ফের বিতর্কে অভিনেত্রী সুদীপা, ডেলিভারি বয়ের বিরুদ্ধে এ কী সাংঘাতিক মন্তব্য! নিন্দার ঝড়

Last Updated:

Sudipa Chatterjee post controversial comment against online delivery boy: বিতর্কে অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। ডেলিভারি বয়ের বিরুদ্ধে তির্যক মন্তব্য করে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন 'রান্নাঘর' সঞ্চালিকা। 

#কলকাতাঃ ফের বিতর্কে অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। ডেলিভারি বয়ের বিরুদ্ধে তির্যক মন্তব্য করে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন 'রান্নাঘর' সঞ্চালিকা। সুদীপার এই ধরণের মন্তব্য প্রথমবার নয়, বেফাঁস মন্তব্য করে আগেও বেশ কয়েকবার তিনি সোশ্যাল মিডিয়ার রোষানলে পড়েছিলেন, এ বারে আবারও তাঁর মন্তব্যে ঝড় উঠেছে।
সুদীপা চট্টোপাধ্যায়ের পোস্ট থেকে একপ্রকার স্পষ্ট,  swiggy, অনলাইন ডেলিভারি অ্যাপের মাধ্যমে সম্ভবত খাবার অর্ডার করেছিলেন অভিনেত্রী। এরপর নিয়মানুযায়ী যে ডেলিভারি বয় খাবার নিয়ে যাচ্ছিলেন, তিনি অভিনেত্রীকে ফোন করে লোকেশন জানতে চান। আর তাতেই ব্যাপক চটে যান তিনি।
advertisement
advertisement
সম্পূর্ন ঘটনা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সুদীপা লেখেন, "আমি শুধু জানতে চাই যে swiggy'র একজন delivery boy'ও ফোন না করে, কেন লোকেশনে আসতে পারেনা? আর ফোন করে কেন বলেন-, 'আমি আসছি, আপনি গেটটা খুলুন।' আমি কি দারোয়ান, যে গেট খুলবো?" আর এই মন্তব্য নজরে আসতেই সুদীপার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
advertisement
তাঁর পোস্টের নীচে এক নেটিজেন কমেন্ট করেন,  “ওরা আপনার বাড়ির দরজায় খাবার পৌঁছে দিলে ন্যূনতম টাকা পায়। খুব জোর বাড়ির কলিং বেল বাজাতে পারে, দরজাটা আপনাকেই খুলতে হবে। নিশ্চই আপনার বেডরুমে ঢুকে মুখে থাবড়া মেরে খাবারটা খাইয়ে দিয়ে আসবে না। ওদের হাতে সময় খুব কম জানেন তো! যত ডেলিভারি তত পয়সা পায়। আপনি যেমন খাবার নিয়ে উমম-আমম করেন, যাত্রাপালা করেন সেটা ওরা করতে পারে না”। তিনি একা নন, বহু ব্যবহারকারী সুদীপার বিরুদ্ধে ক্ষভ প্রকাশ করে নানা মন্তব্য করেছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের বিতর্কে অভিনেত্রী সুদীপা, ডেলিভারি বয়ের বিরুদ্ধে এ কী সাংঘাতিক মন্তব্য! নিন্দার ঝড়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement