Actor Vikram Chatterjee: জনপ্রিয় অভিনেতা ছিলেন ব্যাঙ্ককর্মী, শেয়ার করলেন পুরনো অফিসের ভিজিটিং কার্ড!

Last Updated:

Bengali Actor Vikram Chatterjee life story: ব্যাঙ্কের কর্মী থেকে জনপ্রিয় অভিনেতা, কেমন ছিল বিক্রম চট্টোপাধ্যায়ের অভিনেতা হওয়ার গল্প?

vikram Chatterjee
vikram Chatterjee
#কলকাতা: ১০-১২ বছরে বদলে গিয়েছে প্রেক্ষাপট৷ কোনও মেগা ধারাবাহিকের গল্প থেকে কম নয়৷ সাধারণ ব্যাঙ্ক কর্মী এখন নাম করা হিরো! এমনও হয়ত হতে পারে, যে ব্যাঙ্কের কাজে এক সময় আপনি মুখোমুখি হয়েছেন এই অভিনেতার সঙ্গে৷ ঠিক আর পাঁচটা ব্যাঙ্ক কর্মীর মতো সেই সময় তিনি আপনার কাজ করে দিয়েছেন৷ তবে সেই ছেলেকেই এখন পর্দা দেখা যায় নিয়মিত৷ টিভি-সিনেমা-ওটিটি প্ল্যাটফর্মে৷ বিক্রমের অভিনেতা হওয়ার জার্নিটা সত্যিই স্বপ্নের মতো৷ কয়েকদিন আগে পুরনো স্মৃতি ভক্তদের সঙ্গে ফেসবুকে শেয়ার করেছিলেন তিনি৷ পোস্ট করেছিলেন এক বেসরকারি ব্যাঙ্কে কাজ করার সময়কার ভিজিটিং কার্ড! সেই ব্যাঙ্ককর্মী থেকে আজকের চেনা মুখ হয়ে ওঠার গল্প স্বপ্ন দেখাবে, সাহস জোগাবে কোনও আরও অনেকেই৷
ফেসবুকে বিক্রমের সেই পোস্ট৷ ফেসবুকে বিক্রমের সেই পোস্ট৷
অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে কে না চেনেন৷ টেলিভিশন থেকে ফিল্ম, তাঁর অবাধ বিচরণ৷ সুপুরুষ অভিনেতার ভক্ত সংখ্যাও বিপুল৷ এবং সেই তালিকায় শুধুমাত্র যুবতীরা নন, প্রৌঢ়ারাও সামিল৷ এই জনপ্রিয়তা তাঁকে দিয়েছে টেলিভিশন৷ বিক্রমের সাত পাকে বাঁধা হোক বা ইচ্ছে নদী বা ফাগুন বৌ, প্রতিটা ধারাবাহিকই মেগা হিট৷ এছাড়া বেশ কয়েকটি বাংলা ছবিতে কাজ করেছেন বিক্রম৷ তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য সাহেব বিবি গোলাম (পরিচালক-প্রতীম ডি গুপ্ত), খোঁজ (পরিচালক-অর্ক গঙ্গোপাধ্যায়), এলার চার অধ্যায় (পরিচালক- বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়), মেঘনাধ বধ রহস্য (পরিচালক-অনীক দত্ত)৷ অভিনয় তাঁর ধ্যান, অভিনয় তাঁর জ্ঞান৷ তবে এমনটা ছিল না ১০-১২ বছর আগেও৷ খুবই সাধারণ বাড়ির ছেলে বিক্রম ছিলেন ব্যাঙ্ক কর্মী৷ অভিনয়ের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না তাঁর, বা তাঁর পরিবারের৷ খুব কম বয়স থেকে চাকরি করতেন তিনি৷
advertisement
advertisement
ব্যাঙ্ককর্মী বিক্রম, পুরনো ছবি ব্যাঙ্ককর্মী বিক্রম, পুরনো ছবি
বিক্রমের কথায়, "কাজের প্রতি নিষ্ঠা ছিল, সকলের পছন্দের ছিলাম, তাড়াতাড়ি উন্নতি হয়েছিল৷ ২০০৮ -এ আমার বেতন ছিল প্রায় ৩৯হাজার টাকা৷ কিন্তু আর চাকরি ভাল লাগছিল না৷ ক্রিয়েটিভ কিছু করার ইচ্ছে হচ্ছিল৷ তবে জানতাম না কী করব৷ চাকরি করে সেটা করা যাবে না, এটা বুঝে ছিলাম৷ ২০০৯-এ চাকরি ছেড়ে মুম্বই পাড়ি দি৷" সেখানে তথাগত চৌধুরির থিয়েট্রিশন নাটক দলের সঙ্গে কাজ করা শুরু করেন,  ডিরেক্টরের অ্যাসিস্টেন্ট হিসেবে৷ তবে কাজটা মূলত ছিল দল বা শো চালানোর কাজ৷
advertisement
একই সঙ্গে অন্য একটি থিয়েটর দলের সঙ্গে কাজ শুরু করেন তিনি৷ কথায় বলে heros are not made they are born of circumstances...বিক্রমের ক্ষেত্রে এটা একেবারে মিলে যায়৷ এক অভিনেতার অনুপস্থিতির কারণে তাঁকে অভিনয় করতে হয় 12 angry jurous-নাটকে৷ সেই থেকে শুরু৷ এরপর ধীরে ধীরে তিনি নিজেও বুঝতে পারেন যে অভিনয় তাঁকে আনন্দ দিচ্ছে, মানুষের হাততালি থেকে তিনি তৃপ্তি পাচ্ছেন৷ এতদিন নিজের ভবিষ্যতের যে খোঁজ শুরু হয়েছিল, তার একটা উত্তর পেয়ে গেলেন বিক্রম৷ তিনি অভিনেতা হতে চান, এবং এটাই তিনি করবেন বলে মনস্থির করেন৷ স্টেজে অভিনয়, মানুষের প্রসংশা তাঁকে ভরসা জোগাতে থাকে৷ এরপর আর ফিরে তাকাতে হয়নি বিক্রমকে৷ মুম্বই থেকে কলকাতা৷ একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছেন৷ দর্শক তাঁকে অভিনেতা হিসেবে গ্রহণ করেছেন, পেয়েছেন অসংখ্য মানুষের ভালবাসা৷
advertisement
advertisement
advertisement
advertisement
"ভাগ্য খুব গুরুত্বপূর্ণ৷ আমার থেকে বেশি গুণী অভিনেতা রয়েছেন, যাঁরা কম কাজ পাচ্ছেন বা সামনে আসতে পারছেন না৷ সেদিক থেকে আমি খুব লাকি৷ আমি শুধু নিজের চেষ্টা চালিয়ে যাই, ভাল কাজ করতে চাই৷ ১২ বছরের কেরিয়ারে আমার অভিনীত সিরিয়ালগুলি খুব হিট৷ ভাল ছবি করতে পেরেছি৷ আগামিদিন মেপে মেপে আরও ভাল কাজ করতে চাই৷ অভিনয় করব কখনও ভাবিনি, আর অভিনয় ছাড়া এখন কিছু ভাবি না," স্পষ্ট করেছেন বিক্রম চট্টোপাধ্যায়৷
ফেসবুকে তাঁর পোস্ট, ব্যাঙ্ক কর্মীর সেই ভিজিটিং কার্ড পুরনো সময়কে মনে করায়৷ ইচ্ছে থাকলে সত্যিই যে উপায় হয়, এই প্রবাদটিও মনে করিয়ে দেয়৷ অভিনেতার ছবি কুলের আচার মুক্তির অপেক্ষায়৷ এছাড়া চলছে নতুন ছবি শহরের উষ্ণতম দিন-র শ্যুটিং৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Vikram Chatterjee: জনপ্রিয় অভিনেতা ছিলেন ব্যাঙ্ককর্মী, শেয়ার করলেন পুরনো অফিসের ভিজিটিং কার্ড!
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement