশিট পেশ করে মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখা। সেখানে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে পর্ন তৈরি করে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়।
#মুম্বই: পর্ন-কাণ্ডে বড় মোড়। অভিযুক্ত রাজ কুন্দ্রা, শার্লিন চোপড়া এবং পুনম পাণ্ডের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত।
গত নভেম্বরে, একট চার্জশিট পেশ করে মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখা। সেখানে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে পর্ন তৈরি করে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়। দাবি করা হয়, বিলাসবহুল পাঁচ তারা হোটেলে শার্লিন এবং পুনমকে নিয়ে ওই ছবিগুলির শ্যুট করতেন রাজ। তাঁদের সঙ্গে থাকতেন ছবির প্রযোজক মিতা ঝুনঝুনওয়ালা এবং ক্যামেরাম্যান রাজু দুবে।
advertisement
advertisement
কয়েক সপ্তাহ আগেই পর্ন কাণ্ডে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন রাজ। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দেয় বম্বে হাই কোর্ট।
advertisement
রাজের আইনজীবী প্রশান্ত পাটিল সংবাদমাধ্যমে জানিয়েছেন, সাইবার শাখার দায়ের করা চার্জশিট সম্পর্কে তাঁরা অবগত। আদালত থেকে সেই চার্জশিটের কপি সংগ্রহ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
২০২১-এর জুলাই। পর্ন-কাণ্ডে নাম জড়িয়েছিল রাজ কুন্দ্রার। যার জেরে হাজতেও থাকতে হয়েছিল শিল্পা শেট্টির স্বামীকে। ছাড়া পাওয়ার পর চার দেওয়ালের ঘেরাটোপে নিজেকে বন্দি রেখেছিলেন রাজ। এখনও মুখ ঢেকে সংবাদমাধ্যমের সামনে আসেন তিনি। কিন্তু একাধিক বার নিজেকে নির্দোষ বলে দাবি করেও নতুন নতুন বিতর্কে জড়াচ্ছেন শিল্পার স্বামী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2022 2:53 PM IST