• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কুষ্ঠ রোগীদের মাঝে অভিনব ভাবে ছেলের জন্মদিন পালন

কুষ্ঠ রোগীদের মাঝে অভিনব ভাবে ছেলের জন্মদিন পালন

কুষ্ঠ রোগীদের খাইয়ে ছেলের জন্মদিন পাল

কুষ্ঠ রোগীদের খাইয়ে ছেলের জন্মদিন পাল

কুষ্ঠরোগীদের খাইয়ে ছেলের জন্মদিন পালন করলেন অনুপ ও তাঁর স্ত্রী অনন্যা।

 • Share this:

  #পুরুলিয়া: এই তো অনেকদিন আগেই ছবিটা ভাইরাল হয়েছিল। এইডস আক্রান্তদের খাবার সার্ভ করছেন গ্রেট এফআর। মানে রজার ফেডেরার। পুরুলিয়ার অনুপ মন্ডল সাধারণ এক শিক্ষক। না হলে তিনিই হয়তো হয়ে যেতে টুইটার ট্রেন্ড। কুষ্ঠরোগীদের খাইয়ে ছেলের জন্মদিন পালন করলেন অনুপ ও তাঁর স্ত্রী অনন্যা। পুরুলিয়ার দম্পতি অনুপ ও অনন্যা। ছেলে অয়নের জন্মদিনে যাদের নেমতন্ন করেছিলেন, তারা কেউই পরিচিত নয়। ডাবর বলরামপুরের কুষ্ঠ আশ্রমের আবাসিক। কারোর বয়স ৫০, কারোর আবার ৭৫। এখানেই অন্যদের থেকে আলাদা অনুপ মন্ডল। মেনুতে ভাত, ডাল, তরকারি, মাংস, পায়েস, মিস্টি। এতসব খাবার হয়তো কখনও চেখে দেখারও সুযোগ হয়নি কুষ্ঠ আশ্রমের ওই আবাসিকদের। একে তো রোগের ক্ষত, তার ওপর পরিবারের ছায়াও জোটেনি। অন্তত একবেলার জন্য এই এলাহী আয়োজন সম্ভবত তাদের কাছে সেরা মুহূর্ত এনে দিল। মা-ছেলে দুজনে মিলে খাবার পরিবেশন করেছেন। ভুরিভোজের পর উপহারও তুলে দিয়েছেন। সমাজের প্রতি কর্তব্য, কিংবা নিজেদের আনন্দ, খুশি, ভালোলাগা অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া। শুধু সেলিব্রিটিরা নয়, অনুপ মন্ডলের মতো মানুষরাও পথ দেখান। কিছু মানুষ সেই পথে হাঁটলেও অনেক বদল সম্ভব।

  First published: