Yuvaan Chakraborty: বাড়ছে বয়স, পাল্টে যাচ্ছে হেয়ার স্টাইল, নতুন লুকে ছোট্ট ইউভান, Viral Video

Last Updated:

Subhashree Raj son Yuvaan: আদুরে গলায় সে যেন বলছে, দেখো আমি বাড়ছি মাম্মি!

#কলকাতা: দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে রাজ-শুভশ্রীর ছেলে ইউভান৷ প্রায় ২ বছরের কাছাকাছি হয়ে গিয়েছে বয়স৷ স্কুল শুরু হয়ে গিয়েছে৷ দিব্যি স্কুলেও গিয়েছে, পিঠে ব্যাগ নিয়ে৷ আর এর মধ্যেই তার চেহারায় এসেছে অনেক বদল৷ অনেকটা লম্বা হয়ে গিয়েছে ইউভান৷ মাথার এক গোছা কোকড়া চুলও গায়েব৷ একেবারে ছোট্ট ছোট্ট চুলে ভরে গিয়েছে তার মাথা৷ আদুরে গলায় সে যেন বলছে, দেখো আমি বাড়ছি মাম্মি!
advertisement
ছেলে যুভানকে নিয়ে শুভশ্রীর একটা ভিডিও শেয়ার করেছেন রাজ চক্রবর্তী৷ একেবারে নো-মেকআপ লুকে রয়েছেন নায়িকা৷ রবিবারের সকালে নিয়ম মাফিক খেলতে যাচ্ছেন তাঁরা৷ শুভশ্রীর সঙ্গে রয়েছে র‍্যাকেট৷ এক হাতে তিনি ধরে রয়েছেন ছেলেকে৷ এখানে তিনি একেবারে মায়ের ভূমিকায়৷ খুব সাধারণ পোশাকেও রয়েছেন তিনি৷ পরিচালক স্বামী যে মোবাইল ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করছেন, তাতে যেন কোন হেলদোল নেই তাঁর৷ বরং তিনি ধীরে ধীরে ছেলের হাত ধরে শিঁড়ি দিয়ে নামছেন৷ ছেলেকেও বলছেন সামলে হাঁটতে৷ ঠিক যেভাবে এই বয়সের বাচ্চাদের শেখান মায়েরা, শুভশ্রীও সেই কাজটাই করছেন৷ মাকে কাছে পেয়ে খুশি ইউভানও৷ এরপর দু’জনে মিলে গাড়িতে উঠে পড়লেন৷ ছেলেকে কোলে নিয়ে বসলেন মা৷ সঙ্গে গেলেন রাজও৷
advertisement
advertisement
advertisement
অনেকদিন পর দেখা মিলল ইউভানের৷ এখন যেন একটু গম্ভীর মুখে থাকতে পছন্দ করে সে৷ কেউ বিরক্ত করলে, বা কিছু পছন্দ না হলে গলা চড়াতেও পারে৷ ভিডিওয়ে তেমন দেখাও গিয়েছে৷ আসলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজের পছন্দ-অপছন্দ বোঝাতে শুরু করে খুদেরা৷ ইউভানও ব্যতিক্রম নয়৷ বাবা-মা দু’জনেই জনপ্রিয়, সুপরিচিত৷ তবে ইউভানের উপর তার পড়তে দেন না তাঁরা৷ সাধারণ আর পাঁচটা বাচ্চার মত ছেলেকে মানুষ করছেন রাজ-শুভশ্রী৷
advertisement
কয়েক মাস আগে সপরিবারে পুরী গিয়েছিলেন রাজ৷ সেখানে গিয়ে মস্তক মুন্ডন করা হয় ইউভানের৷ তারপর ধীরে ধীরে মাথায় চুল গজিয়েছে তার৷ ফলে মুখের ভাবেও অনেক বদল এসেছে৷ কিন্তু সেই সারাল্য রয়েছে, একই ভাবে আদুরে ইউভানকে নিয়ে নেটিজেনদের মাতামাতিও বজায় রয়েছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yuvaan Chakraborty: বাড়ছে বয়স, পাল্টে যাচ্ছে হেয়ার স্টাইল, নতুন লুকে ছোট্ট ইউভান, Viral Video
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement