Oscars 2023: দরজার পাশে রাজামৌলীদের স্থান ও সামনে বসে দীপিকা! অস্কার নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ
- Published by:Teesta Barman
Last Updated:
Oscars 2023: বহু ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে অস্কার অনুষ্ঠানের। একটি ভিডিওর ভিত্তিতে কর্তৃপক্ষ ইতিমধ্যেই একাংশ ভারতীয়ের নিশানায়। আমেরিকাকে তোপ দাগলেন কেউ কেউ।
লস অ্যাঞ্জেলস: ভারতের জন্য ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস যেন গর্বের ফোয়ারা। মোট তিনটি ছবি মনোনীত হয়েছিল এবারের অস্কারে। সেখান থেকে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে। অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত। দ্বিতীয়, ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেল। সারা বিশ্বের মতো গোটা দেশেও হইহই শুরু হয়েছে। জোড়া অস্কার নিয়ে মাতামাতি চলছে চারদিকে।
বহু ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে অস্কার অনুষ্ঠানের। একটি ভিডিওর ভিত্তিতে কর্তৃপক্ষ ইতিমধ্যেই একাংশ ভারতীয়ের নিশানায়। আমেরিকাকে তোপ দাগলেন কেউ কেউ।
advertisement
ভিডিওয়ে দেখা যাচ্ছে, ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ জয়ী ঘোষণা হওয়ার পর টিমের প্রত্যেকে আনন্দে লাফালাফি করছেন। এসএস রাজামৌলী, তাঁর স্ত্রী এবং আরও দু'জনকে দেখা যাচ্ছে সেই টেবিলে। রামচরণ, স্ত্রী উপাসনা কোনিডেলা এবং জুনিয়র এনটিআরকে যদিও দেখা যাচ্ছে না সেখানে। তার পর একে একে পুরস্কার নিতে মঞ্চের দিকে এগিয়ে চলেছেন। কিন্তু এই ভিডিওতে নেটিজেনদের চোখে পড়েছে অন্য জিনিস। রাজামৌলী এবং তাঁর টিমকে বসতে দেওয়া হয়েছে ‘এক্সিট’-এর পাশে। অর্থাৎ একেবারে শেষের দিকে, পিছনে।
advertisement
advertisement
দেখে রাগে ফেটে পড়েছেন ভক্তরা। কেউ লিখলেন, ‘ওরা জিতবে জেনেও এত পিছনে বস্তে দেওয়া হল কেন?’ কেউ দুষলেন আমেরিকাকে। কেউ কেউ আবার রাগ দেখিয়েছেন দীপিকা পাড়ুকোনের উপর। লিখলেন, ‘রাজামৌলীরা একেবারে পিছন দিকে বসেছেন আর দীপিকা একদম সামনে!’
advertisement
প্রসঙ্গত, কর্তৃপক্ষের তরফে দীপিকাকে আহ্বান জানানো হয়েছিল উপস্থাপক হিসেবে। তিনি মঞ্চে উঠে ‘নাটু নাটু’র সম্পর্কে বক্তব্য রাখেন। এমনকি 'আরআরআর'-এর জয়ে আনন্দে চোখে জলও আসে তাঁর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 6:03 PM IST