Oscars 2023 II Bollywood: বিবেক একইসঙ্গে ‘আরআরআর’-কে শুভেচ্ছা জানালেন এবং বলিউডকে দুষলেন। বিবেকের লেখায়, ‘ভারতীয় চলচ্চিত্রের জন্য দারুণ সময়। শুরু হল আমাদের ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ দিয়ে। যেভাবে গোটা বিশ্বের নজর কেড়েছে!’
মুম্বই: ভারতের জন্য ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস যেন গর্বের ফোয়ারা। মোট তিনটি ছবি মনোনীত হয়েছিল এবারের অস্কারে। সেখান থেকে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে। অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত। দ্বিতীয়, আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেল। সারা বিশ্বের মতো গোটা দেশেও হইহই শুরু হয়েছে। জোড়া অস্কার নিয়ে মাতামাতি চলছে চারদিকে। বলিউডে কার কী প্রতিক্রিয়া? যদিও এই ছবি তেলুগু ইন্ডাস্ট্রির, কিন্তু বলিউডের তারকারাও গর্ববোধ করছেন দেশের জন্য।
শাহরুখ খান, বলিউডের কিং খান ট্যুইট করেছেন, ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর জন্য প্রযোজক গুনীত মোঙ্গা এবং পরিচালক কার্তিকি গনসালভেসকে আলিঙ্গন জানালেন বাদশা। তার পর ‘আরআরআর’ এসএস রাজামৌলী, জুনিয়র এনটিআর এবং রামচরণকে বললেন, ‘আমাদের পথ দেখানোর জন্য অনেক ধন্যবাদ।’
ওদিকে আনন্দে আত্মহারা আলিয়া ভাট। নিজে এই অস্কারজয়ী ছবিতে রামচরণের স্ত্রী সীতার চরিত্রে অভিনয় করেছিলেন। অস্কার মঞ্চে উপস্থিত না থাকলেও মুম্বইয়ে বসে অভিনন্দন জানালেন ছবির কলাকুশলীদের। শিস বাজিয়ে যেন আনন্দে নাচতে চাইলেন তিনি। তাঁর পোস্ট দেখে তেমনই আন্দাজ করা যাচ্ছে। তা ছাড়া গুনীত মোঙ্গা এবং কার্তিকি গনসালভেস, দুই নারীর অস্কারজয় নিয়েও আপ্লুত আলিয়া। দুই নারী অস্কার নিয়ে মঞ্চে দাঁড়িয়ে, এমনই একটি ছবি দিয়ে তিনি লিখলেন, ‘আহা কী দৃশ্য! ঐতিহাসিক।’
‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’র লাইভ পারফর্মেন্স দেখে আপ্লুত প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তা-ই নয়, নিক জোনাসকে বিয়ের পর আমেরিকাতেই বসবাস শুরু করেছেন বটে, কিন্তু নিজেদের দেশের ছবিকে অস্কারের দর্শকাসনের সকলে উঠে দাঁড়িয়ে সংবর্ধনা দিচ্ছেন দেখে তিনি হাততালি না দিয়ে পারলেন না। গর্বিত প্রিয়াঙ্কাও।
advertisement
হৃতিক রোশন লিখেছেন, ‘ঐতিহাসিক! ভারতীয় ছবির জন্য গর্বের এবং আনন্দের মুহূর্ত। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এবং ‘আরআরআর’-এর টিমকে অনেক শুভেচ্ছা।’
Such a historic, proud & happy moment for Indian Cinema at #Oscars95 ! Many congratulations to the team of Best Documentary Short Film #TheElephantWhisperers & Team RRR for Best Original Song #NaatuNaatu !! More power to you all ♥️
কঙ্গনা লিখলেন, ‘গোটা ভারতবর্ষকে শুভেচ্ছা জানাই। জাতির মধ্যে ভেদাভেদ এনে শোষণ, শাসন, হত্যা, ঔপনিবেশিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই গল্প যেভাবে বিশ্বমঞ্চে সমাদৃত হচ্ছে, সেটা দেখেই আনন্দ পাচ্ছি। ধন্যবাদ আরআরআর।’
Congratulations to entire India🇮🇳a movie about suppression, torture, killing, colonisation of Indians based on racial grounds gets appreciated on a world platform, number of Indians died just during one Bengal famine were way more than Jews died during holocaust. Thank team RRR🙏 https://t.co/J0L2RFuicH
পরিচালক বিবেক অগ্নিহোত্রী একইসঙ্গে ‘আরআরআর’-কে শুভেচ্ছা জানালেন এবং বলিউডকে দুষলেন। বিবেকের লেখায়, ‘ভারতীয় চলচ্চিত্রের জন্য দারুণ সময়। শুরু হল আমাদের ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ দিয়ে। যেভাবে গোটা বিশ্বের নজর কেড়েছে! তার পর দু’টি তথ্যচিত্র এবং ‘আরআরআর’-এর অস্কারজয় এবং দীপিকা পাড়ুকোনের অস্কার উপস্থাপনা করা, সব মিলিয়ে অপূর্ব সময়। আমি এই কারণে আরও বেশি খুশি যে বলিউডের বাইরের ছবিগুলি স্বীকৃতি পাচ্ছে। ওগুলো সরিয়ে প্রকৃত ভারতীয় ছবি সকলের সামনে আসছে। আশা করি, বাংলা, পাঞ্জাবি, মরাঠি, মালয়ালম এবং আরও সমস্ত রাজ্য বেড়াজাল থেকে বেরিয়ে একটা ছাতার তলায় আসুক।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷