Sidharth Malhotra and Kiara Advani: ফের প্রেমের গুঞ্জন বলিপাড়ায়! কিয়ারার জন্মদিন উদযাপন করতে দুবাই পাড়ি দিলেন সিদ্ধার্থ

Last Updated:

Sidharth Malhotra and Kiara Advani: একই ভক্তের সঙ্গে তাঁদের ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে, কিয়ারার জন্মদিনের ঠিক একদিন আগে ভক্তদের #SidKiara-এর জন্য কৌতূহল বাড়িয়েছে

কিয়ারা আদবানির জন্মদিন। জন্মদিন উপলক্ষে দুবাইতে রয়েছেন অভিনেত্রী। কিন্তু অবাক করা বিষয় হল, সিদ্ধার্থ মালহোত্রাও রয়েছেন দুবাইয়ে রয়েছেন। সম্প্রতি কিয়ারা-সিদ্ধার্থ জুটি নিয়ে বলিপাড়ায় গুঞ্জন তুঙ্গে। এরমধ্যেই দুবাই থেকে এক ভক্তের সঙ্গে গুজব দম্পতির ছবি পাওয়া গেছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। সিদ্ধার্থ এবং কিয়ারা শেরশাহ-তে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, বেশ কিছুদিন ধরেই একসঙ্গে থাকার গুঞ্জন শোনা যাচ্ছে তাঁদের। 'যুগ যুগ জিও' তারকার জন্মদিনের ঠিক এক দিন আগে, তাঁদের দুজনের দুবাইতে ছবি ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
কৃসি প্যাটেল নামে একজন তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিদ্ধার্থ এবং কিয়ারার সঙ্গে ছবি শেয়ার করেছেন। ফটোতে কিয়ারাকে একটি কালো পোশাকে দেখা গেছে এক জোড়া হুপ কানের দুল এবং খোলা চুল। অন্যদিকে, সিদ্ধার্থকে কালো জিন্সের সঙ্গে একটি ডেনিম শার্টে দুর্দান্ত লুকে দেখা গেছে। গুজব দম্পতির একসঙ্গে ছবি দেখে ভক্তদের ভীষণই উচ্ছ্বসিত। এখন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ঠিক এই সপ্তাহেই কিয়ারাকে মুম্বাই বিমানবন্দরে একটি উজ্জ্বল নীল অবতারে দেখা গিয়েছিল। কয়েক সপ্তাহ আগে, সিদ্ধার্থ এবং কিয়ারা দুজনকেই বিমানবন্দরে দেখা গিয়েছিল কারণ তারা শহরে ফিরেছিলেন। এখন একই ভক্তের সঙ্গে তাঁদের ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে, কিয়ারার জন্মদিনের ঠিক একদিন আগে ভক্তদের #SidKiara-এর জন্য কৌতূহল বাড়িয়েছে।
advertisement
advertisement
সম্প্রতি, কফি উইথ করণের একটি পর্বে অনন্যা পান্ডে সিদ্ধার্থ এবং কিয়ারার একে অপরকে ডেট করার বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছেন। করণ কিয়ারার নাম বললে অনন্যা উত্তর দিয়েছিলেন, "তাঁর রাতানগুলি খুব লাম্বিয়ান।" করণ আরও জিজ্ঞেস করলে, অনন্যা ফিসফিস করে বলেন, সিড জাগো।
advertisement
কিয়ারার সাম্প্রতিক ছবি জুগজুগ জিয়ো এবং ভুল ভুলাইয়া 2 বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এখন, তাঁকে ভিকি কৌশল এবং ভূমি পেডনেকারের সঙ্গে 'গোবিন্দ নাম মেরা'তে দেখা যাবে। রাম চরণের সঙ্গে একটি ছবির শুটিংও করছেন তিনি। অন্যদিকে, সিদ্ধার্থকে মিশন মজনুতে রশ্মিকা মান্দান্নার সঙ্গে, রাকুল প্রীত সিংয়ের সঙ্গে থ্যাঙ্ক গড এবং দিশা পাটানির সঙ্গে যোধাকে দেখা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sidharth Malhotra and Kiara Advani: ফের প্রেমের গুঞ্জন বলিপাড়ায়! কিয়ারার জন্মদিন উদযাপন করতে দুবাই পাড়ি দিলেন সিদ্ধার্থ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement