বলিউডের ব্রিউমাস্টার করণ জোহর তার জনপ্রিয় টক শো কফি উইথ করণের সপ্তম সিজন নিয়ে ফিরে এসেছেন। সেখানে ইতিমধ্যেই ৪টি এপিসোড হয়ে গিয়েছে। তারকারা একের পর এক ধামাকাদার গসিপ আলোচনা করছেন। যদিও কিছু অভিনেতা আছেন যারা এই সিজনে আত্মপ্রকাশ করবেন। এমনই একজন অভিনেতা হলেন আলিয়া ভাট, যিনি সম্প্রতি তাঁর মা হওয়ার কথা ঘোষণা করেছেন। মনে পড়ে যায় কফি উইথ করণের পঞ্চম সিজন, এক শো-তে আলিয়া শাহরুখ খানের সঙ্গে চ্যাট শো-তে এসেছিলেন। এই জুটি আমাদের একটি ব্লকবাস্টার পর্ব উপহার দিয়েছিল।
শো চলাকালীন, করণ জোহর শাহরুখকে জিজ্ঞাসা করেছিলেন, "আপনি কি মনে করেন? আলিয়া ভাট কার সাথে ডেট করছেন?" এর উত্তরে শাহরুখ একটি চমকপ্রদ উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, "সবাই। আমি বলতে চাই যে প্রত্যেক যুবক যার সম্পর্কে আমি শুনেছি সবার সঙ্গেই... এবং আমি তাঁকে একজন শিশু হিসাবে চিনি, তাই আমার জন্য এটি সত্যিই মর্মান্তিক। কারণ ইয়ে তো বাচ্চি থি মেরে সামনে। এবং আমার সঙ্গে দেখা প্রতিটি মানুষই আমাকে বলছে যে সে এই একজনকে ডেট করছে। সত্যি কথা বলতে, আমি কখনোই তাঁকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতে পারিনি।"
আরও পড়ুন: বলিপাড়ায় ফের গুঞ্জন! শীঘ্রই মা হচ্ছেন বিপাশা বসু, পরিবার সূত্রে এমনটাই জানা যাচ্ছে
তারপরে, করণ বললেন, "আপনি কি এখন তাঁকে জিজ্ঞাসা করতে চান?" শাহরুখ উত্তর দেন, "আমি জানি, আমি ৩ বা ৪ হলে হতাশ হব।"
আলিয়া এতক্ষণ ধৈর্য ধরে এই কথোপকথনটি শুনছিলেন, তিনি আর চুপ করে থাকেন না এবং চিৎকার করে বলেন, "না, কিন্তু নেই! আমার বয়স ২৩, সময়ের সঙ্গে সঙ্গে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt, Shah Rukh Khan