Suneil Shetty on KL Rahul: "আমি রাহুলের শ্বশুর নই", ইতিমধ্যেই জামাইয়ের সঙ্গে সম্পর্ক অস্বীকার সুনীলের?

Last Updated:

Suneil Shetty on KL Rahul: দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ২৩ জানুয়ারি সুনীলের খান্ডালার ফার্ম হাউজে বিয়ে করেন রাহুল এবং সুনীল- কন্যা আথিয়া শেট্টি।

কে এল রাহুলকে নিয়ে কী বললেন সুনীল
কে এল রাহুলকে নিয়ে কী বললেন সুনীল
কলকাতা: শ্বশুর নয়, নিজেকে কে এল রাহুলের বাবা হিসেবে পরিচয় দিতে চান সুনীল শেট্টি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই জানিয়েছেন অভিনেতা।
সুনীল বলেন, "আমি বলি, আমি ওর বাবা। একজনের শ্বশুরের ঠিক কী ভূমিকা হওয়া উচিত, আমি জানি না। আমি ওর অনুরাগী। ওকে খুব ভালবাসি। অনেক তরুণ প্রতিভাকেই আমি স্নেহ করি।"
advertisement
advertisement
সুনীল আগাগোড়াই ক্রিকেট প্রেমী। সুযোগ পেলেই ওয়াংখেড়েতে তরুণ ক্রিকেটারদের খেলা দেখতে যেতেন। সেখানেই রাহুলকে চোখে পড়ে অভিনেতার। তিনি বলেন, " রাহুলকে দেখে ভেবেছিলাম, এই ছেলেটি ভাল খেলে। ও আমারই মতো ম্যাঙ্গলোরের ছেলে। ছোট শহরের প্রতিভাদের সাফল্য পেতে দেখলে গর্ব অনুভব হয়। ওর অনুরাগী ছিলাম। এ বার বাবা হলাম।"
দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ২৩ জানুয়ারি সুনীলের খান্ডালার ফার্ম হাউজে বিয়ে করেন রাহুল এবং সুনীল- কন্যা আথিয়া শেট্টি। সাতপাক ঘোরার আগে পর্যন্ত সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু'জনেই।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Suneil Shetty on KL Rahul: "আমি রাহুলের শ্বশুর নই", ইতিমধ্যেই জামাইয়ের সঙ্গে সম্পর্ক অস্বীকার সুনীলের?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement