অভিনেতাকে চড় মারলেন সানি লিয়ন !
Last Updated:
সানি মারলেন চড় ৷ সেই চড় খেলেন অভিনেতা রজনীশ দুগ্গল ! একটা নয়, দুটো নয়, একেবারে ৬টা চড়! ঘটল ঘটনা মুম্বইয়ের এক নাইটক্লাবে ৷ পুরো ঘটনায় হতবাক সব্বাই ৷ কী ঘটল এদিন !
#মুম্বই: সানি মারলেন চড় ৷ সেই চড় খেলেন অভিনেতা রজনীশ দুগ্গল ! একটা নয়, দুটো নয়, একেবারে ৬টা চড়! ঘটল ঘটনা মুম্বইয়ের এক নাইটক্লাবে ৷ পুরো ঘটনায় হতবাক সব্বাই ৷ কী ঘটল এদিন !
চলছিল সানি লিয়নের নতুন ছবি ‘বেইমান ইশক’-এ শ্যুটিং ৷ শ্যুটিংয়ের জন্যই ছবির নায়ক রজনীশের গালে চড় মারতে হত সানি লিয়নকে ৷ কিন্তু চড়ের দৃশ্যটি কিছুতেই সঠিকভাবে করতে পারছিলেন না সানি ৷ শেষমেশ ৬ বার চড় মেরে ক্ষান্ত হলেন তিনি ৷ কিন্তু ততক্ষণে চড়ের আঘাতে রজনীশের নাক বেয়ে পড়ল রক্ত ! শেষ চড়টা সানি মেরেছিলেন একটু বেশি জোরেই ৷ আর তাই রক্তাক্ত রজনীশের নাক ! ঘটনার পরে সানি বার বার ক্ষমা চেয়েছেন রজনীশের কাছে ৷ শেষমেশ শ্যুটিং ফ্লোরে ডাক্তার এসে, সামলালেন পরিস্থিতি ৷ রজনীশ আছনে সুস্থ, দেখভাল করছেন সানি নিজে হাতেই!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2016 4:26 PM IST