Independence Day 2023: পতাকা ধরে কপালে হাত দিয়ে স্যালুট, স্বাধীনতা দিবসে ইউভানের দেশভক্তি মন কাড়ল সকলের

Last Updated:

Independence Day 2023: সাদা রঙের পাঞ্জাবি-পাজামা পরে হাতে পতাকা নিয়ে ইউভানের স্বাধীনতা দিবস উদযাপনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শুভশ্রী৷

কলকাতা: দেশপ্রেমের জন্য নির্দিষ্ট কোনও দিন হয় না। প্রতিটি দিনই স্বাধীনতা উদযাপনের দিন। সকল দেশবাসীর কাছে এ যেন মহোৎসবের চেয়েও বড় কিছু প্রাপ্তি। প্রতিবছর ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়৷ সকাল থেকেই পতাকা উত্তোলন,প্রভাত ফেরি, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েই পালন করা হয় স্বাধীনতা হয়৷ এবারে স্বাধীনতা দিবস পালনে সামিল হল রাজ ও শুভশ্রীর একরত্তি ছেলে ইউভান৷
বয়স এখনও তিন হয়নি ইউভানের৷ সাদা রঙের পাঞ্জাবি-পাজামা পরে হাতে পতাকা নিয়ে ইউভানের স্বাধীনতা দিবস উদযাপনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শুভশ্রী৷ আরবানার ক্যাম্পাসের মধ্যেই সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে, সেখানেই হয়েছে জাতীয় পতাকা উত্তোলন৷ ইউভান পতাকা নিয়ে পৌঁছে গিয়েছে সেখানে৷ কপালে হাত ঠেকিয়ে স্যালুটও জানিয়েছে একরত্তি৷ ইউভানের এই ভিডিও মন ছুঁয়ে গেছে নেটিজেনদের৷
advertisement
advertisement
advertisement
একরত্তি ইউভানের স্বাধীনতা দিবস উদযাপনের ভিডিও ব্যাকগ্রাউন্ডে বাজছে রাজি সিনেমার অ্যায় ওয়াতান ওয়াতান মেরে আবাদ রাহে তু-গানটি৷ ঝড়ের গতিতে শুভশ্রীর এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ ভিডিওর কমেন্টে অভিনেত্রীকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Independence Day 2023: পতাকা ধরে কপালে হাত দিয়ে স্যালুট, স্বাধীনতা দিবসে ইউভানের দেশভক্তি মন কাড়ল সকলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement