Sunny Leone : সানি লিওনের বাংলাদেশে প্রবেশের অনুমতি বাতিল! ইসলামিক সংগঠনের প্রতিবাদের জের

Last Updated:

Sunny Leone : সোলজার নামের এই ছবির শ্যুটিং এখনই শুরু করতে পারবেন না সানি। বাধ সেধেছে বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রক।

সানি লিওনের বাংলাদেশে প্রবেশে অনুমতি বাতিল! ইসলামিক সংগঠনের প্রতিবাদের জের
সানি লিওনের বাংলাদেশে প্রবেশে অনুমতি বাতিল! ইসলামিক সংগঠনের প্রতিবাদের জের
#বাংলাদেশ: সানি লিওনের ইন্দো বাংলাদেশি ছবিতে অভিনয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে অনুরাগীরা বেশ উচ্ছসিত। বাংলা ছবিতে সানিকে (Sunny Leone) দেখার জন্য এক প্রকার অপেক্ষা করে আছেন তাঁর অনুরাগীরা। কিন্তু সেই অপেক্ষা কতটা সফল হবে তা-ই এখন প্রশ্নের মুখে। সোলজার নামের এই ছবির শ্যুটিং এখনই শুরু করতে পারবেন না সানি। বাধ সেধেছে বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রক।
ছবিটিতে অভিনয় করার অনুমতি দেওয়া হয়নি সানিকে (Sunny Leone) বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে। তবে ঠিক কী কারণে অনুমতি দেওয়া হল না তা এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, বাংলাদেশে সানি প্রবেশ করলে কয়েকটি ইসলামিক সংগঠন বিক্ষোভ দেখাবে বলে হুমকি দিয়েছে। আর এর পরেই বাংলাদেশ সরকার আর ঝুঁকি নিতে চাইছে না।
advertisement
advertisement
শামিম আহমেদ রনি পরিচালিত এই ছবিতে ১১ জন ভারতীয়কে শ্যুটিং করার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু সানি (Sunny Leone)সেই অনুমতি পেলেন না। ৫ মার্চ থেকে শ্যুটিং শুরু হয়ে ৪ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
advertisement
তবে এই প্রথম না। এর আগেও বাংলাদেশে সানির প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। ২০১৫ সালেও সানি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ইসলামিক সংগঠনগুলি প্রতিবাদ করায়। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল। এর আগে বাংলাদেশের মিউজিক ভিডিওতে সানি কাজ করেছেন। কিন্তু বাংলাদেশের বহু মানুষ সেই মিউজিক ভিডিও ভালো ভাবে নেননি। যদিও ভিডিওটি ভাইরাল হয়।
advertisement
কাজের দিক থেকে, এই মুহূর্তে বিক্রম ভাটের পরিচালিত অনামিকা-তে অভিনয় করেছেন যেটি এখন এমএক্স প্লেয়ারে স্ট্রিমিং হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sunny Leone : সানি লিওনের বাংলাদেশে প্রবেশের অনুমতি বাতিল! ইসলামিক সংগঠনের প্রতিবাদের জের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement