আর আর আর-এর জয়জয়কার অব্যাহত, অস্কারের জন্য মনোনীত 'নাটো নাটো' গান

Last Updated:

ইতিমধ্যেই ছবির গান 'নাটো নাটো' জিতেছে গোল্ডেন গ্লোব

মুম্বই: রাজামৌলির ছবি 'আর আর আর'-এর জয়জয়কার অব্যাহত। এবার অস্কারের জন্য মনোনীত হল ছবির গান 'নাটো নাটো'। ইতিমধ্যেই এই গান জিতেছে গোল্ডেন গ্লোব। ৯৫ তম আকাদেমি অ্যাওয়ার্ডে 'সেরা মৌলিক গান' বিভাগে মনোনীত হয়েছে গানটি।
advertisement
বিশ্বমঞ্চে সম্মানিত 'আরআরআর'। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির গান 'নাটু নাটু'-র ঝুলিতে এসেছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। কিন্তু এই গানের স্রষ্টা এম এম কিরাবাণীর আরও একটি পরিচয় আছে। তিনি ছবির পরিচালকের খুড়তুতো ভাই। 'নাটু নাটু'-র কোরিওগ্রাফি নিয়ে যেমন চর্চা বিস্তর, তেমনই গায়কিও কম প্রশংসা কুড়োয়নি। গানটি গেয়েছেন কিরাবাণীর ছেলে কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ।
advertisement
প্রায় তিন দশক ধরে সঙ্গীত পরিচালনার সঙ্গে যুক্ত কিরাবাণী। দীর্ঘ কেরিয়ারে একাধিক ভাষায় গান তৈরি করেছেন তিনি। 'তুম মিলে দিল খিলে', 'গলি মে আজ চাঁদ নিকলা'-র মতো জনপ্রিয় গানগুলিও তাঁরই তৈরি। 'নাটু'- যে শব্দটিকে ঘিরে এত চর্চা, তার অর্থ হল নাচ। ছবিতে ব্রিটিশ শাসিত ভারতে ভিনদেশীদের সামনে রাম (রাম চরণ) এবং ভীম (জুনিয়র এনটিআর) তাঁদের দেশীয় নাচের ঝলক দেখিয়েছিল। আর তাতেই তৈরি ইতিহাস। পর্দায় তো বটেই, তার বাইরেও ছড়িয়ে পড়ে গানের ম্যাজিক।
advertisement
অত দ্রুত লয়ের গানের সঙ্গে পা মেলানো মুখের কথা না মোটেই। ছবির অভিনেতা জুনিয়র এনটিআর জানিয়েছেন, রাজামৌলি এই বিষয়টি নিয়ে অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন। প্রত্যেকের পা যেন একই তালে পড়ে, তাতে জোর দিয়েছেন পরিচালক।
গানটির কোরিওগ্রাফি করেন প্রেম রক্ষিত। তাঁর তত্ত্বাবধানে ২০ দিন শ্যুট, ১৮টি টেকের পর অবশেষে পরিচালকের মুখে হাসি ফুটেছিল
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আর আর আর-এর জয়জয়কার অব্যাহত, অস্কারের জন্য মনোনীত 'নাটো নাটো' গান
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement