Arijit Singh-Iman Chakraborty: রওনা হওয়ার সময়ে গাড়ি পর্যন্ত ছাড়তে এলেন অরিজিৎ, আমার তো হাত পা অবশ! বললেন ইমন

Last Updated:

Arijit Singh-Iman Chakraborty: গায়িকার কথায় জানা যায়, তিনি ইমনদের রওনা করানোর সময়ে গাড়ি পর্যন্ত ছাড়তে যান। আশেপাশে যাঁদের সঙ্গে দেখা হচ্ছিল, সকলের সঙ্গে এমন ভাবে কথা বলছিলেন, যেন তিনি ভুলেই গিয়েছেন যে তিনি অরিজিৎ সিং।

অরিজিৎ-ইমন
অরিজিৎ-ইমন
জিয়াগঞ্জ: মুর্শিদাবাদ থেকে আরব সাগরের তীর। বিগত কয়েক বছর ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং। তাঁর সুর, তাঁর মানবিকতায় মন্ত্রমুগ্ধ আপামর জনতা। সাধারণ থেকে তারকা, কেউ যেন বাদ নেই তাঁর ভক্তের তালিকায়। সেই গায়কের সঙ্গে সাক্ষাতে এবার ইমন চক্রবর্তী। তিনিও সঙ্গীতশিল্পী, তারকা। কিন্তু অরিজিতের সামনে গেলে তিনি কেবলই এক ভক্ত। সে কথা নিজেই জানালেন নিউজ18 বাংলাকে।
সদ্য জিয়াগঞ্জে অনুষ্ঠান করতে গিয়েছিলেন কলকাতার অন্যতমজনপ্রিয়, উচ্চপ্রশংসিত গায়িকা ইমন। সেই অনুষ্ঠানের ছবিতে ভর্তি তাঁর সোশ্যাল মিডিয়া। কিন্তু পাশাপাশি ইমনের জিয়াগঞ্জ সফরের বড় অংশ জুড়ে রয়েছেন অরিজিৎ সিং। ইমন তাঁদের দু'জনের একটি সেলফি পোস্ট করে লিখলেন, 'বলছি কি.... আমি যে এখনও বেঁচে আছি, সেটাই অনেক। অরিজিৎ সিং, তোমার মতো কেউ না.... কেউ না....।'
advertisement
advertisement
কেমন হল দুই সঙ্গীতশিল্পীর সাক্ষাৎ?
ইমন নিউজ18 বাংলাকে বললেন, ''আমি জিয়াগঞ্জে গিয়ে জানতে পারি অরিজিৎ সিং সেখানেই রয়েছেন। আমার ম্যানেজার ওঁর ম্যানেজারকে দেখা করানোর জন্য প্রস্তাব জানান। তার পরেই ওঁর স্টুডিওতে যাই দেখা করত। জিয়াগঞ্জে ওঁর বাড়ির পাশেই স্টুডিওটা। আমি কোনও কথা বলতেই পারিনি কারণ এতটাই মুগ্ধ হয়ে ছিলাম। আমি ওখানে সঙ্গীতশিলীপী ইমন চক্রবর্তী হিসেবে যাইনি, অরিজিৎ সিংয়ের ভক্ত হিসেবেই দেখা করতে গিয়েছিলাম। হাত পা যেন অবশ হয়ে গিয়েছিল আমার। উনি আমাদের অবস্থা দেখে স্পষ্ট বুঝতে পারছিলেন।"
advertisement
দু'জনকে একসঙ্গে গাইতে দেখা যাবে কবে থেকে? উত্তরে ইমন জানান, আপাতত সেই বিষয়ে কোনও কথা হয়নি।
তবে অরিজিতের অমায়িক ব্যবহারে আপ্লুত ইমন। গায়িকার কথায় জানা যায়, তিনি ইমনদের রওনা করানোর সময়ে গাড়ি পর্যন্ত ছাড়তে যান। আশেপাশে যাঁদের সঙ্গে দেখা হচ্ছিল, সকলের সঙ্গে এমন ভাবে কথা বলছিলেন, যেন তিনি ভুলেই গিয়েছেন যে তিনি অরিজিৎ সিং। ইমনের কথায়, "তাঁর ব্যবহার দেখে মনে হচ্ছিল, আর পাঁচটা পাড়ার দাদার মতো।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh-Iman Chakraborty: রওনা হওয়ার সময়ে গাড়ি পর্যন্ত ছাড়তে এলেন অরিজিৎ, আমার তো হাত পা অবশ! বললেন ইমন
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement