Alta Phoring : মহিলা জিমন্যাস্টিক প্রতিভাদের উৎসাহ দিতে নয়া উদ্যোগ আলতা ফড়িং নস্করের

Last Updated:

Alta Phoring : ফড়িং তথা খেয়ালি মণ্ডল সেই মঞ্চে সত্যিকারের আর্চ করে দেখান। তিনি জানান, "ওঁদের দেখে আমার ছোটবেলাটা মনে পড়ে যাচ্ছে।"

বাংলার জিমন্যাস্টিক প্রতিভাদের জন্য স্টার জলসার নয়া উদ্যোগ। "অল বেঙ্গল ইনভাইটেশনাল উইমেনস আর্টিস্টিক জিমন্যাস্টিক প্রতিযোগিতা" অ্যারেঞ্জ করেছিল স্টার জলসা। সেইখানে উপস্থিত ছিলেন 'আলতা ফড়িং' সিরিয়ালেল নায়িকা খেয়ালি মণ্ডল।
মেগা সিরিয়াল 'আলতা ফড়িং'-এ স্টেট জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ফড়িং। আর সেখানেই তার কোচ হিসেবে নতুন করে জিমন্যাস্টিকে ফিরছে রাধারাণী নস্কর। যদিও তা খুব ভালো ভাবে নেননি নির্মল-পুপু। স্বাভাবিক ভাবেই চমকে গেছে নির্মল। কিন্তু এবার ফড়িং আর তার মা'কে হারাতে নির্মলের সঙ্গে ছক কষছে তার স্ত্রী পুপুও। শেষ পর্যন্ত কী হবে তার দিকেই তাকিয়ে দর্শকরা‌।
advertisement
advertisement
আলতা ফড়িংয়ের নতুন প্রোমোতে উচ্ছ্বসিত দর্শকরা। মাত্র ১ ঘন্টাতেই ১ লক্ষের বেশি ভিউ হয়ে গিয়েছে। পারিবারিক কূটকচালির বাইরে অন্যরকম কনটেন্ট কী তাহলে জায়গা পাচ্ছে দর্শকমহলে। ক্ষীণ হলেও আলতা ফড়িংয়ের উত্থানে আশার আলো দেখছে টেলি পাড়া।
advertisement
আর তারইসঙ্গে রিল আর রিয়েল লাইফকে মিশিয়ে ফেলেছেন স্টার জলসা। জিমন্যাস্টিকের কৃতি মহিলাদের উৎসাহ দিতে পাশে দাঁড়ালেন চ্যানেল। ফড়িং তথা খেয়ালি মণ্ডল সেই মঞ্চে সত্যিকারের আর্চ করে দেখান। তিনি জানান, "ওঁদের দেখে আমার ছোটবেলাটা মনে পড়ে যাচ্ছে। আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম রেজাল্ট শোনার জন্য। এইরকম ৪০টা না, ৪০হাজার ফড়িং উঠে আসুক বাংলা থেকে, আমি চাই।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alta Phoring : মহিলা জিমন্যাস্টিক প্রতিভাদের উৎসাহ দিতে নয়া উদ্যোগ আলতা ফড়িং নস্করের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement