প্রতিমার সামনে স্ত্রীকে সিঁদুর পরালেন রাজ, বিজয়ায় বর্ধমানের বাড়িতে শুভশ্রী
- Published by:Teesta Barman
Last Updated:
শুভশ্রীকে বর্ধমানের এই বাড়িতে দীপাবলিতে জমিয়ে আনন্দ করতে দেখা যায়। শুভশ্রীর বাড়িতে ধুমধাম করে কালীপুজো হয়। বিয়ের আগে সে সব নিজের হাতে পরিচর্যা করতেন শুভশ্রী।
#বর্ধমান: পুজোর শেষ দিন বর্ধমানে, নিজের দেশের বাড়িতে দুর্গাবরণ করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাতলেন সিঁদুর খেলায়। সঙ্গে ছিলেন স্বামী পরিচালক রাজ চক্রবর্তী এবং ছেলে ইউভান। দশমীর বিকেলে বর্ধমানে পৌঁছন টলি-নায়িকা। লাল শাড়িতে মা দুর্গাকে প্রাণ ভরে বরণ করেন তিনি।
শুভশ্রী কথায়, ''গোটা পুজোই খুব ভালো কেটেছে। কিন্তু বাড়ির কথাও মন পড়েছিল। বাড়িতে পুজো হচ্ছে, আর আমি আসব না, তা কখনো হয়! তাই দশমীর দিন চলে এলাম নিজের বাড়ি।'' একইসঙ্গে অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছা জানান তিনি।
advertisement
advertisement
বর্ধমানের বাজে প্রতাপপুরে শুভশ্রীর বাপের বাড়ি। পড়াশোনাও সেই শহরেই। সেই বাড়িতেই এবার দুর্গা পুজোর আয়োজন করা হয়েছে। তাই বাড়ির মেয়ে কবে ঘরে ফিরবে, সেই প্রশ্ন ছিল সকলের মনে। পথ চেয়ে ছিলেন পরিবারের সকলেই। অবশেষে দশমীতে বাপের বাড়ি এল মেয়ে। তাঁকে ঘিরে খুশির বন্যা গঙ্গোপাধ্যায় পরিবারে। পুজোতে শ্বশুরবাড়ি আসতে পেরে খুশি জামাই পরিচালক রাজও। কয়েক ঘণ্টা র্ধমানে কাটিয়ে কলকাতা ফিরে যান তাঁরা।
advertisement

এমনিতে শুভশ্রীকে বর্ধমানের এই বাড়িতে দীপাবলিতে জমিয়ে আনন্দ করতে দেখা যায়। শুভশ্রীর বাড়িতে ধুমধাম করে কালীপুজো হয়। বিয়ের আগে সে সব নিজের হাতে পরিচর্যা করতেন শুভশ্রী। শত ব্যস্ততার মাঝেও দীপাবলিতে বাড়ি আসা তাঁর নিশ্চিত ছিল। গোটা বাড়ি আলোয় দিয়ে সাজানোর পাশাপাশি নিজের হাতে দীপাবলির প্রদীপ জ্বালান।
advertisement
কিন্তু এবার মহা আড়ম্বরে দুর্গা পুজোর আয়োজন করা হয়েছে গঙ্গোপাধ্যায় পরিবারে। আর তাই পুজোয় আসবেন বলে কথা দিয়েছিলেন রাজ এবং শুভশ্রী। তেমনটাই জানা গিয়েছে পরিবার সূত্রে। কিন্তু পুজোর চার দিন কলকাতায় তাঁদের একাধিক কর্মসূচি ছিল। তাই আগে আসতে না পারলেও দশমীর দিন সপরিবার বাপের বাড়ি এলেন শুভশ্রী। লাল রংয়ের শাড়ি পরে মা দুর্গাকে বরণ করতে ভুললেন না। রাজ আবার প্রতিমার সামনে স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন।
advertisement
নায়িকার কথায়, ''পুজোয় খুব আনন্দ হল। বাড়িতে এলাম। মাকে বিজয়ার আগে বরণ করলাম। আশীর্বাদ নিলাম। সকলকেই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন, এই কামনা করি।''
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2022 12:06 AM IST