পুজোর আগে বাংলায় ফের দুর্যোগের পূর্বাভাস, সপ্তাহজুড়ে তুমুল বৃষ্টি জেলায় জেলায়

Last Updated:

Extreme heavy rain alert rainfall alert: সোমবার ভারী বৃষ্টি অর্থাৎ ৭০-১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।

#কলকাতাঃ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিবার কমবে। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতায় আজ সপ্তাহের প্রথম দিনে আংশিক মেঘলা আকাশ। আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হোক বা না হোক, না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৮-৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০-৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।
আরও পড়ুনঃ স্পুটনিক ভি-র বুস্টার ডোজ মিলছে না? টিকা গ্রহীতাদের দুশ্চিন্তা দূর করল কেন্দ্র
দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে।
advertisement
advertisement
উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী চারদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে মূলত পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৫ জেলায়। তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমে যাবে উত্তরের জেলাগুলিতে।
advertisement
আরও পড়ুনঃ ছাত্র সমাবেশের মঞ্চ থেকে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক মহলের নজর সেদিকেই 
সোমবার ভারী বৃষ্টি অর্থাৎ ৭০-১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে কালিম্পং এবং জলপাইগুড়িতে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কোচবিহারে। বুধবার ভারী-অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,  কোচবিহারে। ভারী বৃষ্টি হবে দার্জিলিংয়ে। বৃহস্পতিবার ভারী-অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।
advertisement
মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে একেবারে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত ফুট হিলস অফ হিমালয় বা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায়, পূর্ব উত্তর প্রদেশ ও সংলগ্ন এলাকায়, দক্ষিণ বঙ্গোপসাগরে এবং কেরল ও সংলগ্ন এলাকায়। একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত। যেটা তামিলনাড়ুর উপকূল দিয়ে বিস্তৃত। আরও একটি অক্ষরেখা রয়েছে আন্দামান সাগর থেকে থেকে তামিলনাড়ু উপকূল পর্যন্ত।
advertisement
আগামী কয়েক দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, বিহার এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এ ছাড়াও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে। আগামী ৪-৫ দিন অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার কর্ণাটক, রায়লসীমা, তামিলনাডু কেরল ও মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী-অতি ভারী প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তর-পূর্ব ভারতের রাজ্য এবং উত্তরবঙ্গ ও সিকিমে।
advertisement
BISWAJIT SAHA
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর আগে বাংলায় ফের দুর্যোগের পূর্বাভাস, সপ্তাহজুড়ে তুমুল বৃষ্টি জেলায় জেলায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement