EXCLUSIVE: ১০ জন অভিনেত্রী-সুপার মডেল আসতেন তিহার জেলে সুকেশের সঙ্গে দেখা করতে! ইডি-র খবরে চাঞ্চল্য

Last Updated:

Sukesh Chandrashekhar Case: সুকেশের কাছে ওই জেলে বলিউডের ১০ অভিনেত্রী সহ আসতেন এক সুপার মডেলও।

Photo: Instagram
Photo: Instagram
ASHISH MAHARSHI
#নয়াদিল্লি: সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar) তিহার জেলে এক বিলাসবহুল অফিস চালাচ্ছিলেন। সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা ছিল ওই জেলে তাঁর জন্য। শুধু তাই নয়, সুকেশের কাছে ওই জেলে বলিউডের ১০ অভিনেত্রী-সহ আসতেন এক সুপার মডেলও।
মহাঠগ সুকেশ চন্দ্রশেখরের ঘটনায় সম্প্রতি অনেক চমকপ্রদ তথ্য সামনে এসেছে। চন্দ্রশেখর প্রায় ২০০ কোটি টাকার জালিয়াতির মামলার প্রধান অভিযুক্ত ছিলেন। এই ঘটনায় ইতিমধ্যেই নাম জড়িয়েছিল অনেক নামীদামী ব্যক্তির। এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) ও নোরা ফতেহিকে (Nora Fatehi)। কিন্তু অনেকেই আশঙ্কা করছেন সিনেমাজগতের সঙ্গে জড়িত আরও কিছু নামও হয়তো পরবর্তী সময়ে বেরিয়ে আসতে পারে।
advertisement
advertisement
ইতিমধ্যেই গোটা ঘটনার অনেক চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। ইডি সূত্রে খবর, সুকেশ চন্দ্রশেখর তিহার জেলে একটি বড় ও বিলাসবহুল অফিস চালাচ্ছিলেন, যেখানে তিনি সব ধরনের সুযোগ-সুবিধা পেয়েছিলেন। শুধু তাই নয়, সুকেশ জেলে বিলাসবহুল পার্টিও করতেন এবং তাঁর মহিলা বন্ধুরাও এই পার্টিতে যোগ দিতেন। জেলে তাঁর সঙ্গে দেখা করতে আসতেন ১০ জন অভিনেত্রী; আসতেন এক সুপার মডেলও।
advertisement
ইডি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহাঠগ সুকেশ চন্দ্রশেখর তিহার জেল থেকে তাঁর বিলাসবহুল অফিস চালাচ্ছিলেন। জেলে নির্মিত এই অফিসটি সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত ছিল। অভিনেত্রী লীনা মারিয়া পল (Leena Maria Paul) তাঁর বক্তব্যে বলেছেন, তিহার জেলে চন্দ্রশেখর রীতিমতো চাঁদের হাট সাজিয়ে বসেছিলেন। কী ছিল না তাঁর অফিসে, সোফা, ফ্রিজ, টিভির মতো অত্যাধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত ছিল চন্দ্রশেখরের কক্ষ। তথ্যমতে, লীনা বা অন্যান্যদের কারাগারে প্রবেশের সম্পূর্ণ প্রবেশাধিকার ছিল এবং তাঁরা রেজিস্টারে কোনও এন্ট্রি না করেই ভেতরে যেতে পারতেন। লীনা নিজেই তাঁর জবানবন্দিতে বলেছেন, চন্দ্রশেখরের অন্যান্য মহিলা বন্ধুরাও এই পার্টিতে আসতেন।
advertisement
জানা গেছে, কারাগারে নির্মিত সুকেশের এই বিলাসবহুল অফিসটি যাতে কোনও রকম বাধাবিঘ্ন ছাড়াই চলতে পারে তার জন্য তিনি জেল কর্মকর্তাদের প্রতি মাসে এক কোটি টাকা দিতেন।
এর আগে ২০১৭ সালে চন্দ্রশেখরকে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় এবং নির্বাচন কমিশনের ঘুষের মামলায় তিহার জেলে আটক করা হয়। কমিশনের আধিকারিকদের ঘুষ দেওয়ার জন্য তিনি AIADMK (Amma) নেতা টিটিভি ধিনাকরণের (TTV Dhinakaran) কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছিল। জানা যায় ওই দলের নির্বাচনী প্রতীক পেতে তিনি ৫০ কোটি টাকার চুক্তি করেছিলেন। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে ১.৩ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
EXCLUSIVE: ১০ জন অভিনেত্রী-সুপার মডেল আসতেন তিহার জেলে সুকেশের সঙ্গে দেখা করতে! ইডি-র খবরে চাঞ্চল্য
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement