Subhashree Ganguly: 'আমার সবকিছু', কার উদ্দেশ্যে একথা বললেন শুভশ্রী, ফিরে গেলেন জীবনের রঙিন দিনে

Last Updated:

Subhashree Ganguly: স্মৃতির পাতা উল্টে জীবনের রঙিন দিনে ফিরে গেলেন টলি নায়িকা৷ রাজের সঙ্গে কাটানো আনন্দের প্রতিটা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন শুভশ্রী৷

'আমার সবকিছু', কার উদ্দেশ্যে একথা বললেন শুভশ্রী, ফিরে গেলেন জীবনের রঙিন দিনে
'আমার সবকিছু', কার উদ্দেশ্যে একথা বললেন শুভশ্রী, ফিরে গেলেন জীবনের রঙিন দিনে
কলকাতা: টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেই চলেছেন। একের পর এক ছক ভেঙে নজির গড়ছেন টলি নায়িকা। অভিনয় দক্ষতা দিয়ে টলিউডে নিজের জায়গা করে নিয়েছেন শুভশ্রী ৷ সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী৷ ভক্তদের বিনোদন জগতে হামেশাই ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন শুভশ্রী ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ঝড় তুলেছেন অভিনেত্রী৷
শুভশ্রীর পোস্ট করা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, স্মৃতির পাতা উল্টে জীবনের রঙিন দিনে ফিরে গেছেন টলি নায়িকা৷ রাজের সঙ্গে কাটানো আনন্দের প্রতিটা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি৷ ভিডিওর ক্যাপশনে লিখেছেন- 'আমার সবকিছু'৷ লাইকও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ কেউ 'লাভবার্ডস' তো কেউ 'কিউট কাপল' বলে মন্তব্য করেছেন৷ দেখে নিন ভিডিওটি,
advertisement
advertisement
advertisement
কখনও শাড়ি কিংবা কখনও ওয়েস্টার্ন, সব পোশাকেই একদম পারফেক্ট শুভশ্রী। ফ্যাশন স্টেটমেন্টে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন শুভশ্রী। রাজের নাকে নাক ঘষা থেকে হাতে চুম্বন করার প্রতিটা মুহূর্ত রোম্যান্টিক অবতারে নজর কেড়েছেন পর্দার ইন্দুবালা৷ বিয়ের এত বছর পরও যে প্রেমটা একটুও কমেনি, তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে৷ বরং সর্বদাই প্রেমে মজে আছেন তিনি৷ ছেলে হওয়ার পর ওজন বেড়ে দ্বিগুণ হয়েছিল টলি নায়িকার। শরীরের বাড়তি ওজন নিয়ে বারবার ট্রোলডও হয়েছিলেন শুভশ্রী। তবে ওজন ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে রীতিমতো ভক্তদের চমকে দিয়েছেন তিনি। তবে ট্রোলিং নিয়ে দুঃখ পান না অভিনেত্রী বরং জীবনের প্রতিটা অধ্যায় উপভোগ করেন শুভশ্রী। 'ইন্দুবালা' হয়ে ওয়েব প্ল্যাটফর্মে ফিরেছেন শুভশ্রী। যেখানে তাকে ৭৫ বছর বয়সি বৃদ্ধার চরিত্রে দেখা গেছে। প্রথম লুকেই যথেষ্ঠ হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী। পরিচালক দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল' দিয়েই ওয়েব সিরিজে ডেবিউ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Subhashree Ganguly: 'আমার সবকিছু', কার উদ্দেশ্যে একথা বললেন শুভশ্রী, ফিরে গেলেন জীবনের রঙিন দিনে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement