RRR: অস্কারের আগে ফের আন্তর্জাতিক পুরস্কার RRR-এর, মঞ্চে রাজামৌলির ভাষণে, ‘আমার ভারত মহান’

Last Updated:

RRR: রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ঠিক তিন মাসে আগে এই গানটি ইউক্রেনের প্রেসিডেনশিয়াল প্যালেসে শ্যুট হয়েছিল। ১৫ দিন ধরে এই ছবির শ্যুটিং হয়েছে।

এস এস রাজামৌলির 'আরআরআর'
এস এস রাজামৌলির 'আরআরআর'
নিউইয়র্ক: ফের দেশের গর্বের কারণ ‘আরআরআর’। এসএস রাজামৌলি পরিচালিত তেলুগু ছবি নিয়ে উন্মাদনা কাঁটাতারের বেড়া পেরিয়েছে বহুবার। রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবির জয়জয়কার অব্যাহত। অস্কার ২০২৩-এ মনোনীত এই ছবি এবার আরও একটি আন্তর্জাতিক মঞ্চ থেকে চারটি পুরস্কার গ্রহণ করল।
অস্কারের জন্য মনোনীত হয়েছে ছবির গান ‘নাটু নাটু’। ইতিমধ্যেই এই গান জিতেছে গোল্ডেন গ্লোব। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ‘সেরা মৌলিক গান’ বিভাগে মনোনীত হয়েছে গানটি। বিশ্বমঞ্চে আবারও সম্মানিত ‘আরআরআর’। হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের ৪টি বিভাগে জয়ী হয়েছে। ‘সেরা আন্তর্জাতিক ছবি’, ‘সেরা অ্যাকশন ছবি’, ‘সেরা মৌলিক গান’ (‘নাটু নাটু’ গানের জন্য) এবং ‘সেরা স্টান্টস’।
advertisement
advertisement
‘সেরা স্টান্টস’ বিভাগের পুরস্কার গ্রহণের সময়ে মঞ্চে উঠে রাজামৌলি এই পুরস্কার উৎসর্গ করলেন নিজের দেশকে। পরিচালক বললেন, ‘আমার ভারত মহান’।
advertisement
এবার পাখির চোখ অস্কারে। আগামী মার্চ মাসের ১৩ তারিখ অস্কারের ফল ঘোষণা। অপেক্ষা গোটা দেশের। হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার গ্রহণ করার পর অস্কার নিয়ে মুখ খুলেছেন রামচরণ।
advertisement
তাঁর কথায়, ‘‘যদি সত্যিই আমাদের ছবির গান অস্কার পায়, তাহলে সম্ভবত আমাকে ডেকে তুলতে হবে। বলতে হবে যে, যাও পুরস্কারটা নিয়ে এসো। কারণ আমার বিশ্বাস হবে না। কী যে খুশি হব, বলে বোঝাতে পারছি না। যদি সত্যি হয়, তবে এই জয় কেবল আমাদের ছবির নয়, গোটা ভারতবর্ষের ইন্ডাস্ট্রির জয়। একা কেউ এর কৃতিত্ব নিতে পারব না।’’
advertisement
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ঠিক তিন মাসে আগে এই গানটি ইউক্রেনের প্রেসিডেনশিয়াল প্যালেসে শ্যুট হয়েছিল। রামচরণ বললেন, ‘’১৫ দিন ধরে এই ছবির শ্যুটিং করেছি। ইউক্রেন বড়ই সুন্দর জায়গা। আমি চেয়েছিলাম, ছবির কাজ শেষ হয়ে গেলে আর একবার ইউক্রেন থেকে ঘুরে আসব।’’ কিন্তু তা সম্ভব হয়নি যুদ্ধের কারণে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
RRR: অস্কারের আগে ফের আন্তর্জাতিক পুরস্কার RRR-এর, মঞ্চে রাজামৌলির ভাষণে, ‘আমার ভারত মহান’
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement