Bollywood Actor Kidnapped: ১২ ঘণ্টা ধরে একটানা নির্যাতন, দিল্লি-মিরাট হাইওয়েতে 'স্ত্রী ২'-খ্যাত অভিনেতাকে অপহরণ, তারপর যা হল..
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Bollywood Actor Kidnapped: ফের অপহরণ করা হল 'স্ত্রী ২'-খ্যাত অভিনেতাকে৷ দিল্লি-মিরাট হাইওয়ে থেকে অপহৃত হওয়ার যন্ত্রণাদায়ক ঘটনা শেয়ার করেছেন অভিনেতা।
কমেডিয়ান সুনীল পালকে নিয়ে তোলপাড় বিনোদন দুনিয়া৷ গত মঙ্গলবার অনুষ্ঠানে যাওয়ার পথেই নিখোঁজ হন কৌতুকাভিনেতা সুনীল পাল। পরিবারের অভিযোগ ছিল, অপহরণ করা হয়েছে তাঁকে। তবে পুলিশে অভিযোগ দায়েরের পরে অবশেষে বাড়ি ফিরে আসেন কৌতুকাভিনেতা সুনীল পাল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অপহরণ করা হল ‘স্ত্রী ২’-খ্যাত অভিনেতাকে৷
অভিনেতা মুশতাক খান, অক্ষয় কুমার অভিনীত ওয়েলকাম-এ তাঁর অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত, দিল্লি-মিরাট হাইওয়ে থেকে অপহৃত হওয়ার যন্ত্রণাদায়ক ঘটনা শেয়ার করেছেন অভিনেতা। অভিনেতাকে ২০ নভেম্বর মিরাটে একটি অ্যাওয়ার্ড শোতে যোগ দেওয়ার অজুহাতে প্রলুব্ধ করা হয়েছিল। তার ব্যবসায়িক অংশীদার, শিবম যাদব সংবাদমাধ্যমকে বলেছেন, কীভাবে অভিনেতাকে প্রতারিত করা হয়েছিল, যা শুনলে আপনিও চমকে যাবেন।
advertisement
advertisement
অভিনেতাকে ফ্লাইটের টিকিট এবং তার অ্যাকাউন্টে পাঠানো অগ্রিম অর্থ দিয়ে ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানা গেছে। দিল্লিতে নামার পরে তাকে তুলে নিয়ে বিজনোরের কাছে একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে প্রায় ১২ঘণ্টা ধরে তার অপহরণকারীরা জিম্মি করে রাখে। তারা তাকে নির্যাতন করে এবং এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা অভিনেতা এবং তার ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকা নেয়।
advertisement
শিবমের আর জানান, সকালের আজান শুনে মুশতাক খান পালাতে সক্ষম হন। আশেপাশে একটি মসজিদ আছে বুঝতে পেরে খান সুযোগটি কাজে লাগিয়ে স্থানীয়দের সাহায্য চেয়ে শেষে দৌঁড়ে পালান। এবং লোকাল পুলিশের সহায়তায় নিরাপদে বাড়ি ফিরে আসেন। কমেডিয়ান সুনীল পালের সঙ্গে জড়িত সাম্প্রতিক ঘটনার সঙ্গে ভয়ঙ্কর মিল রয়েছে, যিনি একটি ইভেন্টে যোগদানের জন্য প্রতারিত হয়েছিলেন। এটি অর্থ আদায়ের জন্য ইভেন্টের আমন্ত্রণের আড়ালে সেলিব্রিটিদের টার্গেট করে একটি সিন্ডিকেটের সম্ভাবনা নিয়েও প্রশ্ন উঠছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2024 12:09 AM IST