Mohiner Ghoraguli Tapas Bapi Das: শীতের রাতে কালনার রাস্তায় গান, মহীনের তাপসের চিকিৎসার খরচ তুলতে শিল্পীদের প্রয়াস

Last Updated:

Mohiner Ghoraguli Tapas Bapi Das: শীতের দিনে খোলা আকাশের নীচে কালনা শহরের অলিগলি মহীনের ঘোড়াগুলির গানে ভরিয়ে তুলেছেন শিল্পীরা। উদ্দেশ্য একটাই, সকলের বাপিদা যেন সুস্থ হয়ে ওঠেন।

মহীনের ঘোড়াগুলি
মহীনের ঘোড়াগুলি
কালনা: ফুসফুসের ক্যানসার তৃতীয় পর্যায় পৌঁছে গিয়েছে। হাসপাতালে প্রতি নিয়ত দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই চালাচ্ছেন মহীনের শেষ ঘোড়া। বাংলা রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির অন্যতম প্রতিষ্ঠাতার চিকিৎসার টাকা জোগানের জন্য এবার পথে নামলেন একদল সঙ্গীতশিল্পী। কালনা শহরের পথে নেমে গান গাইলেন তাঁরা। পথচারীদের অনুরোধ করলেন তাপস বাপি দাসের চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে।
দিন কয়েক ধরে কালনা শহরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন পথ চলতি মানুষদের। তাঁদের সামনে গিটারের খোলা কভার। সেই কভারের ভিতর পথচারীরা নিজেদের সামর্থ্য মতো টাকা দিচ্ছেন।
advertisement
advertisement
এমনিতেই কালনা শহর সাংস্কৃতিক শহর। ব্যান্ডের গান শোনার মানুষের অভাব নেই। তেমনই সাহায্য চেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে না কাউকে। এই শীতের দিনে খোলা আকাশের নীচে কালনা শহরের অলিগলি মহীনের ঘোড়াগুলির গানে ভরিয়ে তুলেছেন শিল্পীরা। উদ্দেশ্য একটাই, সকলের বাপিদা যেন সুস্থ হয়ে ওঠেন। সংগ্রহ করা সেই অর্থ বাপিদার চিকিৎসার জন্য তাঁর বাড়িতে পাঠাচ্ছেন শিল্পীরা। তাঁদের মধ্যে কেউ কলেজের পড়ুয়া, কেউ বা বেসরকারি চাকরি করেন। দিন সাতেক ধরে সারা দিনের কাজ সেরে সন্ধ্যাবেলা একত্রিত হয়ে বাপিদার জন্য গান গাইছেন তাঁরা।
advertisement
এর আগে 'ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে', 'তাকে যত তাড়াই দূরে'-এর স্রষ্টার জন্য ত্রাণ তহবিল খুলেছিলেন তারকা শিল্পীরাও। অর্থসাহায্যের জন্য অনুরোধ করেন সাহানা বাজপেয়ী, অর্ক মুখোপাধ্যায়, রূপম ইসলামরা। বছরের শুরুতেই জানা যায়, ক্যানসারের চিকিৎসার জন্য কেমোথেরাপি চলছে তাপসের। ঠিক ভাবে খেতেও পারছেন না তিনি। রেডিয়েশন নেওয়ার শারীরিক ক্ষমতা নেই তাপসের। ওজন এখন ৩৫ কিলো। বয়স প্রায় ৭০-এর কাছাকাছি।
advertisement
হাসপাতালের বিল, ওষুধ, কেমো, প্রভৃতির খরচ তুলতে অনলাইনে তহবিলের বন্দোবস্ত করেছেন কলকাতার কয়েক জন সঙ্গীতশিল্পী। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করা হচ্ছে সেই বার্তা। দেওয়া থাকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। তাঁদের অনুরোধ, 'জীবিত কিংবদন্তি তাপস বাপি দাস আজ অসুস্থ। আপনারা সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিন।'
নবকুমার রায়
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mohiner Ghoraguli Tapas Bapi Das: শীতের রাতে কালনার রাস্তায় গান, মহীনের তাপসের চিকিৎসার খরচ তুলতে শিল্পীদের প্রয়াস
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement