Sunil Grover and Kapil Sharma: কপিল শর্মা শো-তে ফিরছেন সুনীল গ্রোভার? গুত্থি-গুলাটি ভক্তদের জন্য বড় খবর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sunil Grover and Kapil Sharma: কপিল শর্মা শো-এর ভক্তরা ফের সুনীল ও কপিলকে এক মঞ্চে দেখতে চান তা আর বলার অপেক্ষা রাখে না।
মুম্বই: আর কোনও দিন কি সুনীল গ্রোভার কপিল শর্মা একসঙ্গে কাজ করবেন? কোনওদিনও কি গুত্থি-ডক্টর মশহুর গুলাটিকে ফের দেখা যাবে দ্য কপিল শর্মা শো-এর মঞ্চে? কপিল শর্মা ও সুনীল গ্রোভারের অসংখ্য ভক্তের মনে মাঝে মাঝেই এই প্রশ্ন জেগে ওঠে। ২০১৮ সাল পর্যন্ত এই শো-এর যা টিআরপি ছিল, তা এখন অনেকটাই পড়েছে। তবে শো-এর জনপ্রিয়তা এখনও একই রয়েছে।
তবে কপিল শর্মা শো-এর ভক্তরা ফের সুনীল ও কপিলকে এক মঞ্চে দেখতে চান তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সত্যিই কি আর তাঁরা একসঙ্গে কাজ করবেন? সেই আঁচে সম্প্রতি মুম্বই সংবাদ সংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ঘি ঢাললেন সুনীল গ্রোভার। হার্ট অ্যাটাকের কারণে অল্প বিরতির পরেই তিনি আবার ফিরছেন কাজে। তবে তা 'দ্য কপিল শর্মা শো নয়'।
advertisement
আরও পড়ুন: হাসানোর 'ওস্তাদ' কাঁদিয়ে ছাড়বেন দর্শককে, কপিল শর্মার নতুন ছবির ট্রেলার ভাইরাল
কপিল-সুনীলের ঝগড়ার পর নিজের শো-তে জায়গা দিতে রাজি কপিল শর্মা, কিন্তু ভিন্ন সুর সুনীলের গলায়। এ বিষয়ে কথা বলতেও নারাজ তিনি। কৌতুক অভিনেতা নিজের কাজ নিয়েই ব্যস্ত। নন-ফিকশন কাজে তাঁর জনপ্রিয়তার কথা জানেন অনুরাগীরা। অনেকেই মনে করেন 'দ্য কপিল শর্মা শো'-এর প্রাণ হলেন সুনীল গ্রোভার। তবে এ সব নয়, ফিকশন কাজে আপাতত হাত পাকাচ্ছেন অভিনেতা।
advertisement
advertisement
আরও পড়ুন: 'এমন সাজ যে মুখ দেখাতে পারছে না', নায়িকাকে আক্রমণ নেটপাড়ায়!
২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হন সুনীল গ্রোভার। বাইপাস সার্জারি করা হয়েছিল তাঁর। বাইপাসের একটি শীর্ষস্থানীয় হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। অস্ত্রোপচারও হয়। এমনকী হাসপাতালে ভর্তির সময় তাঁর কোভিড রিপোর্ট পজিটিভও এসেছিল। সম্প্রতি অভিনেতা-কমেডিয়ান সেই সময়ের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন। জানালেন, একসময় মনে মনে ভেবেই নিয়েছিলেন যে আর কখনও হয়তো ফিরে আসবেন না। আপাতত লন্ডনে একটি ওয়েব সিরিজের শ্যুটিংয়ের ব্যস্ত সুনীল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2023 4:31 PM IST