Sunil Grover : হার্ট অ্যাটাকের পরে বাইপাস সার্জারি! সুনীল গ্রোভার এখন কেমন আছেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Sunil Grover : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় কৌতুকশিল্পী ও অভিনেতা সুনীল গ্রোভার
#মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় কৌতুকশিল্পী ও অভিনেতা সুনীল গ্রোভার (Sunil Grover)। হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পরে মুম্বইয়ের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সুনীল। অভিনেতার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছিলেন তাঁর অনুরাগীরা। তাই আজ বৃহস্পতিবার টুইট করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন সুনীল।
মাইনর হার্ট অ্যাটাক হওয়ার পরে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুনীল গ্রোভার (Sunil Grover)। তার পরে তাঁর বাইপাস সার্জারি হয়। আজ তিনি টুইট করেন, "ভাই চিকিৎসা ঠিক ঠাক হয়েছে। এখনও হিলিং চলছে। আপনাদের সকলের আশীর্বাদের জন্য সকলকে ধন্যবাদ জানাই। ঠোকো তালি!" সব সময়ের মতোই এই টুইটও মজার ছলে করেছেন অভিনেতা। অনুরাগীরা এই টুইট পেয়ে অনেকটাই নিশ্চিন্তে।
advertisement
Bhai treatment theek ho Gaya, Meri chal rahi hai healing, Aap sab ki duaaon ke liye, Gratitude hai meri feeling! Thoko taali! ❤️
— Sunil Grover (@WhoSunilGrover) February 10, 2022
advertisement
মুম্বইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন সুনীল। তাঁর করোনা রিপোর্টও পজিটিভ ছিল। গত ২৭ জানুয়ারি সেখানেই অস্ত্রোপচার হয়েছে তাঁর। ৪টে বাইপাস সার্জারি হয়েছে তাঁর। ৩ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
advertisement
মাত্র ৪৪ বছরের সুনীল গ্রোভার (Sunil Grover) এক সময় কপিল শর্মার সঙ্গে কমেডি শো-করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। বড় পর্দায় নিজের অভিনয়ক্ষমতাও প্রমাণ করেছেন তিনি। এমনকী ওটিটিতেও করেছেন কাজ। জানা গিয়েছে, আচমকা ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয় তাঁর। তড়িঘড়ি শ্যুটিং শেষ করে হাসপাতালে যান। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করানো হয়। আপাতত তিনি সুস্থ রয়েছেন।
advertisement
সুনীলের অসুস্থতার খবর শুনে টুইট করেছিলেন সিমি গারেওয়ালও। তিনি লিখেছিলেন, "আমি হতভম্ব এই খবর শুনে। নিজে হৃদযন্ত্রের সমস্যা নিয়েও আমাদের মনকে হাসি-খুশি রাখেন সুনীল। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2022 9:21 PM IST