Transgender singer Anwesha: মা-বাবা ভাবত নেচে রোজগার করি, রূপান্তরকামী লোকগানে মঞ্চ মাতাচ্ছেন সুপার সিঙ্গারে

Last Updated:

Transgender singer: বাউল গানে পারদর্শী ৩০ বছরের অন্বেষা। তিন বিচারক মোনালি ঠাকুর, শান এবং রূপম ইসলামের সামনে গান গান গাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। কেমন ছিল তাঁর লড়াই?

সুপার সিঙ্গার অন্বেষা
সুপার সিঙ্গার অন্বেষা
স্টার জলসার ‘সুপার সিঙ্গার সিজন ৪’-এ প্রথম রূপান্তরকামী সঙ্গীতশিল্পীর অংশগ্রহণ। বাউল গানে পারদর্শী ৩০ বছরের অন্বেষা। তিন বিচারক মোনালি ঠাকুর, শান এবং রূপম ইসলামের সামনে গান গান গাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। কেমন ছিল তাঁর লড়াই? নিউজ18 বাংলার মুখোমুখি সঙ্গীতশিল্পী।
প্রশ্ন: কবে থেকে সঙ্গীতচর্চা করছেন?
অন্বেষা: প্রথমে গিটার শেখা শুরু করেছি। তখন আমি ক্লাস ফাইভে পড়ি।  পাঁচ বছরের পরীক্ষা দিয়ে তার পর গান শেখা আরম্ভ হয়। রূপক ভট্টাচার্য আমার গুরু। এর পরেই ভাল লাগা তৈরি হয় লোকগানের প্রতি। বাউলের আখরায় গিয়ে গিয়ে গান শোনা এবং শেখা শুরু করি।
advertisement
advertisement
সুপার সিঙ্গার সুপার সিঙ্গার
প্রশ্ন: পরিবারের তরফে কোনও রকম আপত্তি রয়েছে আপনার সাধনা ঘিরে?
অন্বেষা: প্রবল! অনেক বাধার মুখোমুখি হতে হয়েছে। এই যে আমি কাজে বেরোই রোজ, আমার মা-বাবা ভাবতেন আমি নেচে পয়সা রোজগার করি।
প্রশ্ন: বাউলসঙ্গে গিয়ে কী রকম ব্যবহার পেয়েছেন?
advertisement
অন্বেষা: বাউলের আখরাতেই আমার আবেগগুলো প্রথম ঠিক মতো মানুষের কাছে তুলে ধরতে পারি। সাহস পাই।
প্রশ্ন: কোথায় কোথায় শো করেছেন আজ পর্যন্ত? তার মধ্যে সবথেকে ভাল এবং খারাপ অভিজ্ঞতা কী?
অন্বেষা: মূলত আমি কলকাতাতেই শো করেছি। আগে কিছু শো পেতাম, কিন্তু পরের দিকে সেসব বন্ধ হয়ে যায়, অথবা কমে যেতে থাকে। টাকা রোজগারের জন্য হিন্দি গানের সঙ্গে নাচ করতে হয়েছে বিহারে। সেখানে বেশ কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে। কিন্তু সেগুলো আজ আর মনে করতে চাই না।
advertisement
প্রশ্ন: আপনার জীবনযুদ্ধে কোন পর্যায়টি সবথেকে সুন্দর?
অন্বেষা: আমি যখন যেটা করেছি, তখন সেটাই আমার কাছে সুন্দর মনে হয়েছে। আমি আসলে যোগ্য থেকে দক্ষ হওয়ার লড়াই লড়ে যাচ্ছি প্রতিটা দিন।
advertisement
প্রশ্ন: সুপার সিঙ্গারে এসে কেমন লাগছে?
অন্বেষা: অপূর্ব অভিজ্ঞতা! সকলের ব্যবহারে মুগ্ধ। সবথেকে ভাল লেগেছে আজ পর্যন্ত কেউ টাকা চায়নি আমার কাছে। আমার ধারনা ছিল, রিয়ালিটি শো-তে লোকে টাকা নেয়। সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে এখানে এসে।
advertisement
প্রশ্ন: গানের জগতে খ্যাতি তো সময়সাপেক্ষ, সাধনার পাশাপাশি টাকার জন্য আর কোনও চাকরিতে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন?
অন্বেষা: হ্যাঁ, চাকরি তো করেছি। বেশ কিছুদিন কল সেন্টারে কাজ করেছি। তার পর ম্যান পাওয়ার সাপ্লাইয়ের কাজে যোগ দিয়েছিলাম। শেষে বিজনেস কনসালট্যান্ট হিসেবেও কাজ করেছি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Transgender singer Anwesha: মা-বাবা ভাবত নেচে রোজগার করি, রূপান্তরকামী লোকগানে মঞ্চ মাতাচ্ছেন সুপার সিঙ্গারে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement