Vijay Deverakonda Ananya Panday: মুম্বই লোকালে অনন্যার কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন বিজয় দেবেরকোন্ডা! দৃশ্য দেখার জন্য থিকথিকে ভির সামলানো হয়ে উঠল দুষ্কর

Last Updated:

Vijay Deverakonda Ananya Panday: ভিডি এবং অনন্যা পান্ডেকে মুম্বাইয়ের রাস্তাগুলিকে একটি মঞ্চে পরিণত করে ফেলেছেন। এই দুজন তাঁদের পরবর্তী সম্পর্ক নিয়েও জল্পনা তৈরি হয়ে গিয়েছে অনেকের মনে

লাইগার অভিনেতা বিজয় দেবেরকোন্ডা এবং অনন্যা পান্ডে বর্তমানে মুম্বাইতে তাঁদের ছবির প্রচারে ব্যস্ত। নায়ক-নায়িকা লোকাল ট্রেনে চড়ে উপভোগ করেছিলেন। অর্জুন রেড্ডি তারকা তাঁর OOTD-এর জন্য একটি কালো টি-শার্ট এবং নীল ডেনিমের এক জিন্স পড়েছিলেন। তাঁর সহ-অভিনেত্রী অনন্যা পাণ্ডে নীল ডেনিমের সঙ্গে একটি হলুদ কাঁচুলি ক্রপ-টপ পড়ে তাঁর সৌন্দর্য্য বাড়িয়েছিলেন। প্রচারমূলক ইভেন্টে যাওয়ার পথে অনন্যা পান্ডের কোলে মাথা রেখে বিশ্রাম নিতে দেখা গেছে বিজয়কে।
এরই মধ্যে, লাইগার নির্মাতারা আজ ছবিটি থেকে দ্বিতীয় প্রচার দিয়েছেন। ওয়াট লাগা দেঙ্গে শিরোনাম, গানটি বিজয় দেবেরকোন্ডার চরিত্রের মনোভাব নিয়ে। ট্র্যাকটি একজন কিকবক্সারের অদম্য সাহসের কথা বলে, যে অসংখ্য বাধা সত্ত্বেও হাল ছেড়ে দিতে নারাজ। ছবির মিউজিক কম্পোজার সুনীল কাশ্যপ।
advertisement
advertisement
ভিডি এবং অনন্যা পান্ডেকে মুম্বাইয়ের রাস্তাগুলিকে একটি মঞ্চে পরিণত করে ফেলেছেন। এই দুজন তাঁদের পরবর্তী সম্পর্ক নিয়েও জল্পনা তৈরি হয়ে গিয়েছে অনেকের মনে। পুরী জগন্নাধের পরিচালনায় নির্মিত এই বহুল প্রত্যাশিত সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ ক্যামিওতে দেখা যাবে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে। পাশাপাশি রাম্যা কৃষ্ণান, রনিত রায়, বিশু রেড্ডি, আলি, মকরন্দ দেশপান্ডে এবং গেটআপ শ্রীনু আরও অনেকে রয়েছেন এখানে।
advertisement
বিজয় দেবেরকোন্ডা যেহেতু তার পরবর্তী ছবিতে একজন কিকবক্সারের ভূমিকায় অভিনয় করেছেন, তাই তাকে শরীর ঠিকঠাক করার জন্য প্রচুর প্রশিক্ষণ নিতে হয়েছিল। থাইল্যান্ডের কোচ লাইগারের স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এবং ফ্লিকের অ্যাকশন সিকোয়েন্সগুলো কোরিওগ্রাফ করেছেন।
advertisement
প্রকল্পটি এই বছরের ২৫ আগস্ট সারা দেশে হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়লাম সিনেমা হলগুলিতে প্রদর্শিত হবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vijay Deverakonda Ananya Panday: মুম্বই লোকালে অনন্যার কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন বিজয় দেবেরকোন্ডা! দৃশ্য দেখার জন্য থিকথিকে ভির সামলানো হয়ে উঠল দুষ্কর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement